গণভোটের সময় নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে চলমান বিতর্ককে ‘অপ্রয়োজনীয়’ উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, এ বিতর্কে না জড়িয়ে একটি স্বাধীন নির্বাচন কমিশন (ইসি) গঠনে মনোযোগ দিন। তিনি একই সঙ্গে কমিশন থেকে আসা সুপারিশে ব্যবহৃত ‘বিবেচনা করিবে’-জাতীয় অস্পষ্ট শব্দের ব্যবহার নিয়ে সরকারের কাছে সুস্পষ্টতা দাবি করেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে নাগরিক ঐক্য আয়োজিত এক আলোচনা সভায় নাসীরুদ্দীন এসব কথা বলেন। গণভোট নিয়ে বিএনপি ও জামায়াতের বিতর্ক প্রসঙ্গে এনসিপির এ নেতা বলেন, আমরা মনে করি এটা বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে একটা কুতর্ক। এই কুতর্কের মধ্যে আমরা জড়াবো না। জাতীয় নাগরিক পার্টি এই ধরনের বিতর্ক এড়িয়ে তাদের সামনে থাকা গুরুত্বপূর্ণ কাজগুলোতে মনোযোগ দিয়ে চলেছে বলেও মন্তব্য করেন নাসীরুদ্দীন। নির্বাচন কমিশনের বর্তমান কাঠামো নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ইলেকশন কমিশনের যে কমিশনাররা রয়েছেন, কয়েকটি দল মিলিটারি থেকে ভাগ করে নেওয়া হয়েছে। এস্টাবলিশমেন্টের অংশ এই জায়গায় যখন এই ধরনের ভাগ করে, এটার প্রত্যক্ষ প্রভাব কিন্তু ইলেকশনের মধ্যেও পড়বে। তিনি বলেন, এই ধরনের ‘ভাগ করা’ কমিশনের অধীনে সুষ্ঠু ভোট হওয়া সম্ভব নয়। বিএনপির প্রতি আহ্বান জানাচ্ছি, তাদের সুসম্পর্ক কাজে লাগিয়ে ইসিকে শক্তিশালী করার বিষয়ে আলোচনা করতে। এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, জাতীয় নাগরিক পার্টি জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে না গিয়ে যে রাজনৈতিক ঝুঁকি নিয়েছিল, তা সঠিক প্রমাণিত হয়েছে। কমিশনের প্রস্তাবে ‘বিবেচনা করিবে’, ‘হবে’, ‘সম্ভাবনা’র মতো ‘অদ্ভুত অদ্ভুত শব্দ’ যোগ করার তীব্র সমালোচনা করে তিনি বলেন, “বিবেচনা করিবে’ তো নাও করতে পারে। এই ধরনের অস্পষ্টতার মধ্যে আমরা ভবিষ্যৎ বাংলাদেশকে ঠেলে দিতে পারবো না। আমরা এই শব্দগুলোর সুস্পষ্টতা সরকারের কাছে দাবি করছি।
 
                           
                           
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
                            
                       
     
                            
                        বিএনপি-জামায়াতের ‘কুতর্কে’ আমরা জড়াব না-নাসীরুদ্দীন
- আপলোড সময় : ৩১-১০-২০২৫ ০২:৩৬:০২ অপরাহ্ন
- আপডেট সময় : ৩১-১০-২০২৫ ০২:৩৬:০২ অপরাহ্ন
 
                                  
                     
                             
                            
                             কমেন্ট বক্স 
                            
 
                          
                       
                        
                                      সর্বশেষ সংবাদ
                                
                                 
  স্টাফ রিপোর্টার
 স্টাফ রিপোর্টার  
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                     
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                