ঢাকা , বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ , ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
শোক সংবাদ ৫ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়টি জনগণ বলছে -স্বরাষ্ট্র উপদেষ্টা আনন্দ-গান-শোভাযাত্রায় পহেলা বৈশাখ উদযাপন ভারত নেপাল ও ভুটান থেকে কিছু পণ্যের আমদানি নিষিদ্ধ ঘোষণা রেলে ইঞ্জিন-কোচ সংকটে বন্ধ রয়েছে ৭৯টি ট্রেন ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ২ পার্বত্য চট্টগ্রামে পানির তীব্র সংকট পাহাড়ে জনজীবন বিপর্যয় প্লট দুর্নীতিতে শেখ হাসিনা-জয়সহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা রাষ্ট্র সংস্কারে জাতীয় সনদ শিগগিরই -আলী রীয়াজ আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি’র বৈঠক সয়াবিন তেল-গ্যাসের দাম বৃদ্ধি অযৌক্তিক-জামায়াত সীমান্তে ২৩ লাখ টাকার হিরার নাকফুল ফেলে পলায়ন বেতন-বোনাস না দিয়ে কারখানা বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ সুনামগঞ্জ মেডিকেল কলেজে ক্লাস বর্জন বর্জ্য ব্যবস্থাপনার জন্য মহাপরিকল্পনা প্রণয়ন করা হবে- পরিবেশ উপদেষ্টা ১১৭ বার পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন ২৪ ঘণ্টার মধ্যে কুয়েট ভিসির পদত্যাগ দাবি দুই সপ্তাহের মধ্যে চালের দাম আরও সহনীয় পর্যায়ে আসবে : বাণিজ্য উপদেষ্টা বরিশালে আদালতে মামলা জট

সরকার গঠন করতে চায় ইনডিয়া জোটও

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৪ ০৮:৫৭:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৬-২০২৪ ১১:৪৮:৩১ পূর্বাহ্ন
সরকার গঠন করতে চায় ইনডিয়া জোটও সরকার গঠন করতে চায় ইনডিয়া জোটও
জনতা ডেস্ক
ভোটে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) জোটের চেয়ে পিছিয়ে থাকা কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইন্ডয়ান ন্যাশনাল ডেমোক্রেটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স (ইনডিয়া) জোটও সরকার গঠনের পরিকল্পনা করছে। জোটের অন্যতম জ্যেষ্ঠ নেতা এবং মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী উদ্ভভ ঠাকরে এই তথ্য জানিয়েছেন।
এ প্রসঙ্গে এনডিএ জোটের শরিক কে চন্দ্রবাবু নাইডুকে দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় তদন্ত সংস্থার মাধ্যমে কয়েক মাস আগে যে হয়রানি করা হয়েছিল, তা স্মরণ করিয়ে দিয়ে উদ্ভভ ইঙ্গিত দিয়েছেন যে তিনি আশা করছেন নাইডু এনডিএ জোট ছেড়ে ইনডিয়া জোটে আসবেন। গতকাল বুধবার এক বিবৃতিতে উদ্ভভ বলেন, যেদিন থেকে আমাদের ইনডিয়া জোট গঠিত হলো, সেদিনই আমরা জোটশরিকরা এ ব্যাপারে একমত হয়েছিলাম যে আমরা সবাই দেশ থেকে স্বৈরতন্ত্র দূর করতে চাই এবং দেশের সংবিধান রক্ষা করতে চাই। বিজেপির দ্বারা যেসব রাজনৈতিক দল হয়রানির শিকার হয়েছেন, তারা সবাই আমাদের সঙ্গে রয়েছেন। চন্দ্রবাবু নাইডুও বিজেপি সরকারের হাতে হয়রানির শিকার হয়েছিলেন। মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী উদ্ভভ ঠাকরে একসময় তার দল শিব সেনাকে সঙ্গে নিয়ে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটেই ছিলেন। মহারাষ্ট্রে ভারতের কেন্দ্রীয় পার্লামেন্ট লোকসভার আসন রয়েছে ৪৮টি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই ৪৮টি আসনের ৪১টিতেই জিতেছিল বিজেপি-শিবসেনা জোট। তবে দুই দলের মধ্যে টানাপোড়েন শুরু হয় ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর। ওই নির্বাচনে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে হবে এই নিয়ে শুরু হয় দ্বন্দ্ব এবং এই দ্বন্দ্বের জেরে দুই ভাগ হয়ে যায় শিব সেনা। উদ্ভব ঠাকরের নেতৃত্বাধীন দলটির নাম এখন শিব সেনা (ইউবিটি)। অন্য অংশটির নেতৃত্বে রয়েছেন মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। শিব সেনা (ইউবিটি) ইনডিয়া জোটে থাকলেও শিন্ডের নেতৃত্বাধীন শিব সেনা এখনও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটেই রয়েছে। তবে মহারাষ্ট্রের বৃহত্তম এই দলটির বিভক্তি বেশ প্রভাব পড়েছে এবারের পার্লামেন্ট নির্বাচনে। ২০১৯ সালের নির্বাচনে যেখানে মহারাষ্ট্রে ৪১টি আসন পেয়েছিল এনডিএ জোট, এবার সেখানে পেয়েছে মাত্র ১৭টি। রাজনীতি বিশ্লেষকদের মতে, মহারাষ্ট্রের মতো শক্ত ঘাঁটিতে বিজেপির এই ফলাফল পুরোপুরি অনাকাক্সিক্ষত এবং হতাশাজনক। কারণ এবারের নির্বাচনে রাজ্যের ৪৫টি আসনে জয়ের আশা করেছিল দলটি। বাকি আসনগুলোতে জয়ী হয়েছে কংগ্রেস ও ইনডিয়া জোটভুক্ত দলগুলো। কংগ্রেস পেয়েছে ১৩টি আসন। উদ্ভভ ঠাকরের দল ইউবিটি পেয়েছে ৬টি আসন। উদ্ভভ ঠাকরের ছেলে এবং শিব সেনা ইউবিটির নেতা আদিত্য ঠাকরে বলেন, ‘ভারতে যেসব রাজ্যে ইনডিয়া জোটের ফলাফল সবচেয়ে ভাল, মহারাষ্ট্র সেসবের মধ্যে অন্যতম। এই নির্বাচনে আমরা দেখিয়েছি যে ঔদ্ধত্যপূর্ণ, অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক কোনো শক্তির স্থান ভারতবর্ষে নেই।’

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য