ঢাকা , সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ , ১২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বায়ার্নের জয়রথ চলেছেই প্রিমিয়ার লিগে অঘটনের শিকার হলো চেলসি এবার ব্রেন্টফোর্ডের কাছেও হোঁচট খেলো লিভারপুল ৯৫০ গোল করে ইতিহাস গড়লেন রোনালদো নারী ক্রিকেটারের শ্লীলতাহানি ঘটনায় নিন্দা জানালো বিসিসিআই টেস্ট অধিনায়ক হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন শান্ত উন্মোচিত হলো টি-টোয়েন্টি সিরিজের ট্রফি আজ প্রথম টি-টোয়েন্টিয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ট্রেনের টিকিট বিক্রির নামে প্রতারণা নানা হিসাব-নিকাশে অন্তর্বর্তী সরকার দেড় মাসেও সন্ধান মেলেনি সাগরে মাছ ধরতে যাওয়া ১৮ জেলের জীবনযাত্রায় ভয়ানক চাপ নদী বাঁচলে পরিবেশও টিকে থাকবে -পরিবেশ উপদেষ্টা সচিবালয়ের ভবনগুলোতে পরিত্যক্ত মালামাল অপসারণের অনুরোধ চলন্ত অটোরিকশার পেছনে ঝুলে থাকা ব্যক্তিকে ছুরিকাঘাতের চেষ্টা, ভিডিও ভাইরাল গ্রেফতার বাবাকে ধরে কাঁদতে থাকা শিশুকে চড় খতিয়ে দেখছে পুলিশ নোয়াখালীতে ট্রলারবোঝাই ইউরিয়া সার জব্দ ঘরে ৩ বস্তা টাকা জমানো সেই ভিখারির মৃত্যু ‘রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়’ মায়ের দাফন নিয়ে দুই গ্রুপে সংঘর্ষে নিহত ১

গান বাজিয়ে বিপাকে পড়লেন ভিনি জুনিয়র

  • আপলোড সময় : ১৭-১০-২০২৫ ১১:০২:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৫ ১১:০২:৩৯ অপরাহ্ন
গান বাজিয়ে বিপাকে পড়লেন ভিনি জুনিয়র
জন্মদিনের পার্টিতে হইহুল্লোড় করে প্রতিবেশীর শান্তি বিঘ্নিত করায় ব্রাজিলের তারকা ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে মামলা। রিও ডি জেনিরোর ভারজেম গ্রান্দের লাজেদো পার্টি হাউসে নিজের ২৫তম জন্মদিন উদ্যাপন করেন ভিনিসিয়ুস। গত ১২ জুলাই ২৫তম জন্মদিন ছিল তার। ভিনিসিয়ুসের বিরুদ্ধে পুলিশ স্টেশনে অভিযোগটি করেছেন আন্তোনিও জোসে দি সুজা নামে স্থানীয় এক ব্যক্তি। আন্তোনিওর দাবি, ভিনিসিয়ুসের জন্মদিনের পার্টি গত ১৯ জুলাই শুরু হয়ে ২১ জুলাই ভোর চারটায় শেষ হয়। আন্তোনিও আরও জানিয়েছেন, মিলিটারি পুলিশ ডাকা হয়েছিল। কারণ, ভিনিসিয়ুসের পার্টিতে আলোকসজ্জার রশ্মি, শব্দযন্ত্রের উচ্চ স্বর, চিৎকার-চেঁচামেচি সহ্যের মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। মিলিটারি পুলিশ ভিনির পার্টিতে গিয়ে তাকে উচ্চ স্বরে গান বাজানো বন্ধ করতে কিংবা গানের সাউন্ড কমাতে বলে। ভিনি এ আদেশ মেনেছেন। কিন্তু মিলিটারি পুলিশ চলে যাওয়ার পর আবারও আগের মতো উচ্চ স্বরে গান বাজানো শুরু হয় জন্মদিনের উৎসবে। ব্রাজিলের আরজে কোর্ট অব জাস্টিসের বরাত দিয়ে সিএনএন ব্রাজিলের খবর, মামলাটি ব্রাজিলের নবম বিশেষ আদালতে প্রক্রিয়াধীন। আগামী ৬ নভেম্বর শুনানি হবে। ও গ্লোবো এ বিষয়ে ভিনির সঙ্গে যোগাযোগ করেছিল। রিয়াল তারকার প্রেস অফিস থেকে বলা হয়েছে, মামলার বিষয়ে ভিনি এখনো কোনো নোটিশ পাননি। ব্রাজিলের আইন অনুযায়ী, ‘অন্যদের কাজে কিংবা শান্তিতে বিঘ্ন ঘটালে’ ১৫ দিন থেকে সর্বোচ্চ তিন মাস কারাবাসের শাস্তির পাশাপাশি জরিমানাও হতে পারে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স