দীর্ঘদিনের গুঞ্জনের পর অবশেষে প্রকাশ্যে এলো পপ তারকা কেটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রেম। গোপন সাক্ষাৎ, গুঞ্জন ও ফাঁস হওয়া ছবির পর এবার তারা একেবারে হাতে হাত রেখে প্রকাশ্যে হাজির হলেন প্যারিসের রাস্তায়। পেরির ৪১তম জন্মদিন উপলক্ষে দুজনকে একসঙ্গে দেখা যায় বিখ্যাত ক্যাবারে শো ‘ক্রেজি হর্স’-এর উদ্দেশে বের হতে। টিএমজির প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায়, গাড়ির দিকে হাঁটছেন এই জুটি-হাতে হাত রেখে, হাস্যোজ্জ্বল মুখে। সেদিন কেটি পেরির পরনে ছিল লাল সাটিনের লম্বা গাউন ও খোঁপায় বাঁধা চুল, আর ট্রুডো ছিলেন কালো স্যুট ও টি-শার্টে একদম নৈমিত্তিক লুকে। গত কয়েক মাস ধরে এই দুই তারকার মধ্যে প্রেমের গুঞ্জন চলছিল। এর আগে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা উপকূলে পেরির ব্যক্তিগত ইয়টে তাদের চুম্বনের একটি ছবি ভাইরাল হয়েছিল। ‘ইউএস উইকলি’-এর সূত্র জানায়, কেটি ও ট্রুডো একে অপরের সঙ্গে অনেকটা সময় একান্তে কাটাচ্ছেন। কেটি এ সম্পর্ক নিয়ে বেশ খুশি, যদিও এখনই বিষয়টি প্রকাশ্যে আনতে চাননি। আরেক সূত্রের দাবি, ট্রুডো-পেরি জুটি নিয়ে তাদের ঘনিষ্ঠ বন্ধুদের প্রতিক্রিয়া ইতিবাচক। তবে ট্রুডো এখনো কেটির সব ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে দেখা করেননি। এ বছরের জুলাইয়ে মন্ট্রিয়ালে একসঙ্গে ডিনারে দেখা যাওয়ার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। পিপল ম্যাগাজিন জানায়, সম্পর্কটি এগিয়ে নেওয়ার বিষয়ে প্রথম থেকেই ট্রুডো আগ্রহী ছিলেন। এমনকি তিনি কেটির এক কনসার্টের বিরতিতে ক্যালিফোর্নিয়ায় উড়ে গিয়েছিলেন তার সঙ্গে দেখা করতে। যদিও এ সম্পর্ক নিয়ে এখনো কেটি পেরি বা জাস্টিন ট্রুডো কেউই আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি, তবুও পপ দুনিয়া থেকে রাজনৈতিক অঙ্গন পর্যন্ত এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে তাদের এই নবগঠিত সম্পর্ক।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
অবশেষে প্রকাশ্যে এলেন কেটি পেরি-জাস্টিন ট্রুডো
- আপলোড সময় : ২৮-১০-২০২৫ ০৮:৪৯:০৫ অপরাহ্ন
- আপডেট সময় : ২৮-১০-২০২৫ ০৮:৪৯:০৫ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিনোদন ডেস্ক