ঢাকা , শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ , ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ফরিদপুরের ভাঙ্গায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৫ চেয়ারম্যানের ছেলেসহ হ্যাকার চক্রের তিন সদস্য গ্রেফতার সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভবদহে খনন শুরু রাতে বাসরঘরে, সকালে আখক্ষেতে মিলল বরের লাশ ভবন মালিককে বিদ্যুৎ বিভাগের নোটিশ গাড়িচালকরা দেশের অন্যতম দক্ষ জনশক্তি-শ্রম সংস্কার কমিশন প্রধান আমি পক্ষপাতদুষ্ট চিন্তা ও সিদ্ধান্ত গ্রহণে অভ্যস্ত নই-জ্বালানি উপদেষ্টা ফ্লাইট ওড়ার আগেই স্থগিত হলো কক্সবাজার ‘আন্তর্জাতিক’ বিমানবন্দর বড় পরিবর্তনের আভাস অন্তর্বর্তী সরকারে যাত্রাবাড়ীতে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় লন্ড্রি দোকান কর্মচারী নিহত মনোরেল চালু হলে চট্টগ্রামবাসী আরামদায়ক যাতায়াতের সুযোগ পাবে- চসিক মেয়র ৯ কোটি টাকা জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ষষ্ঠ-নবম শ্রেণিতে রেজিস্ট্রেশন চলবে ২৮ অক্টোবর পর্যন্ত রেকর্ড ছাড়িয়েছে খেলাপি ঋণ লিবিয়া থেকে ফিরলেন ৩০৯ বাংলাদেশি অসংক্রামক ব্যাধিতে নিঃস্ব মানুষ পাঁচ দফা দাবিতে ফার্মগেটে সড়ক অবরোধ শিক্ষার্থীদের যুবলীগ নেতা সম্রাটকে রোববারের মধ্যে আদালতে হাজিরের নির্দেশ ৮ দফা দাবিতে আজ ‘ঢাকা সমাবেশ’ সাগর-রুনির তদন্ত নিয়ে চরম অসন্তোষ সর্বশেষ ৬ মাস সময় দিলেন হাইকোর্ট

সাগর-রুনির তদন্ত নিয়ে চরম অসন্তোষ সর্বশেষ ৬ মাস সময় দিলেন হাইকোর্ট

  • আপলোড সময় : ২৪-১০-২০২৫ ০৮:০৪:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৫ ০৮:০৪:২৯ অপরাহ্ন
সাগর-রুনির তদন্ত নিয়ে চরম অসন্তোষ সর্বশেষ ৬ মাস সময় দিলেন হাইকোর্ট
১৪ বছরেরও বেশি সময় পার হয়ে গেলেও সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি মেলাতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তদন্ত প্রতিবেদন জমার তারিখও পেরিয়েছে শতাধিকবার। শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশে উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠন করা হলেও মেলেনি তদন্তের অগ্রগতি। তাই এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আদালত। গত ২২ এপ্রিল সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার ঘটনায় করা মামলা তদন্তে টাস্কফোর্সকে আরও ৬ মাস সময় দিয়েছিলেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের শুনানি নিয়ে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত তৎকালীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর সাগর-রুনি হত্যা মামলার তদন্তে উচ্চক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছিল। একইসঙ্গে বিভিন্ন বাহিনীর অভিজ্ঞ তদন্ত কর্মকর্তাদের নিয়ে এই টাস্কফোর্স গঠন করতে বলা হয়েছিল। টাস্কফোর্স গঠনের পর ৬ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছিলেন আদালত। টাস্কফোর্স গঠনের পর রাষ্ট্রপক্ষ দুই দফায় ৬ মাস সময় নিলেও দেখাতে পারেনি তদন্ত প্রতিবেদন। নির্ধারিত সময় পর গতকাল বৃহস্পতিবারমামলাটি বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের শুনানিতে ওঠে। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ। বাদীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রিটের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ শুনানি করেন। শুনানিকালে শিশির মনির হাইকোর্টকে বলেন, আপনারা তদন্ত প্রতিবেদন দিতে সময় দিয়েছিলেন। একটি হাই পাওয়ার টাস্কফোর্স করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেটা গঠিত হওয়ার পরেও তারা তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি। তাই তাদের (টাস্কফোর্স কমিটি) তলব করুন। এ সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ বলেন, তারা কাজ করছে। কাজ শেষ হলেই প্রতিবেদন দেওয়া হবে। সময় লাগবে। শিশির মনির বলেন, তারা সময় চাইলে আবেদন দিয়ে আদালতকে জানাক। তারা যে কিছু কাজ তার কিছুই আমরা জানিনা। আমাদের জানাক। আইনজীবী মনজিল মোরসেদ আদালতকে বলেন, কাজের অগ্রগতি আছে কিনা প্রয়োজনে আপনাদের জানাক। আরশাদুর রউফ বলেন, হাইকোর্টের অর্ডারের পর টাস্কফোর্স হয়েছে। এখানে অফিসার পরিবর্তন হয়েছে। এটা টাফ কেস। ওনারা কাজ করছেন। র?্যাব-পুলিশ হেডকোয়ার্টারও সাথে আছে। এটা দ্রুত শেষ হবে। এটা একটা ওল্ডকেস। সরকার এটার তদন্তেগুরুত্ব দিচ্ছে। তদন্তশেষ করতে আমরা আরও ৬ মাস সময় চাচ্ছি। শিশির মনির বলেন, রাষ্ট্রপক্ষ একই কথা, একই বিতর্ক আগেও করেছে। সারা দেশে এ মামলাটা অনেক গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। আদালত বলেন, এ নিয়ে তথ্য প্রচারের বিষয়টি কন্টিনিউ করতে হবে, এ জন?্যযে এটা নিয়ে কাজ হচ্ছে। এটা করতে হবে, শেষবারের মতো সময় দিচ্ছি। তখন রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আমরাও চাই এটা হোক, শেষ সময়ের মধ্যে হোক। এ সময় আদালত চরম অসন্তোষ প্রকাশ করে বলেন,কিন্তু আর কত বছর লাগবে? এখন তদন্তের কত পার্সেন্ট এগিয়েছেন? পলিটিক্যালি যে আসুক এ মামলার অগ্রগতি তো হবে না। তখন রাষ্ট্রপক্ষ আদালতকে জানায়, এ মামলার সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই দেশের বাইরে চলে গেছেন, অনেক তথ্য-প্রমাণ দরকার, এজন্য সময় দরকার। এ সময় মামলার তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট পিবিআই এর ঊর্ধ্বতন কর্মকর্তা আজিজুল হককে আদালতের ডায়াসের সামনে ডেকে নেওয়া হয়। তার কাছে মামলার তদন্তের অগ্রগতি জানতে চান হাইকোর্ট। মামলার তদন্ত কত পার্সেন্ট এগিয়েছে সে সম্পর্কে জানতে চান। এ সময় রাষ্ট্রপক্ষ নতুন করে সময় চাওয়ায় আদালত অসন্তোষ প্রকাশ করেন। আদালত বলেন, আমরা শেষবারের মতো সময় দিচ্ছি। এরপর আদালত এ মামলার তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে শেষবারের মতো ৬ মাস সময় দেন। উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি তাদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। তাদের একমাত্র ছেলে মাহির সারোয়ার মেঘ (৫) তখন বাসায় ছিল। হত্যার ঘটনায় রুনির ভাই নওশের আলী রোমান শেরেবাংলা থানায় মামলা করেন। মামলা দায়েরের পর শেরেবাংলা নগর থানাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তিন দিন পর মামলাটি গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাদের ব্যর্থতার পর ২০১২ সালের ১৮ এপ্রিল মামলাটি র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়। মামলায় গ্রেপ্তার আটজনের মধ্যে দুজন জামিন পেয়েছেন। বাকিরা কারাগারে রয়েছেন। গত ১৪ সেপ্টেম্বর এ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ নির্ধারিত ছিল। কিন্তু প্রতিবেদন জমার তারিখ ১২১ বার পেছানো হয়। ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই ঘটনার তদন্তে অসন্তোষ প্রকাশ করে দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দেন এবং পরবর্তী শুনানির দিন হিসেবে আগামী ৩০ নভেম্বর দিন নির্ধারণ করেন। 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স