ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় নিখোঁজ হওয়ার দুইদিন পর আমির হামজা (১৩) নামে এক মাদরাসাছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে আলফাডাঙ্গা থানার ওসি শাহজালাল আলম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত মঙ্গলবার রাতে জেলার আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের চর চান্দড়া গ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত হামজা আলফাডাঙ্গা সদর ইউনিয়নের শুকুরহাটা গ্রামের সায়েম উদ্দিন বিশ্বাসের ছেলে এবং গোপালপুর ইউনিয়নের চান্দড়া নূরানী তালিমুল কুরআন মাদরাসা ও এতিমখানার হেফজখানার ছাত্র। পুলিশ জানায়, গত রোববার সন্ধ্যা ৬টার দিকে মাদরাসা থেকে বাইরে যায় আমির হামজা। পরে মাদরাসা ও বাড়িতে না যাওয়ায় পরিবারের সদস্যরা সারারাত খোঁজাখুঁজি করেন। পরদিনও না পেয়ে তার বাবা সায়েম বিশ্বাস সোমবার সন্ধ্যায় আলফাডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি করেন। গত মঙ্গলবার সন্ধ্যার পর চর চান্দড়া গ্রামের কামাল মোল্যার বাড়ির পাশের একটি পুকুরের মধ্যে বস্তা থেকে দুর্গন্ধ বের হলে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তা খুলে অর্ধগলিত লাশ উদ্ধার করে। আমির হামজার বাবা সেখানে পৌঁছে ছেলের লাশ শনাক্ত করেন। আলফাডাঙ্গা থানার ওসি শাহজালাল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আমির হাজমা নামের এক শিশুর লাশ উদ্ধার করে রাতেই থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি গতকাল বুধবার ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata