বিনোদন ডেস্ক
ঈদে অ্যাকশনধর্মী সিনেমা ‘রিভেঞ্জ’ কোন কর্তন ছাড়াই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। ফলে সিনেমাটি মুক্তিতে আর কোন বাধা নেই। গত বুধবার সেন্সর ছাড়পত্র পেয়েছে বলে নিশ্চিত করেছেন প্রযোজক ও নির্মাতা মোহাম্মদ ইকবাল। কদিন আগেই তার অন্য একটি সিনেমা ‘ডেডবডি’ মুক্তি পেয়েছে। নির্মাতা মোহাম্মদ ইকবাল বলেন, আমার বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি দেখে সংশ্লিষ্টরা আনকাট ছাড়পত্র দিয়েছে। শুধু তাই না সেন্সর বোর্ড সদস্য খোরশেদ আলম খসরু ভাই ফোন করে সিনেমাটির প্রশংসা করেছেন। একজন নির্মাতা হিসেবে এটাই আমার সার্থকতা। ঈদুল আজহা ঘিরে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছি। সেভাবেই সব কাজ চলছে। নির্মাতা বলেন, ‘রিভেঞ্জ’-এ বুবলীর পুলিশ চরিত্রে অভিনয় পছন্দ করবেন দর্শক। তাকে দর্শক এমন চরিত্রে আগে কোনোদিন দেখেননি। আর নায়ক রোশান তো আছেই। দুজনের রসায়ন বেশ জমবে বলে আশা করছি আমি। এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, দীপা খন্দকার ও সীমান্তসহ অনেকে।
