ঢাকা , মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ , ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নতুন নীতিমালা বাস্তবায়নে ইন্টারনেটের দাম ২০% বাড়বে : আইএসপিএবি আলোচনার কেন্দ্রে পরবর্তী প্রধানমন্ত্রী মাঠ কর্মকর্তাদের প্রাক প্রস্তুতি সভার নির্দেশ ইসির পোশাক শ্রমিকের মৃত্যুর পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ রাজধানীর হোটেল থেকে উদ্ধার হলো সিলেটের নিখোঁজ ৪ শিশু দেশের বাইরে গেছেন বিএনপি নেতা সালাহউদ্দিন দাবি না মানলে প্রধান উপদেষ্টাকে স্বেচ্ছায় পদত্যাগের আহ্বান আন্দোলনকারীদের রাজধানীতে ঝটিকা মিছিল, আ’লীগের ৬ নেতা-কর্মী গ্রেফতার গাইবান্ধায় বৃদ্ধাকে ধর্ষণ অভিযুক্ত ধর্ষক ঢাকা থেকে গ্রেফতার আখের অভাবে চালু হচ্ছে না পঞ্চগড় চিনিকল ৪ ভাগে বিভক্ত বিএনপি নির্ভার জামায়াত মুন্সীগঞ্জে বিএনপির দুপক্ষের বিরোধে গুলি করে যুবককে হত্যা শ্রীপুরে ট্রেনের নিচে পড়ে একজনের মৃত্যু জামায়াত তুরাগ মধ্য থানার উদ্যোগে নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত মোহাম্মদপুরে সেনা অভিযানে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার, গ্রেফতার ১ পুলিশের নাকের গডায় হত্যা মামলার আসামীরা টাঙ্গাইলে সিএনজি অটোরিকশায় ট্রাকচাপা, নিহত ২ সালমান এফ রহমানসহ ৩৪ জনের বিরুদ্ধে দুদকের পাঁচ মামলা প্রশাসনে পদের চেয়ে অনেক বেশি পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা সংখ্যা টঙ্গী-উত্তরখানে অবৈধ গ্যাসে চলছে কারখানা

বিশেষ দিনে ভিন্ন রূপে ধরা দিলেন বাঁধন

  • আপলোড সময় : ২৮-১০-২০২৫ ০৭:৫৭:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৫ ০৭:৫৭:৩১ অপরাহ্ন
বিশেষ দিনে ভিন্ন রূপে ধরা দিলেন বাঁধন
নিজের জন্মদিনে নতুন এক রূপে হেমন্তের নরম আলো আর ধোঁয়ার মৃদু খেলায় ধরা দিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ছবিগুলো শেয়ার করেন তিনি। ছবির প্রতিটা ফ্রেমের মুহূর্তে ফুটে উঠেছে তার নিঃশব্দ আবেদন, যা দেখাতে কখনো তিনি ক্যামেরার সামনে শব্দের অবলম্বন করেন না। শাড়ির কোমল ছোঁয়া, মিনিমাল সাজ ও চোখের গভীরতায় মিশে আছে এক মায়াবী উপস্থিতি, যা সহজেই মন ছুঁয়ে যায়। জন্মদিনের এই বিশেষ ফটো সিরিজে বাঁধন যেন নিজেকে তুলে ধরেছেন একান্তভাবে, এমন রূপে যা সাধারণত তিনি অন্তরে রাখেন। প্রতিটি ফ্রেমে আলো, ছায়া ও তার অভিব্যক্তি একত্র হয়ে তৈরি করেছে এক স্নিগ্ধ গল্প, যেখানে নিঃশব্দ সৌন্দর্য হৃদয়গ্রাহীভাবে ফুটে উঠেছে। পর্দার বাঁধনকে আমরা কখনো নিখাদ গ্ল্যামার লুকে দেখি, আবার কখনো চরিত্রের গভীরে মিশে থাকা এক বাস্তব নারীর রূপে। কিন্তু এই বিশেষ ফটো সিরিজে তার আবির্ভাব ভিন্নমাত্রিক। প্রতিটি ছবিতে আলো, ধোঁয়া আর নীরবতার এক অপূর্ব সংলাপ। বাঁধনের চোখের দৃষ্টি ও অভিব্যক্তি যেন নিঃশব্দে গল্প বলে। ফ্রেমে দেখা যায়, তিনি পরেছেন সোনালি পাড়ের ঐতিহ্যবাহী কেরালা কটন শাড়ি। সঙ্গে রয়েছে টেরাকোটা কমলা রঙের স্লিভলেস ব্লাউজ, যা পুরো লুকে উজ্জ্বলতা ও ভারসাম্য এনেছে। অলংকার হিসেবে বেছে নেওয়া হয়েছে দেশিয় ব্র্যান্ড ‘গ্লুড টুগেদার’-এর নকশা করা গয়না, যা বাঁধনের নিজস্ব স্টাইল ও পছন্দের পরিচায়ক। সাজে রেখেছেন পুরোপুরি মিনিমাল ছোঁয়া। খোলা চুলে হালকা কার্ল, কপালে ছোট্ট কালো টিপ, ঠোঁটে নরম ম্যাট শেডের লিপ কালার-সব মিলিয়ে এক প্রশান্ত ও আকর্ষণীয় উপস্থিতি। এই লুকের মেকআপ করেছেন মেকআপ আর্টিস্ট এম কে হুসেন। অনুষঙ্গ হিসেবে ব্যবহার করা হয়েছে গাজরা, যা লুকে এনেছে নিখাদ নারীত্বের ছোঁয়া। ফ্রেমে ফ্রেমে আলো-ছায়ার নরম মিশ্রণ এক স্বপ্নীল পরিবেশ তৈরি করেছে। কখনো জানালা দিয়ে আসা সূর্যের রশ্মিতে, কখনো ধূপের ধোঁয়ার কুয়াশায় বাঁধন যেন নিজেকে মেলে ধরেছেন এক মায়াবী সত্তা হিসেবে। তার উপস্থিতিতে মনে হয় আলোটা যেন তাকে ঘিরে জন্মেছে। ছবিগুলো শেয়ার করে বাঁধন লিখেছেন, এই ছবিগুলো আমার সেই অংশকে তুলে ধরে, যা আমি সাধারণত নিঃশব্দে রাখি। এগুলো এত সুন্দরভাবে হয়েছে, তার জন্য কৃতজ্ঞ। শাড়ির অনিন্দ্যসুন্দর এই ফটো সিরিজ কেবল একটি ফ্যাশন উপস্থাপনাই নয়, বরং এটি এক নারীর নিজস্বতা, প্রশান্তি ও আত্মবিশ্বাসের প্রকাশ। জন্মদিনে বাঁধন দেখিয়ে দিলেন, গ্ল্যামার নয়, নিজের সত্তাকেই সবচেয়ে সুন্দরভাবে প্রকাশ করাই প্রকৃত স্টাইল।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স