আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ বিরোধী রাজনীতিতে এবং ভারতীয় আধিপত্যের প্রশ্নে বিএনপি ও জামায়াত এককভাবে নেতৃত্ব দিতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি বলেন, জুলাই সনদের বাস্তবায়ন ও বিচারিক প্রক্রিয়ার ধারাবাহিকতা নিশ্চিত করতে তরুণ প্রজন্ম ও এনসিপির অংশগ্রহণ অপরিহার্য। গতকাল রোববার দুপুরে কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা এনসিপির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সারজিস আলম আরও বলেন, যেদিন জুলাই সনদের বাস্তবায়নের নিশ্চয়তা, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আদেশ জার এবং গণভোটে জনগণ সনদের পক্ষে রায় দেবে সেদিনই এনসিপি নির্দ্বিধায় সনদে স্বাক্ষর করবে। তার আগে কাগজে কলমে স্বাক্ষর করে জনগণের সঙ্গে প্রতারণা করা সম্ভব নয়। নির্বাচন কমিশনের প্রতি পক্ষপাত ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন অনেক ক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ করছে। আমরা অভ্যুত্থান পরবর্তী কমিশনের কাছ থেকে নিরপেক্ষ আচরণ প্রত্যাশা করি। যদি এনসিপিকে শাপলা প্রতীক পেতে রাজপথে নামতে হয়, তাহলে একই সঙ্গে কমিশন পুনর্গঠনের আন্দোলনও চলবে। তিনি আরও বলেন, কয়েকটি আসনকে সামনে রেখে সংসদে যাওয়া বা জোট গঠনই এনসিপির লক্ষ্য নয়। যে দল জুলাই সনদের সংস্কার বাস্তবায়নে, বিচারিক প্রক্রিয়ার ধারাবাহিকতায়, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং ফ্যাসিবাদের দোসরদের মোকাবিলায় প্রতিশ্রুতিবদ্ধ তাদের সঙ্গেই আগামী নির্বাচনে ঐক্য হতে পারে। সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক আহ্বায়ক ইকরাম হোসেনের সঞ্চালনা ও এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব আহনাফ সাঈদ খান সভাপতিত্ব করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, কেন্দ্রীয় সংগঠক খাইরুল কবির, সাঈদ উজ্জ্বল, কেন্দ্রীয় সদস্য দিদার শাহসহ দলের স্থানীয় নেতারা।
 
                           
                           
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
                            
                       
    
                            
                        আগামীর বাংলাদেশে বিএনপি-জামায়াত একক নেতৃত্ব দিতে পারবে না- সারজিস
- আপলোড সময় : ২৭-১০-২০২৫ ০৭:৫৩:৪৬ অপরাহ্ন
 - আপডেট সময় : ২৭-১০-২০২৫ ০৭:৫৩:৪৬ অপরাহ্ন
 
                                  
                     
                            
                            
                             কমেন্ট বক্স 
                            
 
                          
                       
                        
                                      সর্বশেষ সংবাদ
                                
                                
 
 স্টাফ রিপোর্টার