৫ নভেম্বর বুধবার থেকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের উদ্যোগে শুরু হতে যাচ্ছে দু’দিনব্যাপী "জয়া স্যানিটারি ন্যাপকিন প্রেজেন্ট ফার্মাফেস্ট ২০২৫" । গতকাল মঙ্গলবার নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগ গর্বের সঙ্গে জানাচ্ছে যে, তাদের বার্ষিক প্রধান অনুষ্ঠান ফার্মা ফেস্ট ২০২৫ ৫ ও ৬ নভেম্বর ২০২৫ তারিখে (বুধবার ও বৃহস্পতিবার) নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রধান ক্যাম্পাসে, বসুন্ধরা আবাসিক এলাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি বাংলাদেশের সর্ববৃহৎ ফার্মাসিউটিক্যাল সায়েন্স বিষয়ক উৎসব, যা ফার্মাসিউটিক্যাল শিক্ষার ভূমিকা এবং বিশ্বস্বাস্থ্যসেবায় তরুণ প্রজন্মের অবদানকে সম্মান জানাতে আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, ফার্মাসিউটিক্যাল কোম্পানি ও পেশাজীবীরা অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা তাদের জ্ঞান, সৃজনশীলতা এবং বৈজ্ঞানিক দক্ষতা প্রদর্শন করে নানাবিধ কার্যক্রমে অংশ নেবে, যার মধ্যে রয়েছে-
ফার্মাসিউটিক্যাল বিজ্ঞানে জ্ঞান ও সমস্যা সমাধানের দক্ষতা যাচাই, শিক্ষার্থীদের উদ্ভাবনী গবেষণা প্রদর্শনী, জনস্বাস্থ্য ও বিজ্ঞানের নানা ইস্যুতে বিশ্লেষণী ও যোগাযোগ দক্ষতার প্রতিযোগিতা, শিক্ষার্থীদের সঙ্গে শীর্ষ ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর যোগাযোগের সুযোগ, প্রতিভা, দলগত কাজ এবং অর্জনের উদযাপন।
এ বছর অনুষ্ঠানে জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ এবং এনএসইউ’র ছাত্র-ছাত্রীদের পরিবেশনা থাকবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশবরেণ্য অতিথিবৃন্দ। এরা হলেন-অধ্যাপক ড. মোহাম্মদ হোসেন শারিয়ার, চেয়ারম্যান, ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগ, নর্থ সাউথ ইউনিভার্সিটি, সৈয়দ এস. কায়সার কবির, প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক, রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, মুসাওয়াথ শামস জাহিদি, ব্যবস্থাপনা পরিচালক, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটে, মিসেস জারিন করিম, ব্যবস্থাপনা পরিচালক, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, প্রফেসর আব্দুল হান্নান চৌধুরী, উপাচার্য, নর্থ সাউথ ইউনিভার্সিটি, প্রফেসর ড. আব্দুর রব খান, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং মুহাম্মদ মাহবুবুল আলম, সচিব, ফার্মেসি কাউন্সিল অব বাংলাদেশ এই আয়োজন শিক্ষার্থীদের জন্য একটি অনন্য সুযোগ তৈরি করবে যাতে তারা তাদের প্রতিভা, জ্ঞান ও সৃষ্টিশীল চিন্তাধারা উপস্থাপন করতে পারে এবং একসঙ্গে একাডেমিক ও শিল্পখাতের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করতে পারে। এটি বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল শিল্পের উন্নয়ন ও অগ্রগতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ফার্মাফেস্ট এনএসইউ’র সবচেয়ে বড় আয়োজন হিসেবে শুধু তরুণ ফার্মাসিস্টদের অবদানকে তুলে ধরবে না, বরং বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল খাতের সাফল্য ও সম্ভাবনাকে জাতীয় পরিসরে প্রচার করবে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
বসুন্ধরায় নর্থ সাউথ ইউনিভার্সিটির ফার্মা ফেস্ট ২০২৫ শুরু
- আপলোড সময় : ০৪-১১-২০২৫ ১০:৫৩:৪৬ অপরাহ্ন
- আপডেট সময় : ০৫-১১-২০২৫ ১২:১৯:১৩ পূর্বাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্টাফ রিপোর্টার