ঢাকা , শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ , ১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
৩ ব্যাংক হিসাব ও কম্পিউটার জব্দ এনসিটি ইজারাদানের বিরুদ্ধে বাড়ছে তীব্রআন্দোলনের শঙ্কা মাউশি ডিজি নিয়োগে সিন্ডিকেটে চূড়ান্ত আ’লীগ জামায়াতপন্থী আট প্রার্থী ইসির প্রতীক তালিকায় ‘শাপলা কলি’, প্রত্যাখ্যান এনসিপির ইসির প্রতীকের তালিকায় যুক্ত ‘শাপলা কলি’ রাজধানীতে সেনা অভিযানে কিশোর গ্যাং পাটালি গ্রুপের ১০ সদস্য আটক নভেম্বরে গণভোট, সংশোধিত আরপিও বহাল চায় জামায়তসহ ৮ দল গণভোট ঘিরে সামাজিকমাধ্যমে ‘হ্যাঁ-না’ ক্যাম্পেইন ত্রয়োদশ নির্বাচনে তরুণদের প্রাধান্য দিচ্ছে জামায়াত সড়কে দুর্ঘটনা নিয়ে উদ্বেগ আছে, সমাধান নেই জনপ্রশাসনে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ বিএনপি-জামায়াতের ‘কুতর্কে’ আমরা জড়াব না-নাসীরুদ্দীন নির্বাচনের দিন ছাড়া বিএনপি গণভোটের সিদ্ধান্ত মানবে না : ফখরুল ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য বিএনপির-তারেক রহমান যে যাই বলুক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে-আসিফ নজরুল একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান-সেনাপ্রধান ৭ কলেজ ও সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে শিক্ষা সচিবসহ ৫ জনকে আইনি নোটিশ টি-টোয়েন্টি বোলিং চার্টে বাংলাদেশের তিন তারকার দাপট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ রিয়াদ

  • আপলোড সময় : ৩০-১০-২০২৫ ১০:৩৭:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৫ ১০:৩৭:০৯ অপরাহ্ন

মাত্র ১৫ বছর ৩০২ দিন বয়সে মূল দলের হয়ে মাঠে নেমে আর্সেনালের ক্লাব ইতিহাসে রেকর্ড সৃষ্টি করেছেন ম্যাক্স ডাউম্যান। গতকাল এমিরেটস স্টেডিয়ামে ক্যারাবাও কাপের চতুর্থ রাউন্ডে ব্রাইটনের বিপক্ষে জয়ী ম্যাচটিতে খেলার সুযোগ পেয়েছিলেন ডাউম্যান।
টিনএজ এই মিডফিল্ডার আর্সেনালের একাডেমি থেকে উঠে এসেছেন। কালকের ম্যাচে তিনি খেলেছেন ৭১ মিনিট। বল দখলে আত্মবিশ্বাস ও বলের নিয়ন্ত্রন, সব কিছু মিলিয়ে প্রথম ম্যাচেই তিনি সকলের নজড় কেড়েছেন। গানার্সদের কোয়ার্টার ফাইনাল নিশ্চিতে ডাউম্যানেরও অবদান রয়েছে।
ম্যাচ শেষে কোচ মিকেল আর্তেতা ডাউম্যানের স্বাভাবিক দক্ষতা ও সাহসী মনোভাবের প্রশংসা করেছেন, ‘তার জন্য সবকিছুই একেবারে স্বাভাবিক। তার মধ্যে অসম্ভব সাহসিকতা ও প্রতিশ্রুতি রয়েছে। যা সত্যিই বিশেষ কিছু।’
দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রন নিজেদের করে নেয় আর্সেনাল। ডাউম্যানের একাডেমি সতীর্থ ইথান নুয়ানেরি ৫৭ মিনিটে প্রথম গোল করে আর্সেনালকে এগিয়ে দেন। এরপর বুকায়ো সাকার গোলে ব্যবধান দ্বিগুন হবার পাশাপাশি দলের জয় নিশ্চিত হয়।
২০১৫ সালে আর্সেনালের ইয়ুথ একাডেমিতে ভর্তি হয়েছিলেন ডাউম্যান। ক্লাবের একাডেমির ইতিহাসে অন্যতম সেরা প্রতিভাবান খেলোয়াড় হিসেবে ইতোমধ্যেই তাকে বিবেচনা করা হচ্ছে।
এর আগে গোলরক্ষক জ্যাক পোর্টার ১৬ বছর ৭২ দিন বয়সে খেলতে নেমে সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ড গড়েছিলেন।
ঐতিহাসিক এই মাইলফলক সত্ত্বেও আর্তেতা ডাউম্যানের সঠিক পরিচালনার বিষয়টির উপর গুরুত্ব দিয়েছেন। এ সময় তিনি বলেন, ‘আমাদের শুধু নিশ্চিত করতে হবে ডাউম্যান যাতে সঠিক সময়ে সঠিক পথে চলতে পারে। তার জীবনে অনেক নতুন বিষয় আসবে। আমাদের তাকে সাহস যোগাতে হবে, তাকে প্রতিরোধ করতে হবে।’
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স