এম এ মান্নান, পোরশা নওগাঁ প্রতিনিধি
নওগার পোরশায় গোবরাখুড়ি গ্রামে নূর মোহাম্মদ ১১ পিতা আমিনুর রহমান, শ্রীকলা নতুন পুকুর জামে মসজিদের ইমাম মোঃ মুসা ৫৫ পিতা মৃত আব্দুল শুকুর, মাতা মৃত ফজিলাতুন্নেছা ,থানা পোরশা ,জেলা নওগাঁ কর্তৃক ধর্ষণ বা বলাৎকার হয়।
জানা যায়, গত ২৩ শে অক্টোবর বৃহস্পতিবার রাত ৮টায় শ্রীকলার নতুন পুকুর জামে মসজিদে নামাজ আদায় করতে যায় নূর মোহাম্মদ। রাত ৯ টা পার হলে ছেলে বাড়িতে না আসায় তাকে খোঁজাখুঁজি করতে থাকে তার মা ।খোঁজাখুঁজি এক পর্যায়ে মসজিদে গিয়ে দেখতে পায় মুসল্লিরা সবাই চলে গেছে কিন্তু ছেলের জুতা বাইরে দেখতে পায়। এবং মসজিদটি অন্ধকার ছিল ।বারান্দায় গিয়ে ছেলেকে ডাকতে থাকে কিন্তু কোন সাড়া শব্দ না দিলে দরজা ধাক্কাধাক্কি করতে এক পর্যায়ে দরজা খুলে দিলে দেখতে পায় যে ছেলে পরনের পায়জামার ফিতা লাগাইতেছে। ছেলেকে জিজ্ঞাসা করে ও বলে তোমার সাথে খারাপ কিছু হয়েছে নাকি তখন ছেলে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তৎক্ষণাৎ ভিকটিমকে জিজ্ঞাসা করলে সে বলে তাকে তালিম ও দোয়া শিখাইতে ছিলাম ।এই কথা বলার সাথে সাথে তাকে ধরতে গেলে সাইকেল যোগে পালাইয়া যাওয়ার সময় ছেলের মায়ের ডাক ও চিৎকারে লোকজন এসে ভিকটিমকে হাতেনাতে ধরে ফেলে এবং ছেলেকে জিজ্ঞাসাবাদ করিলে বলে মসজিদের ভিতরে মাদুরে শুয়াইয়া পায়জামা খুলে ভয় ভীতি দেখাইয়া ধর্ষণ করে বা বলাৎকার করে। এ বিষয়ে ছেলের মা মোসাম্মৎ ফাতেমা বেগম, পিতা আব্দুল কুদ্দুস, মাতা রাহেনা বেগম ,স্বামী রুহুল আমিন ,গ্রাম শ্রীকলা, থানা পোরসা ,জেলা নওগাঁ বাদি হইয়া পোরশা থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১৩ নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯/১রুজু হয়েছে।
এ বিষয়ে পোরশা রসা থানা ইনচার্জ অফিসার মোঃ মিন্টুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন আসামিকে ধরা হয়েছে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এলাকাবাসীর দাবি আসামি র দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনলে এলাকার সাধারণ জনগণ এ ধরনের অপরাধ ভবিষ্যতে করার সুযোগ পাবে না। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন তারা যেন সুষ্ঠু তদন্ত পূর্ব ব্যবস্থা গ্রহণ করেন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata