ঢাকা , শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ , ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ফরিদপুরের ভাঙ্গায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৫ চেয়ারম্যানের ছেলেসহ হ্যাকার চক্রের তিন সদস্য গ্রেফতার সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভবদহে খনন শুরু রাতে বাসরঘরে, সকালে আখক্ষেতে মিলল বরের লাশ ভবন মালিককে বিদ্যুৎ বিভাগের নোটিশ গাড়িচালকরা দেশের অন্যতম দক্ষ জনশক্তি-শ্রম সংস্কার কমিশন প্রধান আমি পক্ষপাতদুষ্ট চিন্তা ও সিদ্ধান্ত গ্রহণে অভ্যস্ত নই-জ্বালানি উপদেষ্টা ফ্লাইট ওড়ার আগেই স্থগিত হলো কক্সবাজার ‘আন্তর্জাতিক’ বিমানবন্দর বড় পরিবর্তনের আভাস অন্তর্বর্তী সরকারে যাত্রাবাড়ীতে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় লন্ড্রি দোকান কর্মচারী নিহত মনোরেল চালু হলে চট্টগ্রামবাসী আরামদায়ক যাতায়াতের সুযোগ পাবে- চসিক মেয়র ৯ কোটি টাকা জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ষষ্ঠ-নবম শ্রেণিতে রেজিস্ট্রেশন চলবে ২৮ অক্টোবর পর্যন্ত রেকর্ড ছাড়িয়েছে খেলাপি ঋণ লিবিয়া থেকে ফিরলেন ৩০৯ বাংলাদেশি অসংক্রামক ব্যাধিতে নিঃস্ব মানুষ পাঁচ দফা দাবিতে ফার্মগেটে সড়ক অবরোধ শিক্ষার্থীদের যুবলীগ নেতা সম্রাটকে রোববারের মধ্যে আদালতে হাজিরের নির্দেশ ৮ দফা দাবিতে আজ ‘ঢাকা সমাবেশ’ সাগর-রুনির তদন্ত নিয়ে চরম অসন্তোষ সর্বশেষ ৬ মাস সময় দিলেন হাইকোর্ট

নারায়ণগঞ্জে নৈশপ্রহরীকে হত্যার ঘটনায় গ্রেফতার ৩

  • আপলোড সময় : ২৪-১০-২০২৫ ১২:৫১:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৫ ১২:৫১:৫৭ অপরাহ্ন
নারায়ণগঞ্জে নৈশপ্রহরীকে হত্যার ঘটনায় গ্রেফতার ৩
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় শিশু ধর্ষণের অভিযোগ তুলে হানিফ (৩০) নামে স্থানীয় একটি বাড়ির নৈশপ্রহরীকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যা নিয়ে নারায়ণগঞ্জে তোলপাড় চলছে। ওই হত্যাকাণ্ডে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। যদিও অভি নামে প্রধান আসামি এখনো পলাতক। গত ১৯ অক্টোবর বিকেলে শহরের খানপুর জোড়াটাংকি এলাকায় হানিফকে তুলে নিয়ে নির্মমভাবে পেটায় অভিযুক্তরা। দীর্ঘক্ষণ নির্যাতন করার পর বিকেল ৩টায় আবু হানিফকে পার্শ্ববর্তী খানপুর হাসপাতালে নিয়ে যায় তারা। এসময় চিকিৎসক হানিফের অবস্থার অবনতি দেখলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া অভিযুক্তরা পালিয়ে যায়। পরে রাত ৮টার দিকে হাসপাতালেই মৃত্যু হয় হানিফের। জানা যায়, স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে পূর্ববিরোধ ছিল আবু হানিফের। গত ১৯ অক্টোবর বিকেলে ধর্ষণের অভিযোগে তারাই আবু হানিফকে জোড়া টাংকি এলাকায় নিয়ে নির্মমভাবে নির্যাতন করে। এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- নবাব সিরাজউদ্দৌলা রোডের সফিকুল ইসলাম মুন্নার ছেলে মুশফিকর রহমান জিতু (২৯), ডন চেম্বারমোবারক ভিলার ভারাটিয়া ফরচানের ছেলে সাইদুল ইসলাম (২৬) ও মো. বাহার (৩২) । তদন্তের বরাত দিয়ে পুলিশ জানায়, হানিফকে তার নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় লাথি ও আঘাত করে বিছানা থেকে ফেলে দেওয়া হয়। পরে তাকে মারধর করে নাসিকের ওয়াসার জোড়া পানির ট্যাংকি এলাকায় নিয়ে যাওয়া হয়। অভিযুক্তরা অভিযোগ করে, হানিফ ১২-১৩ বছর বয়সী এক মেয়েকে ধর্ষণ করেছেন। যদিও তার পরিবারের দাবি, এই অভিযোগ ভিত্তিহীন। ধর্ষণের অভিযোগ আনা হলেও সেই শিশুটিকে এখনো খুঁজে পাওয়া যায়নি। হানিফের বোন রাবেয়া বলেন, আমার ভাই হানিফ খানপুরের জিতু ভিলায় সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। সোমবার দুপুরে ঘুমিয়ে থাকা অবস্থায় অভিসহ কয়েকজন তাকে আক্রমণ করে। মাথা দেয়ালে আঘাত করা হয় এবং পরে জোড়া পানির ট্যাংকে নিয়ে যাওয়া হয়। তাদের দাবি ছিল, হানিফ একটি কিশোরীকে ধর্ষণ করেছে, কিন্তু সে মেয়েটি সুস্থ ও স্বাভাবিক। আমার ভাইকে পিটিয়ে হত্যার কোনো যুক্তি নেই। রাবেয়া আরও বলেন, আমাকে ও আমার স্বামী ইবরাহিমকে ট্যাংকের পাশে ডেকে পাঠানো হয়। সেখানে অভি আমার স্বামীকে মারধর করে, লুঙ্গি খুলে ফেলার চেষ্টা করে এবং নানা ধরনের হুমকি দেয়। পরে সন্ধ্যায় খবর পাই, হানিফকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আমি এবং স্বামী হাসপাতালে গিয়ে তার লাশ দেখি। হানিফের ভগ্নিপতি ইবরাহিম বলেন, দুপুরে শ্যালিকা ফোনকল দিয়ে জানায় হানিফকে মারধর করা হচ্ছে। পরে বাসায় এসে দেখি তিনি নেই। এরপর আবার বাসায় ফিরে দেখি আমাদের ওপরও আক্রমণ করা হয়েছে। আমাদের কাছে টাকা দাবি করা হয়, না দেওয়ায় তারা হানিফকে একটি অটোতে তুলে নেয়। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য