ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন অনুষ্ঠানকেও ক্রিকেট ট্যুরিজমের অংশ হিসেবে ব্যবহার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চট্টগ্রামের প্রায় একশ বছর পুরোনো সিআরবিতে (সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং) হলো এই সিরিজের ট্রফি উন্মোচন। গতকাল রোববার দুপুরে টি-টোয়েন্টি সিরিজের জন্য বানানো ট্রফি হাতে সিআরবিতে ফটোসেশন করেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস ও ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক শাই হোপ। দীর্ঘ দিনের ঐতিহ্যের অংশ হিসেবে পুরোনো একটি রেল ইঞ্জিনের সামনেও ছবি তোলেন দুই দলের অধিনায়ক। ম্যাচের হিসেবে এখন পর্যন্ত ১৯টি টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। যেখানে বাংলাদেশের জয় ৮ ম্যাচে আর ক্যারিবিয়ানরা জিতেছে ৯ ম্যাচ। ফল আসেনি বাকি দুই ম্যাচে। টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাম্প্রতিক ফলাফলও দারুণ। সবশেষ ৪ টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডস ও আফগানিস্তানকে হারিয়েছে তারা। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিততে পারলে, নিজেদের ইতিহাসে প্রথমবার টানা ৫ সিরিজ জয়ের রেকর্ড গড়বে বাংলাদেশ।
 
                           
                           
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
                            
                       
     
                            
                        উন্মোচিত হলো টি-টোয়েন্টি সিরিজের ট্রফি
- আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০৮:২৩:০৮ অপরাহ্ন
- আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০৮:২৩:০৮ অপরাহ্ন
 
                                  
                     
                             
                            
                             কমেন্ট বক্স 
                            
 
                          
                       
                        
                                      সর্বশেষ সংবাদ
                                
                                 
  স্পোর্টস ডেস্ক
 স্পোর্টস ডেস্ক  
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                