ঢাকা , শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ , ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গোমস্তাপুরে বারোমাসি আম চাষে সাফল্যের গল্প নির্বাচনী রোডম্যাপ নিয়ে দু-একটি দল ধোঁয়াশা সৃষ্টি করছে-সালাহউদ্দিন আহমদ ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে ইসি রোডম্যাপ ঘোষণা সুষ্ঠু নির্বাচন ভন্ডুলের নীল নকশা-তাহের আদালতের প্রতি ‘আস্থা’ নেই বলে জামিন চাননি লতিফ সিদ্দিকী বিচার-সংস্কার নির্বাচনের মুখোমুখি গ্রহণযোগ্য নয়-সাকি তথ্য ক্যাডারে অসন্তোষ হতাশা সিনিয়রদের নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে-মির্জা ফখরুল আমরা পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরতে চাই না : পররাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী রোডম্যাপ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ নারায়ণগঞ্জে বিস্ফোরণে আরও ১ জনের মৃত্যু ষড়যন্ত্র করে লাভ নেই ফেব্রুয়ারিতেই নির্বাচন- ফারুক নরসিংদীতে টনসিল অপারেশনে শিশুর মৃত্যু ২ চিকিৎসক আটক ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে মানুষের ঢল, ১০ দফা ঘোষণা ডেমরায় শহীদ আবু সাঈদ মিনি স্টেডিয়াম নির্মাণের দাবি বিচার, সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ চাই- রাশেদ প্রধান প্রকৌশলীদের অধিকার রক্ষায় আইইবির বিবৃতি ৩ মাস পরও খুলছে না রহস্যের জট হাওর মহাপরিকল্পনার খসড়া প্রতিবেদন প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ আজ

এটি কঠিন সময়ের দুর্বল বাজেট

  • আপলোড সময় : ০৭-০৬-২০২৪ ১০:২৯:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৪ ১২:০৮:৪৮ পূর্বাহ্ন
এটি কঠিন সময়ের দুর্বল বাজেট গতকাল শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট বিশ্লেষণ সংক্রান্ত সংবাদ সম্মেলন করে সিপিডি
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেছেন, এই বাজেট দিয়ে চলমান সংকট মোকাবিলা সম্ভব নয়তিনি বলেন, চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় যে ধরনের উদ্যোগ নেওয়ার প্রয়োজন ছিল, প্রস্তাবিত বাজেটে তার কোনো প্রতিফলন নেইনতুন সরকার গঠন করে ক্ষমতায় এলেও তাদের পুরনো বাজেটই আবার ঘুরে এসেছেগতকাল শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বাজেট ২০২৪-২৫ সিপিডির পর্যালোচনা শীর্ষক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনিতিনি বলেন, সামষ্টিক অর্থনীতি সব সূচকগুলোতে ক্ষত দেখা দিয়েছেমূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেইসুতরাং এই বাজেট দিয়ে চলমান সংকট মোকাবিলা সম্ভব নয়অর্থনৈতিক উদ্বেগ মোকাবিলায় যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে আমলে নেওয়া হয়নি বলেও মন্তব্য করেন তিনিমূল্যস্ফীতি রোধ ও নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে বাজেটে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, তা যথেষ্ট নয় বলেও মনে করেন ফাহমিদা খাতুনতিনি বলেন, বর্তমান নড়বড়ে অর্থনীতির মোকাবিলায় প্রধান দুটি পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিলপ্রথমত, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, দ্বিতীয়ত, মুদ্রার সঞ্চায়ন বৃদ্ধি করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার মধ্য দিয়ে অর্থনৈতিক স্থিতিশীলতাকে ফিরিয়ে আনাকিন্তু প্রস্তাবিত বাজেটে সে ধরনের কোনো লক্ষণ দেখা যায়নি বলে উল্লেখ করেন তিনিড. ফাহমিদা খাতুন বলেন, সামষ্টিক অর্থনীতিতে প্রত্যেকটি জায়গায় এখন অস্থির অবস্থা চলছেরাজস্ব আহরণ, সরকারের ব্যয় ব্যবস্থাপনা, ব্যাংক খাত থেকে উচ্চ সুদ হারে সরকারের ঋণ গ্রহণ করা, ব্যাংকে নগদ টাকা কমে যাওয়ায় রপ্তানিতেও অস্থির অবস্থা তৈরি হয়েছেতিনি বলেন, এছাড়াও ব্যক্তিখাতে বিনিয়োগ কমে যাওয়া, প্রত্যাশা অনুযায়ী রেমিট্যান্স না বাড়া, আমদানি কমিয়ে আনা, বৈদেশিক মুদ্রার বিনিময় হারে টাকার মান কমিয়ে আনা হয়েছে এগুলোও প্রভাব ফেলছে দেশের অর্থনৈতিতেতিনি বলেন, প্রস্তাবিত বাজেটে জিডিপির প্রবৃদ্ধি ধরা হয়েছে ৬ দশমিক ৭৫ শতাংশএটা কোনোভাবেই সম্ভব নয়বেসরকারি বিনিয়োগ, সরকারি ব্যয়, রপ্তানি আয়, এমনকি প্রবাসী আয়েও তার প্রতিফলন দেখা যাচ্ছে নাতিনি বলেন, বাজেটে ৬ দশমিক ৫ শতাংশ প্রাক্কলন করা হয়েছেকিন্তু গত মাসেও মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে ছিলআগামী ১ মাসে সেটা কমে গিয়ে ৬ দশমিক ৫ শতাংশ হবে সেটা বোধগম্য নয়তিনি বলেন, গত মাসে রপ্তানির প্রবৃদ্ধি ছিল ২ শতাংশ, আগামী অর্থবছরে ৮ শতাংশ প্রবৃদ্ধির কথা বলা হয়েছেচলতি বছরেও ৮ শতাংশের কথা প্রাক্কলন করা হয়েছিল, তা অর্জিত হয়নিআগামী বছরে ৮ শতাংশ প্রবৃদ্ধি কীভাবে অর্জিত হবে, সে কথাও বলা হয়নিআমদানিতে আগামী বছর ১০ শতাংশ লক্ষ্য ঠিক করা হয়েছেচলতি বছরে তা নেতিবাচক রয়েছেএটা বাস্তবায়ন যোগ্য নেই; বলেন ফাহমিদা খাতুনতিনি বলেন, প্রস্তাবিত বাজেটে গ্রস বৈদেশিক মুদ্রার সঞ্চায়ন-রিজার্ভের ৩২ বিলিয়ন ডলারের কথা বলা হয়েছেকিন্তু সর্বশেষ গ্রস রিজার্ভ রয়েছে ২৪ বিলিয়ন ডলারতিনি বলেন, নীতি নির্ধারণের ক্ষেত্রে বাস্তব সম্মত প্রাক্কলন করার প্রয়োজন ছিল, সেটা নেইপ্রাক্কলন তখন সঠিক ভাবে করা যাবে, যদি বাস্তবতাকে মেনে নেওয়া হয়বাজেটে সেই বাস্তবতাকে মেনে নেওয়ার কোনো লক্ষণ নেইকালো টাকা ১৫ শতাংশ কর দিয়ে সাদা করার সুযোগ প্রসঙ্গে সিপিডির নির্বাহী পরিচালক বলেন, এটা বড় ধরনের সামাজিক অন্যায়আগের বছরগুলোতে কালো টাকা ১৫ শতাংশ কর দিয়ে সাদা করার ব্যবস্থা থাকলেও এ বিষয়ে প্রশ্ন তোলার সুযোগ ছিলপ্রস্তাবিত বাজেটে সেই প্রশ্ন করার সুযোগও তুলে নেওয়া হয়েছেনৈতিক ও অর্থনৈতিকভাবে এটা গ্রহণযোগ্য নয়এর মাধ্যমে কালোটাকার মালিকদের পুরস্কারের ব্যবস্থা করা হয়েছেতিনি বলেন, সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে শুভঙ্করের ফাঁকি তৈরি করা হয়েছেসামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় খোলাবাজারে কম দামে নিত্যপণ্য বিক্রির পরিসর কমানো হয়েছেআবার সামাজিক নিরাপত্তা বরাদ্দের মধ্যে সরকারি কর্মচারীদের পেনশন, কৃষি ভর্তুকির মতো বরাদ্দ যুক্ত করে প্রকৃত সহায়তার দাবিদারদের সুযোগকে কমিয়ে দেওয়া হয়েছেএর ফলে মূল্যস্ফীতির কারণে দুর্ভোগে পড়া কম আয়ের বা প্রান্তিক জনগোষ্ঠীকে সহায়তা দেওয়ার পরিবর্তে আরও প্রতিকূল অবস্থার মধ্যে ঠেলে দেওয়া হয়েছেঅনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো অর্থনীতিবিদ ড. মোস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক খন্দকার মোয়াজ্জেম হোসেন ও সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলামি খান
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ