মালয়েশিয়া সফরকালে হার্ট অ্যাটাকে মারা গেছেন মালয়েশিয়া সফরকালে হার্ট অ্যাটাকে মারা গেছেন তাইওয়ানিজ ইনফ্লুয়েন্সার সিহ ইউ-সিন। সামাজিকমাধ্যমে যিনি ‘নার্স দেবী’ নামে পরিচিত। মালয়েশিয়ার একটি হোটেলের বাথটাবে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩১ বছর। মালয়েশিয়ান গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দেশটির জনপ্রিয় র্যাপার নামউই ইনফ্লুয়েন্সার সিহ ইউ-সিনকে বাথরুমের মধ্যে অসাড় অবস্থায় দেখতে পান। তিনি সিপিআর দেওয়ার চেষ্টা করেন এবং দুপুর সাড়ে ১২টার দিকে জরুরি পরিষেবায় যোগযোগ করেন। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে তাঁকে হাসপাতালে নেয়া হয় কিন্তু শেষ রক্ষা হয়নি। সম্প্রতি সিহ ইউ-সিন শুটিংয়ের জন্য মালয়েশিয়া সফরে গিয়েছিলেন। তার ম্যানেজার ক্রিস জানিয়েছেন, তিনি হঠাৎ করেই অসুস্থতা হয়ে পড়েছিলেন। সেই সময় তাৎক্ষণিক জরুরি চিকিৎসার কোনো সুযোগ ছিল না। এদিকে মালেশিয়ান র্যাপার নামউই অভিযোগ করেছেন, জরুরি পরিষেবা নাম্বারের যোগযোগের প্রায় এক ঘণ্টা পরে অ্যাম্বুলেন্স পৌঁছায়। গায়কের ভাষ্য, যখন আমি ফোন করে জানতে চাইলাম তখন তারা আমাকে উল্টে বকাবকি করেছে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। ম্যানেজার বলেন, নার্স দেবী’র আকস্মিক মৃত্যুতে তার পরিবার শোকাহত। তার এ মৃত্যুর কারণ জানতে তদন্তের অনুরোধ করা হয়েছে। সিহ ইউ-সিনের সোশ্যাল মিডিয়ায় পাঁচ লাখেরও বেশি ফলোয়ার রয়েছে। তিনি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য ভিডিও বানাতেন। যার জন্য নেটিজেনদের কাছে বেশ প্রশংসিত হয়েছিলেন। এ কারণে তাকে ‘নার্স দেবী’ উপাধি দেয়া হয়েছিল।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
মারা গেছেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার সিহ ইউ-সিন
- আপলোড সময় : ০৩-১১-২০২৫ ০৬:৪৯:৩০ অপরাহ্ন
- আপডেট সময় : ০৩-১১-২০২৫ ০৬:৪৯:৩০ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিনোদন ডেস্ক