ঢাকা , মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ , ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিএনপি নেতা ফারুকের বক্তব্য মিথ্যা-ভিত্তিহীন-জামায়াত দুই দলের সংস্কার প্রস্তাব জমা জাতীয় ঐকমত্য কমিশনে শিল্প খাতে গ্যাসের দাম বাড়ল ৩৩ শতাংশ -উদ্বেগে উদ্যোক্তারা বৈষম্যহীন কর ব্যবস্থার দিকে এগোচ্ছে এনবিআর : এনবিআর চেয়ারম্যান চার বিসিএস নিয়ে সিদ্ধান্ত জানালো পিএসসি আত্মপরিচয়ে পহেলা বৈশাখ উজ্জ্বল উপাদান-তারেক রহমান পহেলা বৈশাখ বাঙালীর মহা ঐক্যের দিন -জিএম কাদের প্রত্যেকে নিজ নিজ উপায়ে, রীতি অনুযায়ী পহেলা বৈশাখ উদযাপন করবেন-প্রধান উপদেষ্টা ঢাকা-আরিচা মহাসড়কে ডাকাত আতঙ্ক মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযানে ১২ জন গ্রেফতার কদমতলীতে গরম তেল ঢেলে স্ত্রীকে হত্যা স্বামীর মৃত্যুদণ্ড হাঁকডাক করে বিনিয়োগ সম্মেলনের সুবিধা পাবে না বাংলাদেশÑ এবি পার্টি চাঞ্চল্যকর আছিয়া ধর্ষণ মামলায় আদালতে চার্জশিট সরকারের মেয়াদ দীর্ঘ করতে নানামুখী ষড়যন্ত্র চলছে- প্রিন্স ভাড়ায় উড়োজাহাজ না পাওয়ায় ছোট হচ্ছে বিমানের বহর নিঝুমদ্বীপে সংরক্ষিত বনাঞ্চলে অব্যবস্থাপনা, ব্যর্থ টাস্কফোর্স রিজার্ভে উন্নতি, নিট রিজার্ভেও আশার আলো : বাংলাদেশ ব্যাংক তিন মাস ধরে বন্ধ ইয়াংগুন টেকনাফ সীমান্ত বাণিজ্য ইউক্রেনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২১ ইউক্রেনের সুমি শহরে রুশ হামলায় নিহত ২০: জেলেনস্কি

ঢামেক থেকে শিশু চুরি : উদ্ধারে কাজ করছে পুলিশের একাধিক টিম

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৪ ০৮:৫০:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৬-২০২৪ ১১:৩৮:৫০ পূর্বাহ্ন
ঢামেক থেকে শিশু চুরি : উদ্ধারে কাজ করছে পুলিশের একাধিক টিম ঢামেক থেকে শিশু চুরি : উদ্ধারে কাজ করছে পুলিশের একাধিক টিম
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ২১২ নম্বর লেবার ওয়ার্ড থেকে গত মঙ্গলবার যে সদ্যজাত শিশু চুরি হয়েছে তাকে উদ্ধারে মাঠে নেমেছে পুলিশের একাধিক টিম। এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান। গতকাল বুধবার এ তথ্য জানান তিনি। যদিও এখন পর্যন্ত ওই শিশুর কোনো খোঁজ পাওয়া যায়নি।
গত মঙ্গলবার যে দম্পতির নবজাতক চুরি হয়েছে, তাদের নাম শরিফুল ইসলাম ও সুখী বেগম। তারা ঢাকার ধামরাই উপজেলার কালামপুর এলাকার ভাড়াটিয়া। জানা যায়, গত সোমবার রাতে সুখীকে হাসপাতালে ভর্তি করা হয়। গত মঙ্গলবার অস্ত্রোপচারের (সিজার) মাধ্যমে দুই যমজ মেয়ের জন্ম দেন তিনি। তাদের একটি ছেলে সন্তানও আছে। নতুন জন্ম নেয়া দুই যমজের মধ্যে এক নবজাতকই সন্দেহভাজন সেই নারী নিয়ে গেছেন বলে অভিযোগ শরিফুল-সুখী দম্পতির। সিসিটিভির ফুটেজে দেখা যায়, কালো বোরখা ও কমলা রঙের ওড়না পরিহিত এক নারী শিশুটির দাদির সঙ্গে আলাপ করছেন। পরে সদ্যজাত যমজদের মধ্যে একজনকে তিনি কোলের নেন। পরে দায়িত্বরত আনসার সদস্যদের একটি কাগজ দেখিয়ে শিশুটিকে নিয়ে ওই নারী পালিয়ে যান। গত মঙ্গলবার হাসপাতালের ১০৬ নম্বর ওয়ার্ডে গিয়ে সুখী বেগমকে তার এক সন্তানসহ দেখা যায়। তাকে তার অপর সন্তানের কথা জিজ্ঞেস করতেই কেঁদে ওঠেন। তিনি বলেন, আমার বাচ্চা হারিয়ে গেছে। আমাকে আমার স্বামী ও স্বজনরা জানায়নি। ওয়ার্ডে অন্য লোকদের মুখে জানতে পারি আমার একটি বাচ্চাকে চুরি করে নিয়ে গেছে। এতে কষ্ট করে দুটি বাচ্চাকে নয় মাস পেটে রেখেছি। এখন জন্মের পর যদি একজন মা জানতে পারে একটি বাচ্চা চুরি হয়েছে, তখন তার কেমন লাগে? যে করেই হোক আমার সন্তানকে আমি ফিরে পেতে চাই। সুখীর স্বামী শরিফুল ইসলাম বলেন, সন্তানদের জন্মের সময় তিনি হাসিনা বেগম সঙ্গে ছিলেন। যমজ বাচ্চা হওয়ার পর চিকিৎসকরা জানান তাদের নবজাতকের এনআইসিইউতে রাখতে হবে। তখন থেকেই ওই নারী আমাদের সাথে কথা বলতে শুরু করেন। আমার বাচ্চাকে কোলে নিয়ে ২১১ নম্বর কক্ষে নিয়ে যান। তিনি আমার মায়ের সঙ্গে আলাপ করেছিলেন। তিনি তো কিছু বোঝেন না। এই সুযোগে ওই নারী আমার সন্তান নিয়ে পালান। নবজাতকদের দাদি হাসিনা বেগম জানান, কালো রঙয়ের বোরকা পরা এক নারী ২১২ নম্বর ওয়ার্ডে ঢোকার সময় বারান্দায় আমার সঙ্গে গল্প শুরু করে। একপর্যায়ে আমার কোলে থাকা এক নাতনিকে কোলে নেয়। এরপর থেকে তাকে আর খুঁজে পাইনি। ওসি মোস্তাজিরুর রহমান বলেছেন, সিসিটিভির ফুটেজ দেখে একজন নারীকে শনাক্ত করা হয়েছে। যাকে শনাক্ত করা হয়েছে, তিনি আগে থেকেই হাসপাতালে অবস্থান করছিলেন। গাইনি ওয়ার্ডে নবজাতকের স্বজনদের সঙ্গে সখ্য হওয়ার সুযোগে সদ্যজাত শিশুটিকে চুরি করে পালান তিনি। বাচ্চা চুরির ঘটনায় একটি মামলা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স