ঢাকা , শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ , ১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
৩ ব্যাংক হিসাব ও কম্পিউটার জব্দ এনসিটি ইজারাদানের বিরুদ্ধে বাড়ছে তীব্রআন্দোলনের শঙ্কা মাউশি ডিজি নিয়োগে সিন্ডিকেটে চূড়ান্ত আ’লীগ জামায়াতপন্থী আট প্রার্থী ইসির প্রতীক তালিকায় ‘শাপলা কলি’, প্রত্যাখ্যান এনসিপির ইসির প্রতীকের তালিকায় যুক্ত ‘শাপলা কলি’ রাজধানীতে সেনা অভিযানে কিশোর গ্যাং পাটালি গ্রুপের ১০ সদস্য আটক নভেম্বরে গণভোট, সংশোধিত আরপিও বহাল চায় জামায়তসহ ৮ দল গণভোট ঘিরে সামাজিকমাধ্যমে ‘হ্যাঁ-না’ ক্যাম্পেইন ত্রয়োদশ নির্বাচনে তরুণদের প্রাধান্য দিচ্ছে জামায়াত সড়কে দুর্ঘটনা নিয়ে উদ্বেগ আছে, সমাধান নেই জনপ্রশাসনে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ বিএনপি-জামায়াতের ‘কুতর্কে’ আমরা জড়াব না-নাসীরুদ্দীন নির্বাচনের দিন ছাড়া বিএনপি গণভোটের সিদ্ধান্ত মানবে না : ফখরুল ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য বিএনপির-তারেক রহমান যে যাই বলুক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে-আসিফ নজরুল একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান-সেনাপ্রধান ৭ কলেজ ও সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে শিক্ষা সচিবসহ ৫ জনকে আইনি নোটিশ টি-টোয়েন্টি বোলিং চার্টে বাংলাদেশের তিন তারকার দাপট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ রিয়াদ

ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে শতবর্ষের লজ্জায় লিভারপুল

  • আপলোড সময় : ৩০-১০-২০২৫ ১০:২৬:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৫ ১০:২৬:২৭ অপরাহ্ন
ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে শতবর্ষের লজ্জায় লিভারপুল

ইংল্যান্ডের অ্যানফিল্ডে গত বুধবার রাতে ঘটে গেল এক ঐতিহাসিক পরাজয়। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৩-০ গোলে হেরে লিগ কাপের চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিয়েছে লিভারপুল। রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়নদের এই হার শুধু টুর্নামেন্ট থেকে ছিটকে পড়াই নয়, ৯১ বছরের এক লজ্জার স্মৃতি ফিরিয়ে এনেছে। ঘরের মাঠে ঘরোয়া কাপের ম্যাচে তিন গোল হজম করে কোনো গোল শোধ না দেওয়ার অভিজ্ঞতা লিভারপুলের হয়েছিল সর্বশেষ ১৯৩৪ সালের ফেব্রুয়ারিতে, বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে।
দলবদলে বিপুল অর্থ ব্যয় করেও যেন ঘুরে দাঁড়াতে পারছে না ইংলিশ জায়ান্টরা। সব প্রতিযোগিতা মিলিয়ে লিভারপুল শেষ সাত ম্যাচের ছয়টিতেই হেরেছে। প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের বিপক্ষে হারের পর কোচ আর্নে স্লট ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে দলে আনেন ১০টি পরিবর্তন। তবে বদলি খেলোয়াড়দের পারফরম্যান্সেও আশার আলো দেখা যায়নি। মাঠের বাইরে ডাগআউটে বসে মোহাম্মদ সালাহ, আলেকসান্দার ইসাক ও ফ্লোরিয়ান ভিয়ার্টজ কেবল দেখলেন, তাদের দল গোলহীন থেকে তিন গোল হজম করছে।
লিগ কাপের এই পরাজয় লিভারপুলের জন্য আরও হতাশার। চলতি মৌসুমে ক্রিস্টাল প্যালেসের কাছে এটি তাদের তৃতীয় হার। ম্যাচের প্রথমার্ধেই প্যালেস এগিয়ে যায় দুই গোলে। বিরতির পর লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আমারা নালো, ফলে ১০ জনের দলে পরিণত হয় লিভারপুল। সেই সুযোগে শেষ দিকে তৃতীয় গোলটি করে জয় নিশ্চিত করে ক্রিস্টাল প্যালেস।
ম্যাচ শেষে মুখে হতাশার ছাপ নিয়ে কোচ আর্নে স্লট বলেন, “ফুটবলে যে কোনো হারই বড় ধাক্কা, বিশেষ করে সেটি যদি টুর্নামেন্ট থেকে ছিটকে দেয়। সাত ম্যাচে ছয় পরাজয়ের কোনো কারণই গ্রহণযোগ্য নয়। লিভারপুলের মতো দলের জন্য এটি একেবারেই অগ্রহণযোগ্য ফলাফল।”
একই রাতে লিগ কাপের অন্যান্য ম্যাচেও চমক দেখা যায়। নিউক্যাসেল ইউনাইটেড ২-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম হটস্পারকে, আর্সেনাল একই ব্যবধানে জিতেছে ব্রাইটন অ্যান্ড হোভের বিপক্ষে, ম্যানচেস্টার সিটি পিছিয়ে পড়েও ৩-১ গোলে পরাজিত করেছে সোয়ানসি সিটিকে, আর চেলসি ৪-৩ ব্যবধানে জয় পেয়েছে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে।
লিগ কাপের কোয়ার্টার ফাইনালে ক্রিস্টাল প্যালেস খেলবে আর্সেনালের বিপক্ষে, বর্তমান চ্যাম্পিয়ন নিউক্যাসেল লড়বে ফুলহ্যামের সঙ্গে, ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে ব্রেন্টফোর্ডের এবং চেলসির প্রতিপক্ষ তৃতীয় স্তরের দল কার্ডিফ সিটি। সব ম্যাচ অনুষ্ঠিত হবে ১৫ ডিসেম্বর।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স