ঢাকা , সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ , ১২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বায়ার্নের জয়রথ চলেছেই প্রিমিয়ার লিগে অঘটনের শিকার হলো চেলসি এবার ব্রেন্টফোর্ডের কাছেও হোঁচট খেলো লিভারপুল ৯৫০ গোল করে ইতিহাস গড়লেন রোনালদো নারী ক্রিকেটারের শ্লীলতাহানি ঘটনায় নিন্দা জানালো বিসিসিআই টেস্ট অধিনায়ক হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন শান্ত উন্মোচিত হলো টি-টোয়েন্টি সিরিজের ট্রফি আজ প্রথম টি-টোয়েন্টিয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ট্রেনের টিকিট বিক্রির নামে প্রতারণা নানা হিসাব-নিকাশে অন্তর্বর্তী সরকার দেড় মাসেও সন্ধান মেলেনি সাগরে মাছ ধরতে যাওয়া ১৮ জেলের জীবনযাত্রায় ভয়ানক চাপ নদী বাঁচলে পরিবেশও টিকে থাকবে -পরিবেশ উপদেষ্টা সচিবালয়ের ভবনগুলোতে পরিত্যক্ত মালামাল অপসারণের অনুরোধ চলন্ত অটোরিকশার পেছনে ঝুলে থাকা ব্যক্তিকে ছুরিকাঘাতের চেষ্টা, ভিডিও ভাইরাল গ্রেফতার বাবাকে ধরে কাঁদতে থাকা শিশুকে চড় খতিয়ে দেখছে পুলিশ নোয়াখালীতে ট্রলারবোঝাই ইউরিয়া সার জব্দ ঘরে ৩ বস্তা টাকা জমানো সেই ভিখারির মৃত্যু ‘রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়’ মায়ের দাফন নিয়ে দুই গ্রুপে সংঘর্ষে নিহত ১

ফ্রান্সকে কাঁদিয়ে ফাইনালে মরক্কো

  • আপলোড সময় : ১৭-১০-২০২৫ ০১:২৫:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৫ ০১:২৫:৫৩ অপরাহ্ন
ফ্রান্সকে কাঁদিয়ে ফাইনালে মরক্কো
অভূতপূর্ব নাটকীয়তায় ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছে মরক্কো। বাংলাদেশ সময় গতকাল বৃহস্পতিবার ভোরে ফ্রান্সকে ৫-৪ ব্যবধানে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালের টিকিট নিশ্চিত করে আফ্রিকান এই দলটি। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে ম্যাচটি ১-১ সমতায় থাকলে টাইব্রেকারে যায় খেলা। সেখানেই নায়ক হয়ে ওঠেন মরক্কোর তৃতীয় গোলরক্ষক আবদেলহাকিম এল মেসবাহি। অতিরিক্ত সময়ের শেষদিকে বদলি হিসেবে নামানো হয় তাকে এবং তার সেভেই নির্ধারিত হয় জয়-পরাজয়। মরক্কোর কোচ মোহাম্মদ ওয়াহবি এক অভিনব কৌশল নিয়েছিলেন। এল মেসবাহির পানির বোতলে ফ্রান্সের পেনাল্টি নেওয়া খেলোয়াড়দের ছবি ও তাদের সম্ভাব্য দিক নির্দেশনা ছাপানো ছিল! সেই পরিকল্পনাই কাজ দেয়। এল মেসবাহি ফ্রান্সের শেষ শটটি রুখে দেন জাইলিয়ান এনগুয়েসানের কাছ থেকে, যা মরক্কোকে ইতিহাস গড়ার আনন্দ দেয়। এর আগে ম্যাচে ৩২তম মিনিটে ফ্রান্সের গোলরক্ষক লিসান্দ্রু ওলমেতার আত্মঘাতী গোলে এগিয়ে যায় মরক্কো। তবে ৫৯ মিনিটে লুকাস মিশেল সমতা ফেরান। এরপর নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়েও আর কোনো গোল হয়নি। মরক্কোর প্রথম গোলরক্ষক ইয়ানিস বেঞ্চাউচ ইনজুরিতে পড়লে ৬৪ মিনিটে ইব্রাহিম গোমিস নামেন, আর অতিরিক্ত সময়ের শেষে জায়গা হয় নায়ক হয়ে ওঠা এল মেসবাহির। মরক্কো এবারের টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। তারা গ্রুপ পর্বে স্পেন ও ব্রাজিলকে হারিয়ে শীর্ষে ছিল, এরপর দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে পরাজিত করে সেমিফাইনালে পৌঁছায়। ২০০৫ সালে চতুর্থ হয়ে থেমে যাওয়া মরক্কো এবার ইতিহাসের সবচেয়ে বড় মঞ্চে। ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে আগামী রোববার।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স