ঢাকা , বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫ , ৩০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
এবারের অস্কারে চূড়ান্ত মনোনয়ন পেল যে সিনেমাগুলো অবশেষে নীরবতা ভাঙলেন এড শেরন দর্শকদের ওপর মেজাজ হারালেন সোনু নিগম বরুণের হাতে কি হয়েছে? ছবি দেখে চিন্তিত ভক্তরা আইসিইউতে শিল্পী প্রতুল মুখোপাধ্যায় সুস্থ হয়েই গানের মঞ্চে সাবিনা ইয়াসমিন ভালোবাসা দিবসে প্রকাশ পাবে ফাহিমের নতুন গান ভক্তদের জন্য কষ্টের গান গাইবেন আসিফ ডিবি পরিচয়ে ডাকাতি, যুবলীগ নেতাসহ গ্রেফতার ১২ ডিবি পরিচয়ে ডাকাতি, যুবলীগ নেতাসহ গ্রেফতার ১২ নিখোঁজের ৫৪ ঘণ্টা পর কামরাঙ্গীরচর থেকে উদ্ধার অন্তর খুবই দুঃখজনক মুক্তিযোদ্ধাকে অপমানিত করা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদ বিলুপ্তির সুপারিশ ৫ প্রতিষ্ঠানের বিরুদ্ধে এনআইডি তথ্য ফাঁসের প্রমাণ পেয়েছে ইসি ম্যাটস শিক্ষার্থীদের দাবির বিষয়ে ৭২ ঘণ্টার মধ্যে দৃশ্যমান অগ্রগতি হবে-স্বাস্থ্য মন্ত্রণালয় নির্বাচন নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর উপর : প্রেস সচিব বেনজীরকে ধরতে ইন্টারপোলের মাধ্যমে রেড এলার্ট জারির আদেশ ১০ দিনের জন্য আন্দোলন স্থগিত ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পুনরায় ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু অপরিবর্তিত আছে বেসরকারি ঋণ ও নীতি সুদহার মুদ্রানীতি ঘোষণা
* কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত সরকার * দুঃশ্চিন্তায় কক্সবাজার ও বান্দরবানের খামারিরা * মিয়ানমার থেকে চোরাইপথে আসা গরু থেকে চাঁদা নেয় পুলিশ

সীমান্ত এলাকায় হাটগুলোতে মিয়ানমারের অবৈধ গরু

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৪ ১২:৩৬:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৪ ১২:৩৬:৩৩ পূর্বাহ্ন
সীমান্ত এলাকায় হাটগুলোতে মিয়ানমারের অবৈধ গরু
রামু (কক্সবাজার) থেকে আবু তালেব
মিয়ানমারের অভ্যন্তরে জান্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘাত চলমানএ পরিস্থিতিতে বাংলাদেশ সীমান্তে কড়া পাহারায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)কিন্তু ঈদুল আজহাকে সামনে রেখে কড়াকড়ির মধ্যেও কক্সবাজার ও বান্দরবানের কয়েকটি সীমান্ত দিয়ে অবাধে আসছে মিয়ানমারের গরু ও মহিষচোরাইপথে আসা এসব গরু-মহিষ হাট-বাজারে তুলতে সহায়তা করছে পুলিশের একাধিক সদস্যযার ফলে চরম অনিশ্চয়তায় ভুগছে দেশের খামারিরাস্থানীয় সুত্রগুলো বলছে, রামু, চকরিয়া, আলীকদম, লামা, নাইক্ষ্যংছড়ি, ফুলতলী, লম্বাশিয়া, ভাল্লুক খাইয়া, চাকঢালা ও দৌছড়িসহ কয়েকটি পয়েন্ট দিয়ে মায়ানমার থেকে অবৈধভাবে শত শত গরু-মহিষ আসছে বাংলাদেশেসীমান্তের এপার-ওপারের সবাইকে ম্যানেজ করে গরু-মহিষ বাংলাদেশে আনা হচ্ছেআর এ কাজে একাধিক সিন্ডিকেটের সদস্যরা রাত-দিন কাজ করছেচোরাইপথে এভাবে পশু পাচার করতে গিয়ে কেউ কেউ সীমান্তরক্ষীদের গুলির মুখে পড়ছেন, আবার কেউ কেউ দুর্বৃত্তদের হামলার শিকার হচ্ছেনজানা গেছে, নাইক্ষ্যংছড়ি সীমান্তের ফুলতলী, লম্বাশিয়া, ভাল্লুক খাইয়া, চাকঢালা ও দৌছড়ির পয়েন্টে চোরাই পথ দিয়ে প্রতিদিন অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছে গরু-মহিষ এবং বিভিন্ন ধরনের মাদকদ্রব্যএসব অবৈধ পণ্যের চালান নিয়ন্ত্রণ করছে বিভিন্ন চোরাকারবারি চক্রসন্ধ্যা নামলেই ফুলতলীর পথ দিয়ে চোরাই গরু আনার কাজ শুরু হয়এরপর এশার নামাজের পর রাস্তাঘাটে লোকজন কমে গেলে গরুর পাল প্রশাসন ও বিজিবি টহল দলের চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশে নিয়ে আসে কারবারিরামিয়ানমার থেকে আনা চোরাই গরু পাহাড়ে ও খামারে মজুদ করে চোরাকারবারিরাপরবর্তী সময় বাজার ইজারাদার থেকে রশিদ সংগ্রহ করে খামারির গরু পরিচয় দিয়ে দেশের বিভিন্ন স্থানে পাচার করে থাকেএতে করে মোটা অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকারঅন্যদিকে চোরাইপথে গরু-মহিষ আসায় সংকটের মুখে পড়েছেন নাইক্ষ্যংছড়ির ৫টি ইউনিয়ন ও কক্সবাজারের রামু, গর্জনিয়া, কচ্ছপিয়া ও ঈদগড়ের খামারিরাবিভিন্ন সময় বিজিবির সদস্যরা সীমান্তবর্তী এলাকা থেকে চোরাইপথে আনা শত শত গরু-মহিষ আটক করেসেগুলো প্রশাসন ও বিজিবির উদ্যোগে নিলামে তুলে বিক্রি করা হয়
সরেজিমনে গিয়ে রামু প্রতিনিধি মোহাম্মদ আবু তালেব দেখেছেন, সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে বাংলাদেশে  ঢোকা এসব গরু-মহিষ হাটে তোলার পর বৈধ হিসেবেই দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছেযার বড় সহযোগী রামুর গর্জনিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরাতাদের রয়েছে ১১ জনের একটি সিন্ডিকেটযার নেতৃত্ব দেন বেলাল মিস্ত্রির ছেলে মোহাম্মদ সোহেলগর্জনিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক সাইফুল ইসলামের সঙ্গে সখ্যতা গড়ে তুলে সোহেল ও অনিকসেই সুযোগ কাজে লাগিয়ে মিয়ানমার থেকে আসা গরু প্রতি দুই হাজার টাকা করে নেন সোহেলযা নেয়ার সময় সাইফুলের দেয়া বিশেষ চিহ্নের  টোকেন ধরিয়ে দেয়া হয়এ  টোকেন না থাকলে হাটে যেতে দেয় না পুলিশযদি  টোকেন থাকে তাহলে সেই গরু পাহারায় প্রবেশ করে গর্জনিয়ার গরুর বাজারেআর এসব পরিচালনা করেন ওই ফাঁড়ির কনস্টেবল আজমীর
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন গরুর বেপারী বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে বেপারী আসেন গর্জনিয়া বাজারেকারণ মিয়ারমার থেকে আসা গরু-মহিষ অনেক কম দামে পাওয়া যায়নিতেও সুবিধাপুলিশকে দুই হাজার দিলে বাজার তুলে শুধু রিসিভটা নেয়া হয়এখানে পুলিশ, সোর্স ও ইজারাদারকে কয়েকজন সিন্ডিকেট করেছেতাদের কথার বাহিরে গেলে আর গরু নিয়ে ফিরতে পারবেন নাএবিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সোহেল দৈনিক জনতাকে বলেন, টাকা আমি আগে তুলতামএখন তুলছি নাএখন অন্য কেউ তুলছেটাকা নেয়ার ডকুমেন্ট রয়েছে প্রতিবেদকের কাছে এমন প্রশ্নের জবাবে তিনি বিষয়টি এড়িয়ে যান
আসন্ন ঈদুল আজহা সামনে রেখে নানা কৌশলে মায়ানমার থেকে চোরাইপথে দেশে গরু-মহিষ আনা হচ্ছে বলে অভিযোগ করেছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনসংগঠনটি বলেছে, দেশের বেশ কয়েকটি সীমান্ত এলাকা দিয়ে অন্য বছরের তুলনায় এ বছর বেশি পরিমাণে প্রাণী ঢুকছেকখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এটি হচ্ছে, আবার কখনো প্রশাসনের সঙ্গে যোগসাজশেতাতেই হুমকিতে পড়েছেন খামারিরাসারাবছর ধরে তাদের অপেক্ষা কোরবানির ঈদের জন্যদু:শ্চিন্তা বাড়িয়েছে মায়ানমার থেকে অবৈধভাবে আসা গবাধি পশু
রামুর খামারি খলিলুর রহমান দৈনিক জনতাকে বলেন, রামুর গর্জনিয়া, নাইক্ষ্যংছড়ি ও চকরিয়ার হাট থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে মায়ানমার থেকে অবৈধ পথে আসা এসব পশুএভাবে গরু আসায় বড় লোকসানের আশঙ্কা তারএসব বিদেশি পশুর সঙ্গে নানা ধরনের রোগবালাই ছড়িয়ে পড়তে পারে বলেও শঙ্কাএ অবস্থায় সীমান্তপথে গরু আসা বন্ধে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তিনিখামারি এডভোকেট শামীম হোসেন দৈনিক জনতাকে বলেন, নাইক্ষ্যংছড়ি সীমান্তের একমাত্র সীমান্ত হাট ঘুরেছেনএ সময় হাটে তোলা বেশিরভাগ পশুই বিদেশি গরু বিক্রি হতে দেখেছেন তিনিতিনি বলেন, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের যোগসাজশে চোরাই গরু আনা হচ্ছেবর্তমানে সীমান্ত এলাকার হাটগুলো চোরাই গরু দিয়ে ভরে গেছেএ অবস্থায় কোরবানি মৌসুমের ব্যবসা নিয়ে আতঙ্কে আছেন বলে মন্তব্য করেন তিনিঅভিযোগ উঠেছে, রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠীর মদদে দুই দেশে গরু-মহিষ ছাড়াও মাদকদ্রব্য পাচার করছে চোরা কারবারিরাগরু চোরাই কারবারে মুনাফা বেশি হওয়ায় প্রান্তিক জনগোষ্ঠীও এখন ছুটছেন সীমান্তের চোরাই পথেমিয়ানমার সীমান্তের ওপারে কর্তব্যরত সদস্যদের মাথাপিছু ৫০০ টাকা দিয়ে গরু-মহিষ বাংলাদেশে পাচার করা হচ্ছেসীমান্তের এপারেও সবাইকে ম্যানেজ করে গরু-মহিষ বাংলাদেশে আনা হচ্ছেআর এ কাজে একাধিক সিন্ডিকেটের সদস্যরা রাত-দিন কাজ করছেচোরাপথে এভাবে পশু পাচার করতে গিয়ে কেউ কেউ সীমান্তরক্ষীদের গুলির মুখে পড়ছেন, আবার কেউ কেউ দুর্বৃত্তদের হামলার শিকার হচ্ছেনসীমান্ত গলিয়ে চোরাই পথে মহিষ পাচার করতে গিয়ে সর্বশেষ সোমবার ভোরে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী টহল দলের ওপর ডাকাত দলের গুলিবর্ষণের ঘটনা ঘটেআত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়এছাড়া সম্প্রতি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ৪৭ নম্বর সীমান্ত পিলারের জারুলিয়াছড়ি সীমান্তে শূন্যরেখা থেকে কিছু ভেতরে মায়ানমারের ভূখণ্ডের স্থলমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি আহত হনতারা হলেন-রশিদ উল্লাহ, মোহাম্মদ মফিজ উল্লাহ ও মো. আব্দুল্লাহতাদের সবার বাড়ি কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৌলভীকাটা গ্রামেএদের মধ্যে মাইন বিস্ফোরণে মোহাম্মদ আব্দুল্লাহর দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়তিনি বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীনঅন্য দুজনের হাত, বুক ও মুখ ঝলসে গেছেএর আগেও একই এলাকায় মাইন বিস্ফোরণে আহত হন আরও ২ বাংলাদেশিতারাও অবৈধভাবে অনুপ্রবেশ করে সীমান্তের ওপার থেকে গরু আনতে গিয়েছিলেনমিয়ানমারে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও সে দেশের সেনাবাহিনীর পুঁতে রাখা মাইন বিস্ফোরণে তারা আহত হয়েছেন বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা
জানা গেছে, সাম্প্রতিক সময়ে সীমান্তের ওপারে মায়ানমার সরকারি বাহিনীর সঙ্গে সে দেশের বিদ্রোহী গোষ্ঠীগুলোর যুদ্ধ চলার কারণে দুপক্ষই সীমান্ত এলাকায় অ্যান্টিপার্সোনাল মাইনবা স্থলমাইন পুঁতে রেখেছেএ পর্যন্ত ৩২ মাইন পুঁতে রাখার তথ্য মিলেছেসীমান্তে চোরাচালানে জড়িত থাকা লোকজন এসব এলাকা ব্যবহার করতে গিয়ে প্রায়ই বিস্ফোরণের কবলে পড়ে হতাহত হচ্ছেন বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীএ ব্যাপারে জানতে কনস্টেবল আজমীরের মুঠোফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি ফোন ধরেননিফাঁড়ির পরিদর্শক সাইফুল ইসলামের সরকারী ও ব্যাক্তিগত মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়কিন্তু তিনি তার জবাব দেননিএব্যাপারে জানতে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ছুটিতে থাকায় কোন ধরণের মন্তব্য করতে রাজি হননিতবে ওসি তদন্ত ইমন চৌধুরী এ বিষয়টি তার জানা নেই বলে জানানকক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম দৈনিক জনতাকে বলেন, যদি পুলিশের নামে কেউ টাকা তুলে এমন প্রমাণ মিলে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবেএকই কাজে যদি পুলিশের কেউ জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য