ঢাকা , সোমবার, ০৩ নভেম্বর ২০২৫ , ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আঞ্চলিক সড়কগুলো যেন দুর্ঘটনার মরণফাঁদ সাতক্ষীরায় পঁচা মাংস বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৩০ হাজার জরিমানা ও ২ মাসের বিনাশ্রম কারাদ্বন্ড প্রদান খাগড়াছড়ির গুইমারায় নিরীহ ৩ নাগরিক কে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ ফরিদপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ফরিদপুরের ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষ : আহত ৪০ জন পোরশা নিতপুর ১৬ বিজেপি টহল দল কর্তৃক ভারতীয় দুটি মহিষ আটক সমন্বিত যোগাযোগব্যবস্থা গড়ার তাগিদ প্রধান উপদেষ্টার ফের জামায়াত আমির নির্বাচিত ডা. শফিকুর রহমান যমুনা অভিমুখে লংমার্চ ইবতেদায়ি শিক্ষকদের বাধা দিয়েছে পুলিশ এনজিওকর্মী দিয়ে সরকার চলে না-জুলাই মঞ্চের আহ্বায়ক সরকার গোপন সমঝোতা করলে লেভেল প্লেয়িং ফিল্ড ভঙ্গ হতে পারে-গোলাম পরওয়ার বিএনপির ১০ দিনের কর্মসূচি ঘোষণা ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে বেকায়দায় বিএনপি সাংবাদিকদের বিরুদ্ধে করা অপরাধের দায়মুক্তির অবসান চায় ১৩ দেশ তরুণদের অস্ত্র প্রশিক্ষণ ঝুঁকি বাড়াবে থিসিসের পাশাপাশি পিএইচডি গবেষকদের জন্য বৃত্তি চালু করা হবে- জবি উপাচার্য আইন সংশোধনের মতো সিদ্ধান্ত কোনো একক ব্যক্তির নয় হাসপাতালে অক্সিজেন জেনারেটর প্ল্যান্ট দেখার কেউ নেই বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের টিকে থাকা কঠিন হবে- গয়েশ্বর চন্দ্র রায় হানিফসহ ৪ জনের বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি

গাড়ি চাপায় পথচারী নিহত চালককে গণপিটুনি

  • আপলোড সময় : ০১-১১-২০২৫ ০৫:২৯:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৫ ০৫:২৯:১৩ অপরাহ্ন
গাড়ি চাপায় পথচারী নিহত চালককে গণপিটুনি
রাজধানীর উত্তরার কামারপাড়া এলাকায় বেপরোয়া গাড়িচাপায় মো. মান্নান (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা গাড়িটি ভাঙচুর করে এবং চালককে পিটিয়ে গুরুতর আহত করে। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। গতকাল শুক্রবার জুমার নামাজের পর কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কামারপাড়া এলাকায় পথচারী মান্নানকে ধাক্কা দিয়ে পালিয়ে যান গাড়িচালক। এসময় তিনি আরও কয়েকজনকে আহত করেন বলে অভিযোগ রয়েছে। পরে উত্তেজিত জনতা ধাওয়া দিয়ে গাড়িটি উত্তরা ১০ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে আটকায় এবং ভাঙচুর করে। এসময় আশ্রয় নেওয়ার জন্য চালক একটি বাড়ির ভেতরে ঢোকেন। বিক্ষুব্ধ জনতা ওই বাড়িটি ভাঙচুরসহ চালককে মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় সেনাবাহিনী ও পুলিশ গিয়ে চালককে উদ্ধার করে। অপরদিকে গুরুতর আহত পথচারী মান্নানকে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মান্নানের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হবে বলেও জানিয়েছে পুলিশ। তুরাগ থানার ওসি মো. মনির হোসেন জানান, দুর্ঘটনার পর গাড়িচালক মো. আবিরকে (১৭) আটক করা হয়েছে। ঢামেক হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সন্ধ্যায় থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন, চালকের ড্রাইভিং লাইসেন্স নেই। তার বাবা রেন্ট-এ-কারের গাড়ি চালান। দুপুরে বাবা বাসায় খেতে গেলে আবির গাড়ি নিয়ে বের হয়ে পড়েন। অভিজ্ঞ না হওয়ায় গাড়িটির নিয়ন্ত্রণ হারায়। উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ উল্লাহ ফয়সল বলেন, দুর্ঘটনার পর উত্তেজিত জনতা গাড়ি আটক করে ভাঙচুর করে। চালক একটি বাড়িতে ঢুকে আশ্রয় নিলে জনতা সেই বাড়িটিও ভাঙচুর করে। পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে তুরাগ থানায় নিয়ে যায়।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ