 
                            
                        রাজধানীতে পৃথক ঘটনায় ২ তরুণের লাশ উদ্ধার
- আপলোড সময় : ২৩-১০-২০২৫ ০৭:২২:৩৯ অপরাহ্ন
- আপডেট সময় : ২৩-১০-২০২৫ ০৭:২২:৩৯ অপরাহ্ন
 
                                  
                     
                             
                            
                            রাজধানীতে পৃথক ঘটনায় দুই তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার তাদের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। পুলিশ জানায়, গত মঙ্গলবার মৃতদেহ দুটি মধ্যে ধানমন্ডির লেক থেকে ভাসমান অজ্ঞাত পুরুষ (২৫) ও বনানী এলিভেটেড এক্সপ্রেসওয়ে সড়কের পাশ থেকে অজ্ঞাত পুরুষ (২৩) এর লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশ। ঢাকা বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই বজলুর রশিদ জানিয়েছেন, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরতর জখম ছিল। ঢাকাগামী রংপুর এক্সপ্রেসের চলন্ত ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার পরিচয় পাওয়া যায়নি। অপর দিকে, ধানমন্ডি থানার এসআই মো. মাহমুদুল হাসান একই দিন সকালে ধানমন্ডির লেকের পানশি রেষ্টুরেন্টের পেছন থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত একটি লাশ (২৫) উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা পানিতে পরে গিয়ে মারা গেছেন ওই ব্যক্তি।
 কমেন্ট বক্স 
                            
 
                          
                       
                        
                                      সর্বশেষ সংবাদ
                                
                                 
  স্টাফ রিপোর্টার
 স্টাফ রিপোর্টার  
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                     
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                