ঢাকা , শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ , ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ভালুকায় পাঁচ বছরের শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মোজাম্মেল বাবু ফারজানা রুপা ও শাকিল আহমেদ নতুন মামলায় গ্রেফতার উগ্র জাতীয়তাবাদ বড় অর্জনের পথে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে-শিক্ষা উপদেষ্টা নাসির-তামিমার মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, ২৮ এপ্রিল আত্মপক্ষ সমর্থন বাংলাদেশ-পাকিস্তান রাজনৈতিক সম্পর্ক উন্নয়নের বৈঠক শোক সংবাদ ছয় দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ ২০ কিশোর বাংলাদেশিকে মিয়ানমার থেকে ফিরিয়ে আনা হয়েছে সাজা শেষেও কারাগারে ১৫৪ বিদেশি বন্দি অবরোধ বৃষ্টি ও যানজটে রাজধানীবাসীর ভোগান্তি কুয়েটের সাবেক ভিসিসহ ১৫ জনের নামে আদালতের নির্দেশে ২ মামলা সেই আলোচিত কর কর্মকর্তাকে পুনর্নিয়োগ ডিএসসিসি’র নতুন দল নিয়ে আগস্ট-সেপ্টেম্বরে সংলাপে বসবে-ইসি বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় শিগগিরিই বাস্তবায়ন হবে -প্রধান বিচারপতি জাতি তাকিয়ে আছে, বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে-ড. ইউনূস সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ না থাকায় অসন্তুষ্ট বিএনপি গাজায় মানবিক সহায়তা প্রবেশে না ইসরায়েলের লালমাইয়ে নিখোঁজ শিশুর মাথার খুলি হাড় উদ্ধার নারী হত্যায় স্বামীসহ ২ জনের মৃত্যুদণ্ড স্বাস্থ্যের সেই গাড়িচালকের ৫, স্ত্রীর ৩ বছর দণ্ড

চা শ্রমিকদের জন্য যা প্রয়োজন সবই করবে সরকার : প্রধানমন্ত্রী

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৪ ০২:৩১:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৪ ০২:৩১:০৬ অপরাহ্ন
চা শ্রমিকদের জন্য যা প্রয়োজন সবই করবে সরকার : প্রধানমন্ত্রী চা শ্রমিকদের জন্য যা প্রয়োজন সবই করবে সরকার : প্রধানমন্ত্রী
চা শ্রমিকরা আর ভাসমান থাকবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাতিনি বলেন, তাদের যা প্রয়োজন সবই করবে সরকারতিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটা আলাদা ফান্ড আছে, যেখান থেকে বিভিন্ন অঞ্চলে যারা অনগ্রসর জনগোষ্ঠী আমরা তাদের জীবনমান উন্নয়নে সহযোগিতা দিয়ে থাকিচা শ্রমিকদের জন্যও আমরা একটি বিশেষ ভাতার ব্যবস্থা করি
গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চা দিবসের আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেনঅনুষ্ঠানে চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৮টি ক্যাটাগরিতে জাতীয় চা পুরস্কার পেয়েছেন ৮টি কোম্পানি ও ব্যক্তি
প্রধানমন্ত্রী বলেন, চা শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাজ করেছিলেনতিনি বলেন, চা অর্থকরি ফসল হচ্ছেদেশের মানুষের আর্থিক সচ্ছলতা এনে দিতে সহায়তা করছেএ নিয়ে গবেষণা অব্যাহত রাখতে হবেগবেষণার ওপর বিশেষ গুরত্ব দিতে হবেচা শ্রমিকরা অনগ্রসরতারা ভাসমান অবস্থায় আছেতাদের আর ভাসমান থাকতে হবে নাপ্রধানমন্ত্রীর কার্যালয়ের আলাদা ফান্ড আছে, সেখান থেকে তাদের জন্য ফান্ড দেয়া হবে
বিভিন্ন ফ্লেভারের চা বাজারজাত করার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, মানুষের রুচি বদলে গেছেবিভিন্ন ধরনের ফ্লেভারের চায়ের চাহিদা বেড়েছেবাজারে হার্বাল টি, মশলা টি, তুলসি পাতার চা, জেসমিন টি, এগুলো চলেশুধু চা পাতা বাল্কে বিক্রি না করে, ভ্যালু অ্যাড করেনতাহলে ভালো দাম পাবেনপাট পাতা থেকেও চা তৈরি হয়এ নিয়ে গবেষণা হচ্ছেখামারিরা বলছেন, এটি নাকি ডায়াবেটিকসের জন্য ভালোমালিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, চা শ্রমিকদের প্রতি যত্নবান হলে তাদের থেকে বেশি কাজ করিয়ে নিতে পারবেনতাদের ছেলেমেয়েদের লেখাপড়া, চিকিৎসাসহ নানান বিষয় দেখবেনচা শ্রমিকদের নাগরিকত্ব দিয়েছেন জাতির পিতাতাদের মাথাগোঁজার ঠাঁই, আপন ভূমি নেইআমরা তাদের সেই মাথাগোঁজার ঠাঁই করে দেবোকেউ ভূমিহীন, গৃহহীন থাকবে নাআমাদের পরিষ্কার কথাতিনি বলেন, মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পেয়েছেগ্রামের চা দোকানে আড্ডা বসেচায়ের কাপে ঝড় তোলেরাজা উজির মারে ওখানেদেশি-বিদেশি নানান খবর রাখে সেখানকার মানুষআর চা পান করেঘণ্টার পর ঘণ্টা আড্ডা দেয়এ কারণে আমাদের চায়ের চাহিদাও বেড়ে গেছেনিজস্ব উৎপাদনে যেন চাহিদা পূরণ করতে পারি, সেদিকে খেয়াল রাখতে হবেঅবশ্য চায়েরও উৎপাদন বেড়েছেউভয়ের সামঞ্জস্য রেখেই আমাদের চলতে হবেশেখ হাসিনা বলেন, চা আমার খুব প্রিয়আমি চা পান করিকারণ জাতির পিতা চা বোর্ডের চেয়ারম্যান ছিলেনআর বিশেষ করে, চা শ্রমিকরা নৌকায় ভোট দেয়অনেকে অনেকভাবে চেষ্টা করেছে কিন্তু তাদের অন্যদিকে নিতে পারেনিতাদের (শ্রমিক) ভালোবাসা, আন্তরিকতা আমাকে মুগ্ধ করেতিনি বলেন, চা দেশের মানুষের আর্থিক সচ্ছলতা এনে দিতে সহায়তা করছেএখন আমাদের চা চাষ বিভিন্ন এলাকায় চলে গেছেযেখানে আমাদের সামান্য চা উৎপাদন হতো, সেখানে চা উৎপাদন এবং গ্রহণও বেড়েছেতিনি আরও বলেন, উত্তরাঞ্চলে চায়ের যে সম্ভাবনা দেখা দিয়েছে, সেটাকে সম্প্রসারণ করা, যত্ন করা, কীভাবে আরও চা উৎপাদন বাড়ানো যায়, সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করাএ ছাড়া চা বোর্ড, ক্ষুদ্র চাষিদের প্রযুক্তি সহায়তা, প্রণোদনা, সবদিক থেকে সরকার সহায়তা দিয়ে যাচ্ছেপঞ্চগড়ের পাশাপাশি লালমনিরহাটেও চা বোর্ডের স্থায়ী অফিস নির্মাণ করা হয়েছে
প্রধানমন্ত্রী বলেন, পঞ্চগড়ে আঙ্গিনায়ও চা হচ্ছে, তারা তরকারিও ফলায়, চায়ের গাছও লাগায়চা আমাদের অর্থকরী ফসল হচ্ছেযেটা দেশের মানুষের আর্থিক সচ্ছলতা এনে দিতে সহায়তা করছেচায়ের চাহিদা বেড়ে যাচ্ছে
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি টিপু মুনশি, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম প্রমুখ
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স