ঢাকা , রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবির গুরুত্ব তুলে ধরেছেন ড. কুদরত এ খোদা সিরাজগঞ্জে দ্ইু নৌকার সংঘর্ষে নিহত ২, আহত ১৫ তফসিল ঘোষণায় সিইসির তড়িঘড়ি সন্দেহের কারণ- গোলাম পরওয়ার রাজউকের এস্টেট ভ‚মি ২-এর এডি আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড় বেসরকারি স্বাস্থ্যখাত হবে সেবামুখী ব্যবসা -ডা. তাহের সাগরে ভেসে যাওয়া ২ বন্ধু সৈকতে ফিরলো লাশ হয়ে কক্সবাজারে নদী-পরিবেশ দূষণ করলে হোটেল বন্ধ করে দেওয়ার নির্দেশ -নৌপরিবহন উপদেষ্টা নুরের মাথায় রক্তক্ষরণসহ নাকের হাড় ভেঙেছে তিন দফা দাবিতে শহীদ মিনারে শিক্ষকদের মহাসমাবেশ নুরের ওপর হামলার নির্দেশের অডিওটি ভুয়া- স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিপি নুরুল হকের সুস্থতা কামনা করছি- মহাসচিব জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ বাতিল হওয়া এনআইডি সংশোধনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত দু’ রাজনৈতিক দলের সহিংস পরিস্থিতি নিয়ে যা জানালো আইএসপিআর বিভিন্ন এজেন্সি থেকে জঙ্গি লিস্ট দিয়ে বলা হতো ছাড়া যাবে না- আসিফ নজরুল জমে উঠেছে ভোটের মাঠ একে একে চলে গেলেন সাতজন হাসপাতাল-ফার্মাসিউটিক্যাল সরকারের নিয়ন্ত্রণমুক্ত করবে বিএনপি-আমির খসরু খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা

হাঁটুর ইনজুরিতে ফ্রেঞ্চ ওপেন থেকে জকোভিচের নাম প্রত্যাহার

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৪ ০৭:২৫:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৪ ০৭:২৫:৪২ অপরাহ্ন
হাঁটুর ইনজুরিতে ফ্রেঞ্চ ওপেন থেকে জকোভিচের নাম প্রত্যাহার হাঁটুর ইনজুরিতে ফ্রেঞ্চ ওপেন থেকে জকোভিচের নাম প্রত্যাহার
স্পোর্টস ডেস্ক
কাসপার রুডের বিপক্ষে ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে আর খেলা হলো না নোভাক জকোভিচের আগের রাউন্ডে হাঁটুর ইনজুরিতে পড়ার পর কোয়ার্টারের আগে নাম প্রত্যাহার করে নিয়েছেন সার্বিয়ান এই তারকাএ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে জকোভিচ বলেছেন, ‘আমি সত্যিই দারুন দু:খের সাথে জানাচ্ছি যে রোলা গাঁরো থেকে আমি নাম প্রত্যাহার করে নিচ্ছিআমি আমার হৃদয় দিয়ে খেলেছিগতকালকের (মঙ্গলবার) ম্যাচেও আমি সবটুকু দেবার চেষ্টা করেছিকিন্তু দূর্ভাগ্যজনক ভাবে ডান হাঁটুরর চোটের কারণে আমার আর খেলা হচ্ছে নাসতর্কতার অংশ হিসেবে মেডিকেল টিমের সাথে আলোচনা করেই আমি এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিএর আগে টুর্নামেন্ট আয়োজক কমিটি জকোভিচের নাম প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে এমআরআই স্ক্যান রিপোর্টে তার ইনজুরির মাত্রা ধরা পড়েছেবিশে^র এক নম্বর তারকা ২৪ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন জকোভিচের গতকাল বুধবার শেষ চারে রুডের বিপক্ষে খেলার কথা ছিলগত বছর ফাইনালে রোলা গাঁরোতে রুডকে সরাসরি সেটে পরাজিত করেছিল জকোভিচআগামী শুক্রবার সেমিফাইনালে এখন রুডের প্রতিপক্ষ চতুর্থ বাছাই আলেক্সান্দার জেভরেভ অথবা ১১তম বাছাই এ্যালেক্স ডি মিনায়ার৩৭ বছর বয়সী জকোভিচ সোমবার ফ্রান্সিসকো সেরুনডোলোর বিপক্ষে পাঁচ সেটের জয়ের ম্যাচটিতে ফিটনেস সমস্যায় পড়েনপুরো ম্যাচ শেষ করতে তাকে এন্টি-ইনফ্ল্যামেটারি ঔষুধ নিতে হয়েছেম্যাচটিতে তিনি ৬-১, ৫-৭, ৩-৬, ৭-৫, ৬-৩ গেমে জয়ী হনকিন্তু দ্বিতীয় সেটের শুরুতে ইনজুরির কারণ হিসেবে তিনি ফিলিপ চার্টিয়ার কোর্টের পিচ্ছিল সার্ফেস নিয়ে অভিযোগ জানানগ্র্যান্ড স্ল্যামে রেকর্ড ৩৭০ ম্যাচ জয়ের পর জকোভিচ বলেছেন, ‘আমি জানি না আগামীকাল কি হতে যাচ্ছেআমি এখনো নিশ্চিত না আদৌ আর কোর্টে নামতে পারবো কিনাগত কয়েক সপ্তাহ যাবতই আমি কিছুটা অস্তস্তিবোধ করছিডান হাঁটুর বিষয়টি আমাকে ভাবিয়ে তুরেছেকিন্তু তেমন কোন গুরুতর কিছু ছিলনাএটা নিয়ে বেশ কিছু টুর্নামেন্ট খেলেছিকিন্তু এখন শেষ পর্যন্ত কি হয় বলা যাচ্ছেনাফ্রেঞ্চ ওপেন থেকে জকোভিচের নাম প্রত্যাহারের কারণে আগামী সপ্তাহে প্রথমবারের মত ইতালির কোন খেলোয়াড় হিসেবে বিশ^ র‌্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানে আসীন হবে ইয়ানিক সিনারএ সম্পর্কে সিনার বলেছেন, ‘একজন খেলোয়াড়ে জন্য বিশে^র এক নম্বর খেলোয়াড় হওয়া স্বপ্ন সত্যি হবার মত ঘটনাকিন্তু অন্যদিক থেকে দেখতে গেলে জকোভিচ নাম প্রত্যাহার করে নিয়েছে যা হতাশারতার দ্রুত সুস্থতা কামনা করছিইতোমধ্যেই ১০ম বাছাই বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভকে তিন সেটে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছেন সিনারশীর্ষ র‌্যাঙ্কিংয়ে রেকর্ড ৪৩৮ সপ্তাহ ধরে নিজেকে ধরে রেখেছিলেন জকোভিচএর আগে ২০১৯ সালে ইউএস ওপেনে সর্বশেষ কোন গ্র্যান্ড স্ল্যাম থেকে কাঁধের ইনজুরির কারণে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন জকোভিচ
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ