গণমানুষের ৫ দফা বাস্তবায়নের দাবিতে রাজধানীতে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এদিন সকাল থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ ব্যানার-ফেস্টুন হাতে দাঁড়িয়ে এই কর্মসূচিতে অংশ নেন। আজ বুধবার যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত ২০ কিলোমিটার সড়কজুড়ে এই মানববন্ধন করে সংগঠনটি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, ইয়াছিন আরাফাত ও মো. শামছুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুর রব, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দসহ বিভিন্ন সমমনা রাজনৈতিক দলের নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, গণমানুষের ৫ দফা দাবি মেনে না নিলে, অন্তর্বর্তী সরকারের কোন কোন উপদেষ্টা একটি রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে তাদের নাম জনসম্মুখে প্রকাশ করে দেওয়া হবে। তিনি বলেন, হাজার হাজার মানুষ সড়কে নেমে শান্তিপূর্ণভাবে তাদের দাবি জানাচ্ছে। অথচ যদি সরকার এখনও জনগণের ভাষা না বোঝে, তাহলে জনগণ সেই ভাষায়ই নিজেদের দাবি আদায় করবে, যেটা সরকার বুঝতে বাধ্য হবে। তিনি আরও বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা, পিআর পদ্ধতিতে সংসদের উভয় কক্ষের নির্বাচন, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা এই ৫ দফাই আজ গণমানুষের মুক্তির দাবি। তিনি সতর্ক করে বলেন, জামায়াতে ইসলামি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। তবে সরকার যদি রাজপথ উত্তপ্ত করতে চায়, তাহলে আমরাও প্রস্তুত। সরকারকে মনে রাখতে হবে, এই দেশে ২০১৪ ও ২০১৮ সালের মতো আর কোনো নির্বাচন হতে পারবে না। জনগণ এখন সজাগ, সংগঠিত। সাংবাদিকদের একপ্রশ্নের জবাবে তিনি বলেন, গণভোট জাতীয় নির্বাচনের টেস্ট ম্যাচ। নভেম্বরে গণভোট এবং ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন দিতে হবে। যারা গণভোট ও জাতীয় নির্বাচন একদিনে করতে চায়, তাদের উদ্দেশ্য খারাপ তারা চায়, পুরোনো পদ্ধতিতে ভোট চুরি আর কেন্দ্র দখল অব্যাহত থাকুক। তিনি আরও বলেন, যারা জুলাই সনের আইনি ভিত্তি চায় না, তারা যুক্তি দেয় গণভোটে সমস্যা হলে জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে। কিন্তু গণভোটেই তো চিহ্নিত হবে, কারা সমস্যা সৃষ্টি করে। তাই জনগণের আস্থা পুনরুদ্ধারের জন্যও গণভোট আগে হওয়া জরুরি। এ সময় প্রশাসনে দলীয় নিয়োগ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেন ডা. তাহের। তিনি বলেন, আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে জনপ্রশাসন সচিব হিসেবে কোনো দলের অনুগত ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে না। কিন্তু বাস্তবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি একজন দুর্নীতিগ্রস্ত ও দলীয় আনুগত্যে অন্ধ ব্যক্তি। প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, আপনি নোবেল বিজয়ী হিসেবে বিশ্বে সম্মানিত। কিন্তু যারা আপনাকে ব্যবহার করে বিতর্কিত করছে, তাদের থেকে সতর্ক থাকুন। আপনি যদি তাদের সরিয়ে না দেন, আমরা জাতির সামনে তাদের মুখোশ উন্মোচন করব। প্রয়োজনে তাদের নাম-তালিকাও দিতে প্রস্তুত আছি। তিনি আরও বলেন, আপনি যদি জাতিকে শান্তি ও স্থিতি উপহার দিতে চান, তাহলে ৫ দফা দাবি মেনে নিন। এতে শুধু জামায়াতে ইসলামির নয়, গোটা জাতির মঙ্গল হবে। তিনি বলেন, জামায়াতে ইসলামি ব্যক্তি বা পরিবারের রাজনীতি করে না, করে গণমানুষের কল্যাণের রাজনীতি। যারা জনগণের ভোটের আগেই ক্ষমতার স্বপ্ন দেখে, তাদের পতন শুরু হয়ে গেছে। জনগণ এখন আর প্রতারণামূলক রাজনীতি মেনে নেবে না।
সভাপতির বক্তব্যে মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একদিনে করার চেষ্টা সরকার একটি দলের অ্যাজেন্ডা বাস্তবায়নের অংশ। নভেম্বরে গণভোট ও ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন না হলে জনগণ শান্তিপূর্ণভাবে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে পারে। তিনি বলেন, গণমানুষের ৫ দফা দাবি মেনে নিয়ে জাতিকে সংকট থেকে রক্ষা করুন। এতে শুধু জামায়াত নয়, গোটা জাতির আজ মঙ্গল হবে। মানববন্ধনে অংশ নেওয়া নেতারা বলেন, ৫ দফা বাস্তবায়নই গণমানুষের মুক্তির পথ খুলে দেবে। সরকার যদি এই দাবিগুলো উপেক্ষা করে, তাহলে আন্দোলন আরও তীব্র হবে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
২০ কিলোমিটার সড়কজুড়ে মানববন্ধন করেছে জামায়াত
দলীয় এজেন্ডা বাস্তবায়নকারী উপদেষ্টাদের নাম জনসম্মুখে প্রকাশ করা হবে
- আপলোড সময় : ১৫-১০-২০২৫ ০৮:১৪:৩৩ অপরাহ্ন
- আপডেট সময় : ১৫-১০-২০২৫ ০৮:১৪:৩৩ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্টাফ রিপোর্টার