সাজেদা জব্বার হাসপাতাল
শরীয়তপুরে চিকিৎসায় আধুনিকতার ছোঁয়া
শরীয়তপুর থেকে নুরুজ্জামান শেখ
শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার সখিপুর বাজারে গড়ে উঠেছে বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সাজেদা জব্বার হসপিটাল লিমিটেড। অত্যন্ত আধুনিক উন্নতমানের ইকুইপমেন্ট যন্ত্রপাতি নিয়ে সাজেদা জব্বার হসপিটালটি চালু করা হয়েছে।
গত ২৪ অক্টোবর (শুক্রবার) বিকেলু ৩ ঘটিকার সময় ভেদরগঞ্জ উপজেলা সখিপুর বাজারে উন্নত আধুনিক মানের যন্ত্রপাতি নিয়ে সাজেদা জব্বার হাসপিটালটি শুভ উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু করে।
সুস্বাস্থ্যই সম্পদ। সুস্থ দেহ জীবন-জীবিকার সাথে ওতপ্রোতভাবে জড়িত। মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্নভাবে অসুস্থ হয়। অসুস্থ ব্যক্তিকে সুস্থ করতে প্রয়োজন হয় ভালো চিকিৎসা। ভালো চিকিৎসা সেবার জন্য প্রয়োজন হয় ডাক্তার, হাসপাতাল এবং ভালো পরিবেশ।
শরীয়তপুরে চিকিৎসা সেবায় ভালো পরিবেশ এখনও গড়ে ওঠেনি। উন্নত আধুনিক যন্ত্রপাতি নিয়ে হাসপাতাল গড়ে না ওঠার কারণে সখিপুরসহ জেলার মানুষ উন্নত চিকিৎসা সেবা নেওয়ার জন্য বাধ্য হয়েই রোগীদেরকে জেলার বাইরে যেতে হচ্ছে। সখীপুরসহ জেলার মানুষের কথা চিন্তা করে সখিপুরের কৃতী সন্তান বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, মানবতার ফেরিওয়ালা আর্তমানবতার সেবায় নিয়োজিত হাজী মোহাম্মদ শাজাহান মুন্সী প্রয়াত পিতা-মাতার নামে গড়ে তুলেছেন সাজেদা জব্বার হসপিটাল। সখিপুর বাজারে গড়ে ওঠা যে হাসপাতালে রোগীদের চিকিৎসা সেবায় রয়েছে বিশ্বমানের যন্ত্রপাতি,
১/ভিডিও ল্যাপারোস্কোপিক, ডিজিটাল সি-আরমো মেশিন, ডিজিটাল ওপিজি সিস্টেম,আল্ট্রাসনোগ্রাফি ও ইকো।
সাজেদা জব্বার হসপিটালে রোগীদের সেবায় যা যা থাকছে —
১/স্বল্পমূল্যে গর্ভবতী ও প্রসূতি মায়ের স্বাস্থ্য সেবা
২/স্বল্প মূল্যে উন্নত সিজারিয়ান অপারেশন
৩/সার্বক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা
৪/বিশ্বের উন্নতমানের মেশিন দ্বারা সব ধরনের পরীক্ষা- নিরীক্ষার ব্যবস্থা
৫/পৃথিবীর বিখ্যাত এঊ ৬৪ ঝষরপব ঈঞ ঝপধহ ওএঊ ঠড়ষঁংড়হ ঝ৮ টঝএ গধপযরহব
৬/ বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ও সহযোগী অধ্যাপকবৃন্দ
৭/ক্রিটিকাল অবস্থার রোগীদের জন্য রয়েছে ঘওঈট এবং ২৪/৭ জরুরি সুবিধা
৮/হাসপাতালে থাকছে ভর্তি রোগীদের জন্য ২০ শয্যা বিশিষ্ট আধুনিক ও উন্নতমানের কেবিন, পুরুষ ওয়ার্ড, মহিলা ওয়ার্ড এবং শিশু ওয়ার্ড
৯/ভর্তি রোগীদের সার্বক্ষণিক সেবার জন্য রয়েছে অভিজ্ঞ মেডিকেল অফিসার ও প্রশিক্ষিত সিনিয়র স্টাফ নার্স
১০/হাসপাতালে থাকছে প্যাথলজি, রেডিওলজি ও ইমেজিং পরীক্ষার জন্য রয়েছে বিশেষজ্ঞ কনসালটেন্ট
১১/সায়েন্টিফিক অফিসার এবং সুদক্ষ মেডিকেল টেকনোলজিস্ট
১২/সেবা নিতে আসা রোগীদের জন্য থাকছে ৩ ধরনের স্বাস্থ্য কার্ড, যা দ্বারা বিভিন্ন আর্থিক সুবিধা প্রাপ্তির সুযোগ
১৩/ চক্ষু সেবার জন্য রয়েছে আলাদা চক্ষু বিভাগ এবং অপারেশনের ব্যবস্থা। এ ছাড়া রয়েছে দেশি-বিদেশি মানসম্মত ওষুধ সংবলিত ২৪ ঘণ্টা ফার্মেসি সেবা।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ