ঢাকা , বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ , ৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
কক্সবাজারে ২ শিশু হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন ত্রিভুজ প্রেমের বলি জবি ছাত্র জোবায়েদ : পুলিশ চট্টগ্রাম বন্দর অচল হওয়ার আশঙ্কা এনসিপির জন্য সব দলের নিবন্ধন আটকে রেখেছে ইসি বিমানবন্দরে আগুন ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ-আমান শেখ হাসিনা আসাদুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ সঠিক নয়-আইনজীবী আগ্রাসী রূপে ডেঙ্গু চালু হচ্ছে না শাহজালালের নতুন কার্গো ভিলেজ অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যাওয়ার আহ্বান বিএনপির বিজয় নিয়ে ক্লাসে ফিরছেন শিক্ষকরা নতুন বছরে মাধ্যমিকের বই পাওয়া নিয়ে শঙ্কা আ’লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান ক্রমেই বাড়ছে বিদেশি ঋণের বোঝা মিথ্যা তথ্যের দ্রুত মোকাবিলা করতে ২৪ ঘণ্টা কাজ করতে হবে: সিইসি আতঙ্ক অস্থিরতায় ব্যবসায়ীরা বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক মা মাছ ধরা বন্ধ করতে হবেÑপ্রাণিসম্পদ উপদেষ্টা পাঠাও চালককে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের মামলার আপিল শুনানি ৪ সপ্তাহ মুলতবি ১১ হাজার ভোল্টের বিদ্যুতের খুঁটি রেখেই ভবন নির্মাণ

রাজধানীতে বাস থামিয়ে স্বর্ণ ছিনতাই গ্রেফতার ৮

  • আপলোড সময় : ২২-১০-২০২৫ ০৪:২৪:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৫ ০৪:২৪:২২ অপরাহ্ন
রাজধানীতে বাস থামিয়ে স্বর্ণ ছিনতাই গ্রেফতার ৮
দুবাই প্রবাসী ভাইয়ের পাঠানো বোনের বিয়ের স্বর্ণালংকার নিয়ে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে বাসে করে বাসায় ফিরছিলেন এক বেসরকারি চাকরিজীবী। পথে রাজধানীর রামপুরায় বাস থামিয়ে সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্যরা অস্ত্রের মুখে তাকে তুলে নিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে। পরে ওই ঘটনার সঙ্গে জড়িত আট জনকে লুণ্ঠিত মালামালসহ গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাতিরঝিল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মো. মনির হোসেন শিমুল (৩৫), শাকিল ওরফে শাকিব (২১), মো. রাকিবুল হাসান (২০), মো. আরিফ (২৬), মো. আহসানুল্লাহ মিরাজ (৩৬), মো. শাওন মোল্লা (১৯), মো. মনির হোসেন (৩৯) ও মো. সুমন মিয়া (৩৬)। গত সোমবার রাতে ডিএমপির মিডিয়া শাখা উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মাদ তালেবুর রহমান জানান, গত রোববার দুপুরে বিমানবন্দর থেকে স্বর্ণালংকার নিয়ে বাসে বাসায় ফিরছিলেন ভুক্তভোগী। পথে রামপুরা টিভি সেন্টারের দক্ষিণে পৌঁছালে ১৮-২০ জন অজ্ঞাতনামা ব্যক্তি বাস থামিয়ে তাকে ‘ছিনতাইকারী’ বলে মারধর করেন এবং একটি অটোরিকশায় জোরপূর্বক তুলে হাতিরঝিল থানার উলন এলাকার একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যান। সেখানে তাকে অস্ত্রের মুখে প্রাণনাশের হুমকি দিয়ে স্বর্ণালংকারসহ ট্র্যাভেল ব্যাগ ছিনিয়ে নেন। পরে এক আসামি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে সুমন মিয়ার ইসলামী ব্যাংকের এটিএম কার্ড ও পাসওয়ার্ড নিয়ে ১১ হাজার টাকা উত্তোলন করে এবং তারা ঘটনাস্থলে তাকে ফেলে রেখে পালিয়ে যান। এরপর ভুক্তভোগী মো. সুমন মিয়া হাতিরঝিল থানায় মামলা করেন। তিনি একজন বেসরকারি চাকরিজীবী। তার দুবাই প্রবাসী ভাই মো. শফিকুল ইসলাম বোনের বিয়ের জন্য প্রায় ৯৯.৯৯ গ্রাম স্বর্ণালংকার (মূল্য প্রায় ২০ লাখ টাকা) পাঠান মো. ইমরান নামে এক ব্যক্তির মাধ্যমে। এ ঘটনায় বাদীর অভিযোগের ভিত্তিতে হাতিরঝিল থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে গত সোমবার ভোর পৌনে ৫টার দিকে হাতিরঝিল থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ঘটনায় জড়িত আট জনকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে লুণ্ঠিত ৯৯.৯৯ গ্রাম স্বর্ণালংকার (যার মধ্যে রয়েছে ২টি গলার হার ও ৯টি আংটি) এবং নগদ ৬ হাজার টাকা উদ্ধার করা হয়। ডিএমপি জানায়, গ্রেফতারকৃতরা আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সংঘবদ্ধভাবে ডাকাতি করে আসছিলেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স