ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে গত মাসে শিরোপা জেতার পর আবারও একসঙ্গে মাঠে নামতে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের দুই তারকা নিকোলাস পুরান ও কাইরন পোলার্ড। দুজনই এবার খেলবেন সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইএল টি-টোয়েন্টিতে। মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির দল এমআই এমিরেটস তাদেরকে নিয়েছে ‘ওয়াইল্ডকার্ড’ ক্যাটাগরিতে। এই দলে প্রথমবারের মতো যোগ দিচ্ছেন বাংলাদেশের সাকিব আল হাসানও।
ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে সিপিএলে শিরোপা জেতা পুরান ও পোলার্ড জুলাইয়ে এমআই নিউ ইয়র্কের হয়েও মেজর লিগ ক্রিকেটের ট্রফি জিতেছেন। এবার দুজনের নতুন মঞ্চ আইএল টি-টোয়েন্টি। এমআই এমিরেটস তাদেরকে পুরো মৌসুমের জন্য পেয়েছে। এমআই ফ্র্যাঞ্চাইজির দল রয়েছে আরও দুটি টুর্নামেন্টে- দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টিতে এমআই কেপ টাউন এবং যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে এমআই নিউ ইয়র্ক। পুরান নিয়মিতই খেলেন এমআই কেপ টাউনের হয়ে।
আইএল টি-টোয়েন্টির শেষ হওয়ার আগেই শুরু হবে দক্ষিণ আফ্রিকার লিগটি। তাই পুরানকে সময় বুঝে খেলতে হবে দুই দলের হয়ে। এদিকে সাকিবের জন্য এটি হবে প্রথম আইএল টি-টোয়েন্টি অভিজ্ঞতা। এর আগে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগে তিনি খেলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ, আইপিএল ও সিপিএলে।
এমআই এমিরেটস এবার নিলামের আগে সরাসরি চুক্তিতে নিয়েছে অলরাউন্ডার রোমারিও শেফার্ডকে। নিলাম থেকে এসেছে অভিজ্ঞ ব্যাটার আন্দ্রে ফ্লেচার ও তরুণ প্রতিভা আকিম ওগিস। ৩৭ বছর বয়সী কিপার-ব্যাটার ফ্লেচারকে তারা নিয়েছে সর্বোচ্চ ২ লাখ ৬০ হাজার মার্কিন ডলারে। এটি হবে তার টানা চতুর্থ মৌসুম এমআই এমিরেটসের হয়ে।
দলে আরও রয়েছেন জনি বেয়ারস্টো, ক্রিস ওকস, ফজলহক ফারুকি, টম ব্যান্টন, নাভিন-উল-হক, মুহাম্মদ ওয়াসিম, উসমান খান ও এএম গাজানফার। সব মিলিয়ে দলটি এবারও শক্তিশালী স্কোয়াড গড়েছে আসন্ন মৌসুমে ট্রফির লড়াইয়ের জন্য।
ছয় দল নিয়ে আইএল টি-টোয়েন্টির চতুর্থ আসর শুরু হবে সোমবার (২ ডিসেম্বর) আবুধাবি, দুবাই ও শারজাহতে। ফাইনাল অনুষ্ঠিত হবে ৪ জানুয়ারি। আর দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টি শুরু হবে ২৬ ডিসেম্বর, শেষ হবে ২৫ জানুয়ারি।
 
                           
                           
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
                            
                       
     
                            
                        আইএল টি-টোয়েন্টিতে সাকিবদের এমআই এমিরেটসে পুরান-পোলার্ড
- আপলোড সময় : ৩০-১০-২০২৫ ১০:৩৩:০৯ অপরাহ্ন
- আপডেট সময় : ৩০-১০-২০২৫ ১০:৩৩:০৯ অপরাহ্ন
 
                                  
                     
                             
                            
                             কমেন্ট বক্স 
                            
 
                          
                       
                        
                                      সর্বশেষ সংবাদ
                                
                                 
  স্পোর্টস ডেস্ক
 স্পোর্টস ডেস্ক  
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                