গাজীপুর-৩ ধানের শীষের টিকিট পেলেন ডা. রফিকুল ইসলাম বাচ্চু
শ্রীপুর গাজীপুর প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনে বিএনপির নমিনেশন পেলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। গত সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশান দলীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী তালিকা ঘোষণা করেন। প্রার্থী তালিকায় গাজীপুর-৩ আসনে ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু’র নাম ঘোষণা করেন। ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু একজন ত্যাগী ও পরিক্ষিত বিএনপি কর্মী। দলের দুঃসময়ে তিনি অসংখ্য হামলা-মামলার শিকার হয়েছেন এবং কারাভোগ করেছেন।
তাই বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান তার যথার্থ মূল্যায়ন করেছেন। ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে নিজ নিজ এলাকায় দায়িত্ব পালন করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ