ঢাকা , রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ , ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
এই সরকার দিয়ে কোনো অবাধ-সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়-ডা. তাহের লাখো মানুষের জীবিকা হুমকির মুখে পড়বে যারা ধর্মের নামে রাজনীতির ব্যবসা করে, তাদের হাতে নারীরা নির্যাতিত-সালাহউদ্দিন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না-প্রধান উপদেষ্টা নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে ভুল হবে : সেনাপ্রধান নির্বাচনকালীন ডিসি নিয়োগ পুলিশ দেখে ফেলে যাওয়া প্রাইভেটকারে মিললো এক লাখ পিস ইয়াবা তিন মাসে আয়ে প্রবৃদ্ধি তবুও তিতাসের লোকসান ২৪৯ কোটি টাকা প্রেমিকাকে ভিডিও কলে রেখেই তরুণের আত্মহত্যা দুই দশকে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা আটগুণ বৃদ্ধি মুন্সিগঞ্জের ভাষানচর বালুমহল ইজারা ঘিরে অভিযোগ, হয়রানি বন্ধে তদন্তের দাবি কৃষি গুচ্ছ ভর্তির আবেদন শুরু ২৫ নভেম্বর, পরীক্ষা ৩ জানুয়ারি ভয়াবহ দুর্ভোগ হানিফ ফ্লাইওভারে! যৌনাচারের অভিযোগে ঢাবি শিক্ষক গ্রেফতার ইসলামী ব্যাংক নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাল কেন্দ্রীয় ব্যাংক নির্বাচনের আগে গণভোট চায় ৮ দল আমি পাশে না দাঁড়ালে গ্রামীণ ব্যাংকের অনেক স্থাপনা থাকতো না-কাদের সিদ্দিকী স্কুলে ভর্তিতে কোটা নিয়ে আপত্তি অভিভাবকদের দেশে দ্রুত কমছে খাদ্যের মজুত ট্রাভেল এজেন্সি অধ্যাদেশ-২০২৫ বাতিলের দাবি

ফেইসবুকে তন্বীর প্রতারণার ফাঁদে ধনাট্য ব্যক্তিরা

  • আপলোড সময় : ৩০-১০-২০২৫ ০৪:১৯:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৫ ০৯:০৮:৩৪ অপরাহ্ন
ফেইসবুকে তন্বীর প্রতারণার ফাঁদে ধনাট্য ব্যক্তিরা
এবার এক নারী প্রতারকের খপ্পরে পড়ে সব কিছু হারিয়ে এক অসহায় যুবক দিশেহারা হয়ে পড়েছেনওই নারী হলেন টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার শরাশাক গ্রামের মৃত তায়েজ উদ্দিন তালুকদারের ছোট মেয়ে তহুরা তালুকদার তন্বী২৩ বছরের ওই তহুরা তালুকদার তন্বী নানা কৌশলে ভুয়া ফেইসবুক আইডি খুলে ধনাট্য ব্যবসায়ী ও ব্যাংক বীমা কর্মকর্তাদের সাথে নানা কৌশলে সখ্যতা গড়ে তোলেনশুধু তন্বী একাই নয় তার পাঁচ বোনও এলাকার ইউপি সদস্য আবুল হোসেন তালুকদারও এই প্রতারণার ব্যবসার সাথে জড়িততন্বীর ৫ বোনের মধ্যে ৪ জনের নাম ঠিকানা পাওয়া গেলে একজনের পরিচয় পাওয়া যায়নি
সূত্র জানায়, টাঙ্গাইলের ঘাটাইল থানার একেবারেই অজ পাড়াগাঁও শরাশাক গ্রামএই গ্রামের স্থায়ী বাসিন্দা তায়েজ উদ্দিন তালুকদারকিছু দিন আগে তায়েজ উদ্দিন তালুকদার মারা যানতার স্ত্রী মোসা. কামরুন্নাহার তালুকদারমারা যাওয়ার সময় ৫ কন্যা ও এক পুত্র সন্তান রেখে যানবড় চার মেয়ের বিয়ে হয়বাকী থাকেন ছোট মেয়ে তহুরা তহুরা তালুকদার মোবাইলের যত ধরনের ডিভাইজ আছে তা তিনি শিখে নতুন নতুন ফেইসবুক আইডি খুলে বিভিন্ন মানুষকে নানা ধরনের প্রলোভন দেখিয়ে তাদের সাথে আতাত করেনপ্রথমে নিজেকে কুমারী পরিচয় দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেনএক সময়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলেনশারীরিক সম্পর্ক গড়ে গোপনে নানা ধরনের ভিত্তিও ধারণ করেনএরপরই তহুরা তালুকদার তন্বী ও তার চার বোন ও চাচা আবুল হোসেনকে নিয়ে প্রতারণার ব্যবসা শুরু করেনতন্বীর নিজ বাড়ি টাঙ্গাইলে, তিনি ভুয়া আইডিতে দেখা যায় তার বাড়ি রাজশাহীতন্বী দুইটি জাতীয় পরিচয়পত্র ব্যবহার করেনকখনো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংলিশে অনার্স পরিচয় দিয়ে থাকেনআবার কখনো মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে ছাত্রী পরিচয়ে প্রতারণা করে থাকেনইতিমধ্যে কয়েকজন ধর্নাট্য ব্যবসায়ী ও বেশ কয়েকজন চাকরিজীবীদের সাথে ভুয়া আইডি খুলে তাদের সাথে সম্পর্ক গড়ে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন
নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক এক ভুক্তভোগী জানান, তহুরা তালুকদার তন্বী অনেক সুন্দরীএই সুন্দরকে কাজে লাগিয়ে তিনি দীর্ঘ ৭ মাস ধরে প্রেম করে আসছেনপ্রথমে ফেইসবুকে তন্বির সাথে পরিচয়এরপর ধীরে ধীরে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠেইতিমধ্যেই তন্বি নানা কৌশলে তার কাছ থেকে বিভিন্ন সময়ে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেনএমন কি ক্যান্টনমেন্ট এলাকায় সোনারতরী রেস্তোরাঁয় বসে উভয়পক্ষের লোকজনের উপস্থিতিতে ১ লাখ ১০ হাজার টাকার ডাইমন্ডের একটি আংটি পরিয়ে তাদের মধ্যে বিয়ে সম্পন্ন হয়কিন্তু ওই আংটি পরার পর ওই বরের কাছে ২ কোটি টাকা দাবি করেন তন্বী ও তার পরিবারএরপরই দিশেহারা হয়ে পড়েন ওই ব্যক্তিতন্বী সব কিছু হাতিয়ে নেয়ার চেষ্টা করেনওই ব্যক্তি যখনই বুঝতে পারলো তন্বী একজন প্রতারকএটা তার ব্যবসাতখনই শটকে পড়তে থাকেন ওই ব্যক্তিএরপর তিনি এই প্রতারকের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন সংস্থার দ্বারস্থ হন

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স