গায়ক মাইনুল আহসান নোবেলের প্রাক্তন স্ত্রী সালসাবিল মাহমুদ। তিনি এবার পা রাখলেন অভিনয়ের জগতে। ‘টানাপোড়ন’ নামের একটি পারিবারিক ধারাবাহিক নাটকের মাধ্যমে ছোট পর্দায় তার অভিনয় অভিষেক হচ্ছে। নাটকটি নির্মাণ করছেন তরুণ নির্মাতা বাপ্পি খান। জানা গেছে, নাটকের গল্পে থাকবে ভালোবাসা, সম্পর্কের জটিলতা, পারিবারিক মূল্যবোধ এবং জীবনের টানাপোড়নের বাস্তব চিত্র। পরিচালক জানিয়েছেন, ‘টানাপোড়ন আসলে একান্তই আমাদের চারপাশের গল্প। এখানে কেউ নিখুঁত নয়। সবাই কোথাও না কোথাও নিজের আবেগ ও সম্পর্কের ভারে জড়িয়ে আছে।’ প্রথমবারের মতো অভিনয়ে আসা সালসাবিল জানালেন তার অনুভূতি। তিনি বলেন, ‘প্রথমবার অভিনয় করছি, চরিত্রটি আমার কাছে চ্যালেঞ্জিং। অভিনয়ের অভিজ্ঞতা একেবারেই নতুন, তবে টিমের সবাই অনেক সহায়তা করছেন। আমি ভীষণ উচ্ছ্বসিত এবং শুটিংয়ের প্রতিটি মুহূর্ত উপভোগ করছি।’ আরও জানা গেল, ইতোমধ্যেই ঢাকায় নাটকটির শুটিং শুরু হয়েছে। ফেসবুকে প্রকাশিত নাটকের পোস্টারে সালসাবিলের এক বিমর্ষ লুক দর্শকদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় সালসাবিলের অভিনয় অভিষেকের খবরে ভক্ত ও অনুসারীরা শুভেচ্ছা জানাচ্ছেন দলে দলে। পরিচালক জানিয়েছেন, নাটকটি শিগগিরই একটি জনপ্রিয় বেসরকারি টেলিভিশনে প্রচার শুরু হবে। টিজার প্রকাশের পরই সালসাবিল মাহমুদের নতুন রূপে আত্মপ্রকাশ ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

অভিনয়ে নাম লেখালেন নোবেলের সাবেক স্ত্রী সালসাবিল
- আপলোড সময় : ২১-১০-২০২৫ ০৬:৩৭:২৫ অপরাহ্ন
- আপডেট সময় : ২১-১০-২০২৫ ০৬:৩৭:২৫ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ