ঢাকা , সোমবার, ০৩ নভেম্বর ২০২৫ , ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আঞ্চলিক সড়কগুলো যেন দুর্ঘটনার মরণফাঁদ সাতক্ষীরায় পঁচা মাংস বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৩০ হাজার জরিমানা ও ২ মাসের বিনাশ্রম কারাদ্বন্ড প্রদান খাগড়াছড়ির গুইমারায় নিরীহ ৩ নাগরিক কে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ ফরিদপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ফরিদপুরের ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষ : আহত ৪০ জন পোরশা নিতপুর ১৬ বিজেপি টহল দল কর্তৃক ভারতীয় দুটি মহিষ আটক সমন্বিত যোগাযোগব্যবস্থা গড়ার তাগিদ প্রধান উপদেষ্টার ফের জামায়াত আমির নির্বাচিত ডা. শফিকুর রহমান যমুনা অভিমুখে লংমার্চ ইবতেদায়ি শিক্ষকদের বাধা দিয়েছে পুলিশ এনজিওকর্মী দিয়ে সরকার চলে না-জুলাই মঞ্চের আহ্বায়ক সরকার গোপন সমঝোতা করলে লেভেল প্লেয়িং ফিল্ড ভঙ্গ হতে পারে-গোলাম পরওয়ার বিএনপির ১০ দিনের কর্মসূচি ঘোষণা ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে বেকায়দায় বিএনপি সাংবাদিকদের বিরুদ্ধে করা অপরাধের দায়মুক্তির অবসান চায় ১৩ দেশ তরুণদের অস্ত্র প্রশিক্ষণ ঝুঁকি বাড়াবে থিসিসের পাশাপাশি পিএইচডি গবেষকদের জন্য বৃত্তি চালু করা হবে- জবি উপাচার্য আইন সংশোধনের মতো সিদ্ধান্ত কোনো একক ব্যক্তির নয় হাসপাতালে অক্সিজেন জেনারেটর প্ল্যান্ট দেখার কেউ নেই বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের টিকে থাকা কঠিন হবে- গয়েশ্বর চন্দ্র রায় হানিফসহ ৪ জনের বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি

ইউজিসির কাছে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ৬ দাবি

  • আপলোড সময় : ০১-১১-২০২৫ ০৫:১৫:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৫ ০৫:১৫:১৩ অপরাহ্ন
ইউজিসির কাছে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ৬ দাবি
সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গে সম্প্রতি ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছে ছয় দফা দাবি জানিয়েছেন সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এই দাবিগুলো তুলে ধরেন। সংবাদ সম্মেলনে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ড্যাফোডিলের প্রশাসনের আনা অভিযোগকে ‘মিথ্যা’ বলে দাবি করেন। তারা জানান, ঘটনার পর থেকে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের লক্ষ্য করে সাইবার বুলিং করা হচ্ছে। ইংরেজি বিভাগের ৬০তম ব্যাচের শিক্ষার্থী নাঈম ইসলাম সংবাদ সম্মেলনে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পক্ষ থেকে ছয় দফা দাবি পেশ করেন। তাদের দাবিগুলো হলো-
 ১. ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে অগ্নিসন্ত্রাস, লুটপাট ও মিথ্যাচারের দায় স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চাইতে করতে হবে।
২. হামলায় আহত সিটি ইউনিভার্সিটির সব শিক্ষার্থীর চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহন করতে হবে এবং ভাঙচুরে সিটি ইউনিভার্সিটির ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও বিনষ্ট পরিবহনগুলোর ক্ষতিপূরণ দিতে হবে।
৩. যেসব ড্যাফোডিল শিক্ষার্থী সরাসরি এই ধ্বংসযজ্ঞে জড়িত এবং যারা বিভিন্ন মাধ্যমে ছাত্রদের উসকে দিয়েছে, তাদের বিরুদ্ধে সুস্পষ্ট তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং তাদের ছাত্রত্ব বাতিল করতে হবে।
৪. হামলার রাতে বারবার সহযোগিতা চাওয়ার পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা না পাওয়ার কারণ খতিয়ে দেখতে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে এবং দায়িত্ব অবহেলার শাস্তি বিধান করতে হবে।
৫. এই ঘটনায় প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশনের (এপিইউবি) সভাপতি সবুর খানের নীরবতা পক্ষপাতদুষ্টতাকে প্রমাণ করে, তাই শিক্ষার্থীরা তার অপসারণ দাবি করেন।
৬. শিক্ষার্থীরা দ্রুত সময়ে ক্লাসে ফিরে যেতে চান। তবে দাবিগুলো পূরণ হওয়ার পরই উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম একসঙ্গে শুরু করতে হবে।
শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দাবির পরিপ্রেক্ষিতে কোনো নিরপেক্ষ সমাধান না হয়, তবে তারা ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ