ঢাকা , মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ , ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ফরিদপুরের ভাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধে দু'পক্ষের টানা দ্বিতীয় দিনের সংঘর্ষ, আহত ১০ মারা গেছেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার সিহ ইউ-সিন ১৬০ কোটি ছাড়ালো রাশমিকার ‘থাম্মা’ প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন দুরেফিশান শাহরুখের বিরুদ্ধে উঠলো নকলের অভিযোগ নতুন নাটক নিয়ে আসছেন মোশাররফ করিম সিনেমা প্রচারণায় ভিন্ন পথ বেছে নিলেন রাসেল মিয়া জায়েদ খানের প্রশংসায় করলেন নুসরাত ফারিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুরের মুখপাত্র জেবা তাহসিনের পদত্যাগ দেশে ভোটার এখন ১২ কোটি ৭৬ লাখ বাল্যবিবাহের অপরাধ আমলে নেওয়ার সময়সীমা প্রশ্নে হাইকোর্টের রুল বাংলাদেশের শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠছে-মির্জা ফখরুল আল্লাহর পর বিচার নিষ্পত্তির প্রতিনিধি আপনি ট্রাইব্যুনালকে ইনু অনৈক্যের জন্য বিএনপি জামায়াত সমানভাবে দায়ী : নাহিদ ইসলাম শাপলা কলি প্রতীকেই নির্বাচনে যাচ্ছে এনসিপি ‘নৌকা’ উপহার পেয়ে বিপাকে উপদেষ্টা ফেসবুকে চাইলেন পরামর্শ স্বরাষ্ট্র-পররাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দিলে জাকির নায়েক বাংলাদেশে আসবেন-ধর্ম উপদেষ্টা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আঞ্চলিক সড়কগুলো যেন দুর্ঘটনার মরণফাঁদ সাতক্ষীরায় পঁচা মাংস বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৩০ হাজার জরিমানা ও ২ মাসের বিনাশ্রম কারাদ্বন্ড প্রদান খাগড়াছড়ির গুইমারায় নিরীহ ৩ নাগরিক কে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ

১৬০ কোটি ছাড়ালো রাশমিকার ‘থাম্মা’

  • আপলোড সময় : ০৩-১১-২০২৫ ০৬:৪৯:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৫ ০৬:৪৯:০০ অপরাহ্ন
১৬০ কোটি ছাড়ালো রাশমিকার ‘থাম্মা’
ভারতের দক্ষিণী সিনেমার আলোচিত অভিনেত্রী রাশমিকা মান্দানা। গত বছরের শেষ থেকে দারুণ সময় পার করছেন এই অভিনেত্রী। টানা দুটি হিট সিনেমা উপহার দিয়েছেন। এবার হরর-কমেডি ঘরানার ‘থাম্মা’ সিনেমা নিয়ে পর্দায় হাজির হয়েছেন। আদিত্য সরপতদার পরিচালিত এই সিনেমায় রাশমিকার বিপরীতে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা। দীপাবলি উপলক্ষে ২১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। সিনেমাটি মুক্তির কয়েক দিন আগে প্রকাশিত হয় এ সিনেমার ‘পয়জন বেবি’ গান। দীর্ঘ দিন পর এ গানের মাধ্যমে পর্দায় ফিরেছেন মালাইকা আরোরা। জেসমিন স্যান্ডলাস, সচিন-জিগর ও দিব্যা কুমারের এ গানে রাশমিকা-মালাইকার নাচে বুঁদ হয়ে আছেন দর্শকরা। তাছাড়া ‘তুম মেরে না হুয়ে’ গানে আয়ুষ্মান খুরানার সঙ্গে দেখা যায় আবেদনময়ী রাশমিকাকে। ফলে মুক্তির আগে থেকেই ‘থাম্মা’ সিনেমা আলোচনায় রয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত হিন্দি ভাষার ৩৭টি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয়কৃত সিনেমার তালিকায় ‘থাম্মা’ এর অবস্থান চতুর্থ। এ তালিকার শীর্ষে রয়েছে ‘ছাবা’ (২৯ কোটি রুপি), দ্বিতীয় ‘ওয়ার টু’ (২৮ কোটি রুপি), তৃতীয় সিকান্দার (২৫ কোটি রুপি)। চলুন জেনে নিই, ১৩ দিনে কত টাকা আয় করেছে রাশমিকার সিনেমাটি। স্যাকনিল্কের তথ্য অনুসারে, ‘থাম্মা’ সিনেমা ১৩ দিনে শুধু ভারতে আয় করেছে ১৩৮.৫ কোটি রুপি (গ্রস)। বিদেশে আয় করেছে ২২.৫ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে ১৬১ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২২২ কোটি ৩৬ লাখ টাকা)। ম্যাডক ফিল্মসের হরর-কমেডি ইউনিভার্সের নতুন সিনেমা ‘থাম্মা’। এটি নির্মাণে ব্যয় হয়েছে ১৪০ কোটি রুপি। ইউ/এ ১৬+ রেটিংসহ অনুমোদিত সিনেমাটির দৈর্ঘ্য ২ ঘণ্টা ২৯ মিনিট ৫৯ সেকেন্ড। সিনেমাটির গল্প প্রসঙ্গে আয়ুষ্মান খুরানা ভারাইটিকে বলেন, “এ সিনেমা সরাসরি ভারতীয় পুরাণ ও কিংবদন্তি থেকে অনুপ্রাণিত। আমরা প্রায়ই পশ্চিমা ধারণার দিকে তাকাই, কিন্তু অনেক ধারণার মূল আমাদের নিজেদের। এটি পশ্চিমা ধারার আগে থেকেই আমাদের সংস্কৃতিতে বিদ্যমান।” আয়ুষ্মান খুরানা, রাশমিকা মান্দানা ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন-নওয়াজুদ্দিন সিদ্দিকী, পরেশ রাওয়াল, গীতা আগরওয়াল শর্মা, ফয়সাল মালিক। তাছাড়া সিনেমাটিতে একঝাঁক তারকা অতিথি হিসেবে অভিনয় করেছেন। এ তালিকায় রয়েছেন-মালাইকা আরোরা, নোরা ফাতেহি, অমর কৌশিক, সত্যরাজ, বরুণ ধাওয়ান, সুনীল কুমার।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স