রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার বলেছেন, শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে যে সম্মান নিয়ে রাকসুতে ঢুকেছেন, তিনি সেই সম্মান নিয়ে বের হতে চান। গতকাল শুক্রবার সকালে রাকসু নির্বাচনের অনানুষ্ঠানিক ফলাফল ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সকাল পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে রাকসু নির্বাচনের করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম। ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত জিএস সালাউদ্দিন আম্মার বলেছেন, আমার ম্যান্ডেট শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ম্যান্ডেটের বাইরে আমি এক মুহূর্তও থাকব না, ইনশাআল্লাহ। তিনি বলেন, আজ থেকে এক বছর পরে দায়িত্ব পালন শেষে আপনারা আমাকে জিজ্ঞাসা করবেন যে কেমন লাগছে? যদি দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারি, তাহলে হয়তো এভাবে সম্মানের সঙ্গে আপনাদের কাছে এসে বলতে পারব যে, আমি এই এই দায়িত্বপালন করেছিলাম। আর যদি দায়িত্ব পালন না করতে পারি... আল্লাহ এটা না করুক! যে সম্মান নিয়ে আজকে ঢুকছি, সেই সম্মানটা নিয়ে বের হতে চাই। এ সময় পাশেই থাকা আম্মারের মায়ের কাছে ছেলের জয়ী হওয়ার অনুভূতি জানতে চান সাংবাদিকেরা। আম্মারের মা বলেন, ছোটবেলা থেকে যে আদর্শ ও শিক্ষা দিয়ে তাকে মানুষ করেছি, আমি চাই যে, সে সেই আদর্শ ও শিক্ষাটা পূর্ণ করে শিক্ষার্থীদের ম্যান্ডেট অনুযায়ী সামনে কাজ করবে। রাকসু নির্বাচনে জিএস পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাহউদ্দিন আম্মার পেয়েছেন ১১ হাজার ৫৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ৫ হাজার ৭২৯ ভোট এবং ছাত্রদল সমর্থিত প্যানেলের নাফিউল ইসলাম জীবন পেয়েছেন ১ হাজার ৩২৮ ভোট।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

রাকসু থেকে সম্মান নিয়ে বের হতে চাই-জিএস আম্মার
- আপলোড সময় : ১৮-১০-২০২৫ ০৬:৩৯:১৭ অপরাহ্ন
- আপডেট সময় : ১৮-১০-২০২৫ ০৬:৩৯:১৭ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ