রাজধানীর যাত্রাবাড়ী থানার কাউন্সিল উত্তর শরীফপাড়া এলাকায় চোর সন্দেহে আনোয়ার হোসেন বাবু (৪৩) নামের এক যুবককে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তিনি বিআইডব্লিউটিএর ইলেকট্রিশিয়ান পদে চাকরি করতেন বলে জানিয়েছেন স্বজনেরা। গতকাল শুক্রবার সকালের দিকে ফারুক মিয়ার বাস মেরামতের গ্যারেজে এই ঘটনা ঘটে। পরে ঘটনাস্থাল থেকে তার মরদেহ উদ্ধার করে দুপুরের দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহতের বড় ভাই দেলোয়ার হোসেন বলেন, আমার ছোট ভাই বিআইডব্লিউটিএ এর ইলেকট্রিশিয়ান পদে চাকরি করত। শুক্রবার সকালে সে নামাজ পড়তে বের হলে চোর সন্দেহে তাকে গ্যারেজে নিয়ে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যা করেছে। সে কোনো রাজনীতিক দলের সঙ্গে জড়িত নয়। এলাকার সবাই তাকে সহজ-সরল ও ভালো মানুষ হিসেবে চিনে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে এবং কারা এ ঘটনায় জড়িত কিছুই জানাতে পারেননি তিনি। এই ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান। তিনি বলেন, সকালে একটি গ্যারেজ থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করি। তিনি বিআইডব্লিউটিএ এর ইলেকট্রিশিয়ান পদে চাকরি করতেন। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, তিনি মাদকাসক্ত ছিলেন এবং এর আগে তাকে রিহাব সেন্টারেও রাখা হয়েছিল। সকালে বের হয়ে তিনি কোথাও হয়তো চুরি করতে ঢুকেছিলেন সেই সন্দেহে তাকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। এখন পর্যন্ত পূর্ণাঙ্গ তথ্য আমরা পাইনি। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনাটি আইনি প্রক্রিয়া চলমান। বিস্তারিত পরে জানা যাবে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
যাত্রাবাড়ীতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
- আপলোড সময় : ০১-১১-২০২৫ ০৫:২৭:০৬ অপরাহ্ন
- আপডেট সময় : ০১-১১-২০২৫ ০৫:২৭:০৬ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্টাফ রিপোর্টার