ঢাকা , রবিবার, ০৬ এপ্রিল ২০২৫ , ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
জীবিকার তাগিদে ফিরছে মানুষ চিকেনস নেকের নিরাপত্তা জোরদার করলো ভারত গৃহকর্মীকে মারধর চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে জিডি লাঙ্গলবন্দের বিশ ঘাটে স্নানোৎসবের আয়োজন ঈদযাত্রার সাতদিনে যমুনা সেতুতে দুই লাখ যান পারাপার ঈদের ছুটিতে খাবার কষ্টে ব্যাচেলররা এক লাখ ৮০ হাজার রোহিঙ্গা ফেরত নিতে সম্মত মিয়ানমার চেয়ারের দায়িত্ব বুঝে নিলেন প্রধান উপদেষ্টা দ্রুত নির্বাচন আয়োজন করা সরকারের অগ্রাধিকার সাতদিনে যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ৩৪১ চট্টগ্রামে ২৪ ঘণ্টায় অভিযানে গ্রেফতার ৩৯ দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীর চাপ বাড়লেও নেই ভোগান্তি বিকল্প রিংবাঁধ সম্পন্ন লোকালয়ে ঢুকছে না পানি ঈদের পর কমেছে সবজি ও মুরগির দাম ভোটের মাধ্যমে সংসদে যেতে চান সারজিস হবিগঞ্জে ছাত্রদল-যুবদলের সংঘর্ষে আহত ২০ গাইবান্ধায় মাদকসহ মহিলা দল নেত্রী গ্রেফতার দক্ষিণ এশিয়ার ইসরায়েল ভারত চট্টগ্রামে বিএনপি নেতার মায়ের জানাজা শেষে দুই পক্ষের সংঘর্ষ প্রয়োজনে জোটগতভাবে নির্বাচন করবে এনসিপিÑ আতিক মুজাহিদ

বাজেটের প্রভাব নেই বাজারে, ঈদ ঘিরে বাড়ছে পেঁয়াজ-শসার দাম

  • আপলোড সময় : ০৭-০৬-২০২৪ ১০:২৯:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৪ ১২:০৮:১০ পূর্বাহ্ন
বাজেটের প্রভাব নেই বাজারে, ঈদ ঘিরে বাড়ছে পেঁয়াজ-শসার দাম বাজেটের প্রভাব নেই বাজারে, ঈদ ঘিরে বাড়ছে পেঁয়াজ-শসার দাম
ঈদকে সামনে রেখে সালাদ তৈরির সবজির দাম শতকের ঘর পেরিয়েছেএসব সবজির মধ্যে রয়েছে টমেটো, গাজর, শসাযদিও টমেটো-গাজর আগেই শতক ছুঁয়েছেএবার শতকের ঘর পার করেছে শসাএক সপ্তাহের ব্যবধানে এক লাফে শসার দাম ৪০ টাকা বেড়ে ১২০ টাকায় গিয়ে পৌঁছেছেবিক্রেতারা বলছেন, টমেটো-গাজর এই সিজনের সবজি না হওয়ায় এগুলোর দাম বাড়তিআর শসার চাহিদা বেশি থাকায় দাম বেড়েছেতবে ক্রেতারা বলছেন ভিন্ন কথাতারা বলছেন, ঈদে সালাদের সবজির চাহিদা বেশি থাকে বলে আগে থেকেই ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিয়েছে
অপরদিকে পেঁয়াজের দাম এখনও শতকের ঘরে না পৌঁছালেও রয়েছে কাছাকাছি অবস্থানে আছেএক সপ্তাহের ব্যবধানে পাঁচ টাকা বেড়ে আজকে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকায়একইসঙ্গে ঈদে চাহিদা বেশি থাকায় দাম বেড়েছে আদারওসপ্তাহ ঘুরতেই কেজিতে ২০ টাকা বেড়ে ভারতীয় আদার দাম হয়েছে ২৮০ টাকা
গতকাল শুক্রবার রাজধানীর মিরপুর ১ নম্বরে সরেজমিন দেখা যায় কাঁচাবাজারের বর্তমান পরিস্থিতিএদিকে গতকাল ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণার পর আজ কাঁচাবাজারে এর কোনও প্রভাব পড়েনিবাজার পরিস্থিতি অন্যান্য সময়ের মতোই
রাজধানীর বাজারে দাম বেড়েছে শসা, বরবটি, লম্বা বেগুন, কাঁকরোল ও লাউয়েরএসব সবজির দাম বেড়েছে ১০ টাকা থেকে ৪০ টাকা পর্যন্তএক সপ্তাহে একলাফে শসা ও বরবটির দাম বেড়েছে প্রতি কেজিতে ৪০ টাকা করেগত সপ্তাহে শসা ও বরবটির দাম ছিল যথাক্রমে ৮০ টাকা ৬০ টাকাআর কাঁকরোল ও লম্বা বেগুনের দাম বেড়েছে যথাক্রমে ২০ টাকা ও ১০ টাকাবাজারে টমেটো ১০০, দেশি গাজর ৯০, চায়না গাজর ১২০, লম্বা বেগুন ৮০, সাদা গোল বেগুন ৭০, কালো গোল বেগুন ৭০, শসা ১২০, উচ্ছে ৬০, করলা ৬০, কাঁকরোল ৮০-১০০, পেঁপে ৫০, ঢেঁড়স ৬০, পটল ৫০-৮০চিচিঙ্গা ৬০, ধুন্দল ৫০, ঝিঙা ৬০, বরবটি ১০০, কচুর লতি ৮০, কচুরমুখী ১২০, মিষ্টি কুমড়া ৩০, সজনে ১২০, কাঁচা মরিচ ২০০, ধনেপাতা ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছেআর মানভেদে প্রতিটি লাউ ৮০, চাল কুমড়া ৫০ টাকায় বিক্রি হচ্ছেএছাড়া প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ২০-৩০ টাকা করেসালাদের সবজির দাম বেড়ে যাওয়া নিয়ে দোকানি আবু কালাম বলেন, টমেটো ও গাজর শীতকালীন সবজিএগুলোর এখন সিজন না, তাই দাম বাড়তিআর শসার চাহিদা বেশি থাকায় দাম বেড়েছেঈদ আসছে বলে বেড়েছে এমনটা না
বাজার করতে আসা শরিফুল ইসলাম বলেন, টমেটো-গাজর শীতকালীন সবজি হলেও এখন সারা বছরই পাওয়া যায়শসার দামও বাড়লো, আসলে ঈদে সালাদের চাহিদা বেশি থাকে, তাই ব্যবসায়ীরা আগে থেকেই দাম বাড়িয়ে দিয়েছেসিজন হচ্ছে একটা উছিলাশসার তো এখন সিজন চলে, তাহলে দাম বাড়লো কেন?
বাজেটে সবজির বাজারে কোনও প্রভাব পড়েছে কিনা জানতে চাইলে বিক্রেতা আব্দুল বলেন, বাজেটে সবজির কিছু হয়নিযদি কোনও কিছু আমদানি হয় তখন দাম কমে যায়আর এমনিতেই সবজির দাম প্রতিদিনই ওঠানামা করে, যেহেতু এটা কাঁচামাল
বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী তবারক হোসেন বলেন, বাজেটে দাম আর কত বাড়াবে, কী-ই বা বাড়াবেএমনিতেই তো সব কিছুর দাম বেশিমানুষের ক্রয়ক্ষমতা এমনিতেই কমে এসেছেতবে এবার একটা জিনিস দেখলাম, প্রতিবার বাজেট হলেই বাজারে একটা প্রভাব পরে, মানে দাম বেড়ে যায়আজকে দেখলাম আগে যে দাম ছিল সেরকম দামই আছেতেমন কিছু পরিবর্তন হয়নি
এদিকে সবজির অপরিবর্তিত থাকলেও বেড়েছে আলু, পেঁয়াজ ও আদার দামগতকাল শুক্রবার বাজারে মানভেদে ক্রস জাতের পেঁয়াজ ৮০, দেশি পেঁয়াজ ৯০, লাল আলু ৬০, সাদা আলু ৬০, বগুড়ার আলু ৭০নতুন দেশি রসুন ২২০, চায়না রসুন ২২০-২৩০, চায়না আদা ২৬০, ভারতীয় আদা ২৮০ টাকা দরে বিক্রি হচ্ছেএক্ষেত্রে দেখা যায়, সপ্তাহের ব্যবধানেই দেশি পেঁয়াজের দাম ৫, লাল আলুর দাম ৫ আর ভারতীয় আদার দাম ২০ টাকা বেড়েছেঈদ আসছে বলে এসব পণ্যের দাম বেড়েছে কিনা জানতে চাইলে বিক্রেতা শরীফ বলেন, এগুলোর দাম তো আগে থেকে বাড়তি ছিলঈদ উপলক্ষে বাড়ছে এমন না
বাজেটে আলু-পেঁয়াজের দামের ওপর প্রভাব পড়া নিয়ে বিক্রেতা মো. ইউসুফ বলেন, বাজেটে যখন কোনও কিছুর দাম কমার কথা বলে, সেটি শুরু হতে অনেক সময় লাগেকিন্তু যেসব জিনিসের দাম বাড়বে বলে সেগুলো পরের দিনই বেড়ে যায়এছাড়া আজকের বাজারে ইলিশ মাছ ওজন অনুযায়ী, ১৯০০-২২০০, রুই ৩৬০-৫৫০ , কাতল ৪০০-৪৫০, কালিবাউশ ৪৫০-৫০০ টাকা, চিংড়ি ৯০০-১৪০০, কাচকি ৫০০, কৈ ২৬০-৩০০, পাবদা ৫০০-৬০০, শিং ৪৫০-৬০০, টেংরা ৬০০-৭০০, বেলে ৬০০-১৩০০, বোয়াল ৭০০-১০০০, রূপচাঁদা মাছ ১২০০-১৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে
এদিকে, গতকাল শুক্রবার ব্রয়লার মুরগির দাম আরও কমে এসেছেএকইসঙ্গে কমেছে কক মুরগি ও লেয়ার মুরগির দামগতকাল শুক্রবার ওজন অনুযায়ী ব্রয়লার মুরগি ১৭৮-১৯০, কক মুরগি ২৮৩-২৯৫, লেয়ার মুরগি ৩৪০, দেশি মুরগি ৬৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছেএক্ষেত্রে দেখা যায়, আজকে ব্রয়লার মুরগির দাম কমেছে ৫ থেকে ৭ টাকালেয়ারের কমেছে ৫ ও ককের কমেছে ২২ থেকে ৩৫ টাকাবিক্রেতা শাহজাহান বলেন, মুরগির দাম আরও কমে যাবেব্রয়লার মুরগির দাম কয়েক দিনের মধ্যেই ১৬০ টাকায় নেমে আসবে
বাজেটের প্রভাব নিয়ে বি.বাড়িয়া চিকেন হাউজের বিক্রেতা মো. সুলতান বলেন, গতবার বাজেট করার পর থেকে ব্যবসা খারাপ হওয়া শুরু হয়েছিল, এবারও সেটাই মনে হচ্ছেব্যবসা ভালো হবে নাকারণ মানুষের কাছে পয়সা নাইপয়সা থাকলে না ব্যবসা-বাণিজ্য ভালো হবে
অপরদিকে, মুরগির দাম কমলেও গরুর মাংস ও ডিমের বেশি দাম অপরিবর্তিত রয়েছেআজকে গরুর মাংস ৮০০ টাকায় বিক্রি হচ্ছেএছাড়া খাসির মাংস বিক্রি হচ্ছে ১১৫০ টাকা কেজি দরেমুরগির লাল ডিম ১৫০ এবং সাদা ডিম ১৪৫ টাকায় ডজন বিক্রি হচ্ছেএক্ষেত্রে সাদা ডিমে ডজনে বেড়েছে ৫ টাকা করে
এদিকে শুক্রবার কয়েকটি মুদিপণ্যের দাম কমেছেছোট মসুর ডালের দাম কমেছে ৫, খেসারি ডালের দাম কমেছে ২০, প্যাকেটজাত চিনির দাম কমেছে ১০, আটা দুই কেজির প্যাকেটের দাম কমেছে ১৫ টাকাআর ছোলার দাম বেড়েছে ৫ টাকাগতকাল শুক্রবার প্যাকেট পোলাওর চাল ১৫৫, খোলা পোলাওর চাল মানভেদে ১১০-১৪০, ছোট মসুর ডাল ১৩৫, মোটা মসুর ডাল ১১০, বড় মুগ ডাল ১৬০ছোট মুগ ডাল ১৮০, খেসারি ডাল ১০০, বুটের ডাল ১১৫, ডাবলি ৮০, ছোলা ১০৫ টাকা দরে বিক্রি হচ্ছেআর প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬৭, খোলা সয়াবিন তেল ১৪৭, কৌটাজাত ঘি ১৩৫০, খোলা ঘি ১২৫০, প্যাকেটজাত চিনি ১৩৫, খোলা চিনি ১৩০, দুই কেজি প্যাকেট ময়দা ১৫০, আটা দুই কেজির প্যাকেট ১১৫, খোলা সরিষার তেল প্রতিলিটার ১৯০ টাকায় বিক্রি হচ্ছে
সেলিম জেনারেল স্টোরের বিক্রেতা মো. সেলিম বলেন, বাজেটে শুধু কাজু বাদামের দাম বাড়ানো হলেও বাজারে সব ধরনের বাদামের দামই বেড়ে গেছেআর এমনিতে অন্যান্য প্রোডাক্টের দাম স্বাভাবিকই আছেস্বাভাবিক বলতে যেমন ছিল তেমনই আরকিতবে চিনির দাম কমেছেআর সয়াবিন তেলের দাম কোম্পানি থেকেই কমানো হয়েছেএর কারণ হচ্ছে সয়াবিনের চাহিদা কমে গিয়েছে, তাই কোম্পানি দাম কমিয়ে দিয়েছেএক সপ্তাহ আগে কাজু বাদাম ছিল ১৩০০, শুক্রবার হয়েছে ১৪০০ টাকাপেস্তা বাদাম ছিল ২৭০০, শুক্রবার হয়েছে ২৮০০ টাকাকাঠবাদাম ছিল ১১৮০, গতকাল শুক্রবার হয়েছে ১২৫০ টাকা
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স