* ১২ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশের ডাক শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীদের
দাবি না মানলে প্রধান উপদেষ্টাকে স্বেচ্ছায় পদত্যাগের আহ্বান আন্দোলনকারীদের
- আপলোড সময় : ০৪-১১-২০২৫ ০২:৪০:৪৬ অপরাহ্ন
- আপডেট সময় : ০৪-১১-২০২৫ ০২:৪০:৪৬ অপরাহ্ন
রাজধানীর বিজয় স্মরণীস্থ কলমিলতা বাজারের ক্ষতিপূরণ আদায় ও মিরপুর ভাষানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন চুক্তি বাতিল আদেশ প্রত্যাহারের দাবিতে শহীদ মুত্তিযোদ্ধা পরিবারের সদস্যরা ও বস্তিবাসীরা টানা ৩ মাসযাবৎ বিরতিহীন আন্দোলন চালিয়ে গেলেও দাবি আদায় না হওয়ায় আন্দোলনকারীরা এবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে স্বেচ্ছায় পদত্যাগের আহ্বান জানিয়েছেন।
গতকাল সোমবার সকালে রাজধানীর তেজগাঁওস্থ তেজকুনি পাড়ার বিজয় সরণি টাওয়ারে বস্তি পুনর্বাসন ও শহীদ পরিবারের ক্ষতিপূরণ আদায় সংগ্রাম পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা এ আহ্বান জানান। এসময় তিনি আগামী ১২ নভেম্বর (বুধবার) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে জানান।
সংবাদ সম্মেলনে বস্তি পুনর্বাসন ও শহীদ পরিবারের ক্ষতিপূরণ আদায় সংগ্রাম পরিষদের আহ্বায়ক আলহাজ মো. আব্দুর রহিম বলেন, টানা তিন মাসযাবৎ বিরতিহীনভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি। এর মধ্যে সচিবালয় ঘেরাও, দুদক কার্যালয় ঘেরাও, শহীদ মিনারে শপথ গ্রহণ, জেলা প্রশাসকের কার্যালয়ে ও প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান, প্রেসক্লাব প্রাঙ্গণে সমাবেশ, এবং হরতালসহ একাধিক কর্মসূচি পালন করেছি। কিন্তু দুঃখজনকভাবে, সরকার এখনো সমস্যার সমাধানে কোনো বাস্তব পদক্ষেপ না নিয়ে উল্টো প্রশাসনের মাধ্যমে ‘বি-টিম’ তৈরি করে বিভ্রান্তি ও হয়রানির পথ বেছে নিয়েছে। অপরদিকে, কলমিলতা বাজারে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ বিষয়ে ঢাকা জেলা প্রশাসন প্রথমে সম্মতি দিলেও এখন তারা ১৯৮২ সালের বাতিল আইন অনুযায়ী ক্ষতিপূরণ দিতে চাচ্ছেন, যা ২০১৭ সালের আইনের পর কার্যকর নেই। আমরা স্পষ্টভাবে জানাতে চাই-বর্তমান আইন অনুযায়ীই ক্ষতিপূরণ দিতে হবে। ভূমি মন্ত্রণালয়কে এ বিষয়ে দায়িত্বশীল হতে হবে এবং ক্ষতিপূরণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে।
আব্দুর রহিম বলেন, প্রধান উপদেষ্টা মহোদয় প্রায় এক বছর আগে আমাদের বিষয়ে চারটি মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছিলেন। কিন্তু আজও কোনো ফল পাওয়া যায়নি। আমরা জানতে চাই-তার নির্দেশ কার্যকর হচ্ছে না কেন?
তিনি আরো বলেন, আমাদের লড়াই সংগ্রামের মাঠে যদি কেউ আপনারা অসুস্থ হন তার চিকিৎসার দায়িত্ব এমনকি অন্যায়ভাবে যদি কেউ গ্রেফতার হন বা পুলিশী নির্যাতনের শিকার হন তাদের জন্য আইনি লড়াইয়ের সহযোগিতা করার দায়িত্ব সংগঠনের পক্ষ থেকে করা হবে। এছাড়া আমাদের এই আন্দোলনের সঙ্গে জড়িত আছেন তারা সুদ মুক্ত ঋণ পাবেন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
আব্দুর রহিম বলেন, আমি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানাবো আপনি অবিলম্বে আমাদের দাবি দুটি মেনে নিন, আর যদি দাবি মেনে না নেন তাহলে আপনি স্বেচ্ছায় পদত্যাগ করুন। যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন তাহলে আপনাকে পদত্যাগ করাতে বাধ্য করা হবে। সংবাদ সম্মেলনে বস্তিবাসী ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্টাফ রিপোর্টার