ঢাকা , রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ , ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
এই সরকার দিয়ে কোনো অবাধ-সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়-ডা. তাহের লাখো মানুষের জীবিকা হুমকির মুখে পড়বে যারা ধর্মের নামে রাজনীতির ব্যবসা করে, তাদের হাতে নারীরা নির্যাতিত-সালাহউদ্দিন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না-প্রধান উপদেষ্টা নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে ভুল হবে : সেনাপ্রধান নির্বাচনকালীন ডিসি নিয়োগ পুলিশ দেখে ফেলে যাওয়া প্রাইভেটকারে মিললো এক লাখ পিস ইয়াবা তিন মাসে আয়ে প্রবৃদ্ধি তবুও তিতাসের লোকসান ২৪৯ কোটি টাকা প্রেমিকাকে ভিডিও কলে রেখেই তরুণের আত্মহত্যা দুই দশকে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা আটগুণ বৃদ্ধি মুন্সিগঞ্জের ভাষানচর বালুমহল ইজারা ঘিরে অভিযোগ, হয়রানি বন্ধে তদন্তের দাবি কৃষি গুচ্ছ ভর্তির আবেদন শুরু ২৫ নভেম্বর, পরীক্ষা ৩ জানুয়ারি ভয়াবহ দুর্ভোগ হানিফ ফ্লাইওভারে! যৌনাচারের অভিযোগে ঢাবি শিক্ষক গ্রেফতার ইসলামী ব্যাংক নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাল কেন্দ্রীয় ব্যাংক নির্বাচনের আগে গণভোট চায় ৮ দল আমি পাশে না দাঁড়ালে গ্রামীণ ব্যাংকের অনেক স্থাপনা থাকতো না-কাদের সিদ্দিকী স্কুলে ভর্তিতে কোটা নিয়ে আপত্তি অভিভাবকদের দেশে দ্রুত কমছে খাদ্যের মজুত ট্রাভেল এজেন্সি অধ্যাদেশ-২০২৫ বাতিলের দাবি

বিএনপির ভার্চুয়াল সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ

  • আপলোড সময় : ০২-১১-২০২৫ ০৩:১৮:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৫ ০৩:১৮:০৫ অপরাহ্ন
বিএনপির ভার্চুয়াল সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ
বাংলাদেশ জাতীয়তাবাদী ভার্চুয়াল সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ করেছে বিএনপি। গতকাল শনিবার দুপুর ১টায় উত্তরা ৩নং সেক্টর রাজলক্ষ্মীর ভূতের আড্ডা পার্টি সেন্টারে ‘বিএনভিজেএফ’ এর এ আত্মপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। অনুষ্ঠানে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থি ছিলেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগতিক বক্তব্যের মাধ্যমে বিএনপির এক নেতা জানান, প্রত্যেক রাজনৈতিক দলের মধ্যে প্রতিপক্ষ দলগুলোকে ঘায়েল করতে একটি ইউনিটি থাকলেও বিএনপির মধ্যে এখনও তা গড়ে ওঠেনি। ৫ আগস্টের পর বিভিন্ন রাজনৈতিক দল দ্বারা বিভিন্নভাবে একের পর এক সাইবার এ্যাটাকের শিকার হয়েছে বিএনপি। আর এর থেকে বাঁচতে অর্থাৎ অন্য রাজনৈতিক দলগুলো অনলাইনে বিএনপির বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ালে এর প্রতিকার স্বরূপ সারাদেশ থেকে যাতে প্রতিবাদ করা যায় তার লক্ষ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী ভার্চুয়াল সাংবাদিক ফোরাম (বিএনভিজেএফ) এর জন্ম। ‘বিএনভিজেএফ’র আহ্বায়ক কামরুল হাসান বাবলুর সভাপতিত্বে এবং সংগঠনটির সদস্য সচিব এবিএম মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী ও আহ্বায়ক কমিটি ঢাকা মহানগর উত্তরের ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যারা আওয়ামী লীগের দালালি করে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে দাড়িয়েছিল তাদের মতো কেউ দলে থাকুক বিএনপি এটা কখনই চায় না। প্রতিষ্ঠা লগ্ন থেকেই বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলেছে বিএনপি। বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য গত ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করেছে বিএনপি। তাই কারো দ্বারা বায়েস্ট হয়ে মিথ্যাকে প্রশ্রয় না দেওয়ার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। জামায়াতে ইসলামীর উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, ১৯৭১ সালে যারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে, বাংলাদেশের মানুষের মা-বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছে, ঐ পাক হানাদার বাহিনীর কাছে মা-বোনদের তুলে দেওয়াসহ মুক্তিযোদ্ধাদের ধরে নিয়ে নির্যাতন করাসহ এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছে তাদের আর নতুন করে দেখার কিছু নেই। জামায়াত প্রতিনিয়তই বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার ও প্রপাগান্ডা চালাচ্ছে বলেও দাবি করেন তিনি। আমিনুল হক আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাক্ স্বাধীনতায় বিশ্বাস করে। তাই ভবিষ্যতে সংবাদ প্রচার করতে গিয়ে সাংবাদিকদের কোন প্রকার মামলা হামলার শিকার হতে হবে না। বিএনপিকে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রাষ্ট্রকাঠামো সংস্কারের যে ৩১ দফা ঘোষণা করা হয়েছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিএনপি তা বাস্তবায়ন করবে। বাংলাদেশের প্রতিটি কৃষকের জন্য ফার্মারস্ কার্ড, প্রতিটি পরিবারে ফ্যামিলি কার্ড ও স্বাস্থ্য কার্ড পৌছে দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বদ্ধ পরিকর বলেও জানান বিএনপির এই ক্রীড়া বিষয়ক সম্পাদক। তিনি বলেন, ক্রীড়াঙ্গনের মাধ্যমে দেশের প্রতিটি খেলাকে পেশা হিসেবে যাতে গ্রহণ করা যায় সে বিষয়েও কাজ শুরু করেছেন তারেক রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও দফতরের দায়িত্বে থাকা এবিএম এ রাজ্জাক, জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও এসএ টিভির হেড অব নিউজ মাহমুদ আল ফয়সাল, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আফাজ উদ্দিনসহ অন্যান্যরা।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স