ঢাকা , রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ , ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
এই সরকার দিয়ে কোনো অবাধ-সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়-ডা. তাহের লাখো মানুষের জীবিকা হুমকির মুখে পড়বে যারা ধর্মের নামে রাজনীতির ব্যবসা করে, তাদের হাতে নারীরা নির্যাতিত-সালাহউদ্দিন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না-প্রধান উপদেষ্টা নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে ভুল হবে : সেনাপ্রধান নির্বাচনকালীন ডিসি নিয়োগ পুলিশ দেখে ফেলে যাওয়া প্রাইভেটকারে মিললো এক লাখ পিস ইয়াবা তিন মাসে আয়ে প্রবৃদ্ধি তবুও তিতাসের লোকসান ২৪৯ কোটি টাকা প্রেমিকাকে ভিডিও কলে রেখেই তরুণের আত্মহত্যা দুই দশকে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা আটগুণ বৃদ্ধি মুন্সিগঞ্জের ভাষানচর বালুমহল ইজারা ঘিরে অভিযোগ, হয়রানি বন্ধে তদন্তের দাবি কৃষি গুচ্ছ ভর্তির আবেদন শুরু ২৫ নভেম্বর, পরীক্ষা ৩ জানুয়ারি ভয়াবহ দুর্ভোগ হানিফ ফ্লাইওভারে! যৌনাচারের অভিযোগে ঢাবি শিক্ষক গ্রেফতার ইসলামী ব্যাংক নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাল কেন্দ্রীয় ব্যাংক নির্বাচনের আগে গণভোট চায় ৮ দল আমি পাশে না দাঁড়ালে গ্রামীণ ব্যাংকের অনেক স্থাপনা থাকতো না-কাদের সিদ্দিকী স্কুলে ভর্তিতে কোটা নিয়ে আপত্তি অভিভাবকদের দেশে দ্রুত কমছে খাদ্যের মজুত ট্রাভেল এজেন্সি অধ্যাদেশ-২০২৫ বাতিলের দাবি
জুনিয়র বৃত্তি পরীক্ষা

২০ পরীক্ষার্থীর জন্য ১ কক্ষপরিদর্শক

  • আপলোড সময় : ০৩-১১-২০২৫ ১২:১৬:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৫ ১২:১৬:৩৫ পূর্বাহ্ন
২০ পরীক্ষার্থীর জন্য ১ কক্ষপরিদর্শক
জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ সুষ্ঠু ও নিরাপদে সম্পন্ন করার জন্য কেন্দ্রে বিশেষ ব্যবস্থাপনা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এর আওতায়, প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন কক্ষপরিদর্শক নিয়োগ করা হবে এবং প্রতিটি কক্ষে কমপক্ষে দুইজন দায়িত্বপ্রাপ্ত শিক্ষক থাকবেন। এছাড়া, পরীক্ষার্থীদের আসন কমপক্ষে ৩ ফিট দূরত্ব বজায় রেখে বসানোর জন্যও নির্দেশ দেওয়া হয়। সম্প্রতি বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা বিজ্ঞপ্তিতে কেন্দ্রসচিবদের মোট ২৪টি নির্দেশনা পালন করতে বলা হয়েছে। এতে বলা হয়, পরীক্ষার্থীরা বাংলা, ইংরেজি ও গণিতে পূর্ণনম্বর ১০০ ও সময় ৩ ঘণ্টা এবং বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ৫০+৫০ নম্বরে ১ ঘণ্টা ৩০ মিনিট এবং ১ ঘণ্টা ৩০ মিনিট সময়ে অংশগ্রহণ করবে। কেন্দ্র সচিবদের বলা হয়, পরীক্ষা শুরুর সাত দিন আগে ট্রেজারি বা থানার লকারে সংরক্ষিত প্রশ্নপত্রের প্যাকেটের সঙ্গে প্রশ্নপত্রের বিবরণী তালিকা যাচাই করতে হবে। সংশ্লিষ্ট ট্রেজারি অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, কেন্দ্রসচিব ও পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। প্রশ্নপত্র দুটি সেটে বিভক্ত করে নির্ধারিত সিকিউরিটি খামে প্যাকেট করতে হবে এবং তারিখ, বিষয় ও সেট কোড খামে লিখতে হবে। কোনো ত্রুটি হলে কেন্দ্রসচিবকে দায়ী ধরা হবে। আর পরীক্ষার দিন ট্রেজারি অফিসার ও পুলিশের উপস্থিতিতে নিরাপত্তাসহ প্রশ্নপত্র কেন্দ্রে আনা হবে। পরীক্ষার জন্য নির্ধারিত সেটের প্রশ্নপত্র শুধু এসএমএসের মাধ্যমে পাঠানো নির্দেশ অনুযায়ী ব্যবহার করতে হবে। অব্যবহৃত সেটের প্রশ্নপত্র অক্ষত অবস্থায় উপজেলা কমিটিতে জমা দিতে হবে। কেন্দ্রে মোবাইল ফোন এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস প্রবেশ নিষিদ্ধ থাকবে। শুধুমাত্র কেন্দ্রসচিব ছবি তোলা যায় না এমন মোবাইল ব্যবহার করতে পারবেন। প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য ১ জন কক্ষপরিদর্শক থাকবেন এবং প্রতিটি কক্ষে কমপক্ষে ২ জন দায়িত্ব পালন করবেন। পরীক্ষার্থীদের আসন কমপক্ষে তিন ফিট দূরত্ব বজায় রেখে বসানো হবে। এতে আরও বলা হয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে সব পরীক্ষার্থীকে প্রবেশ করানোর ব্যবস্থা করতে হবে। পরীক্ষার সময়সূচি অনুযায়ী নির্দিষ্ট তারিখে পরীক্ষা নিতে হবে। পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র পরিবহনে পুলিশের সহায়তা থাকতে হবে। উত্তরপত্র বিষয়ভিত্তিক এবং পৃথক প্যাকেটে প্রস্তুত করতে হবে। ইংরেজি ভার্সনের শিক্ষার্থীরা অবশ্যই ইংরেজি ভার্সনের প্রশ্নপত্রে পরীক্ষা দেবেন। আর পরীক্ষার সময় সংশ্লিষ্ট বিদ্যালয়ের ক্লাস বন্ধ থাকবে এবং অনলাইন তথ্য হালনাগাদে সতর্কতা অবলম্বন করতে হবে। এছাড়া, বোর্ড অনুমোদিত ক্যালকুলেটার ব্যতীত অন্য কোনো ক্যালকুলেটার ব্যবহার করা যাবে না বলেও সতর্ক করা হয়।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স