
সাংবাদিক হায়াত হত্যার প্রধান আসামি গ্রেফতার
- আপলোড সময় : ১৯-১০-২০২৫ ০৫:৩৮:০৩ অপরাহ্ন
- আপডেট সময় : ১৯-১০-২০২৫ ০৫:৩৮:০৩ অপরাহ্ন


বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের চাঞ্চল্যকর সাংবাদিক হায়াত হত্যা মামলার প্রধান আসামি ইস্রাফিলকে (৫০) যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র্যাব ৬ ও র্যাব-১১। গত শুক্রবার দিনগত রাতে নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব ৬ এক প্রেস বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে। প্রেস বার্তায় জানানো হয়, ১৭ অক্টোবর রাতে র্যাব-৬ ও র্যাব-১১-এর যৌথ দল নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন বৈদ্যেরবাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বাগেরহাটের চাঞ্চল্যকর সাংবাদিক হায়াত হত্যা মামলার ১নং এজাহার নামীয় আসামি ইস্রাফিলকে (৫০) গ্রেপ্তার করা হয়। সে বাগেরহাট জেলাসদরের হাড়িখালি গ্রামের মৃত সালামের ছেলে। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। গত ৩ অক্টোবর সাংবাদিক এস এম হায়াত আলী বাগেরহাট সদর থানা এলাকার হাড়িখালী গ্রামে দুর্বৃত্তদের আক্রমণের শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় ভিকটিমের পরিবার বাদী হয়ে বাগেরহাট সদর থানায় হত্যা মামলা করেন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ