ময়মনসিংহে ১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল
- আপলোড সময় : ১৫-১০-২০২৫ ০২:২৩:৩২ অপরাহ্ন
- আপডেট সময় : ১৫-১০-২০২৫ ০২:২৩:৩২ অপরাহ্ন
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ থেকে প্রকাশিত ১১টি পত্রিকার ডিক্লারেশন বাতিল করেছে জেলা প্রশাসন। পত্রিকাগুলোতে একই ধরনের খবর ও ছবি হুবহু ছাপানোর অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উম্মে হাবিবা মীরা বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা প্রশাসনের জেএম শাখার সহকারী কমিশনার মো. জাকারিয়া হোসেন জানান, গত ১০ ও ১৩ এপ্রিল ময়মনসিংহ থেকে প্রকাশিত ১১টি দৈনিক পত্রিকার দ্বিতীয় ও তৃতীয় পাতায় একই সংবাদ ও ছবি হুবহু প্রকাশ করা হয়। এমনকি উল্লিখিত সংখ্যা অনুমোদিত ছাপাখানা থেকে ছাপানোও হয়নি। বিষয়টি নজরে এলে ১৬ এপ্রিল প্রকাশক ও সম্পাদকদের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। পরে ২১ এপ্রিল তারা ব্যাখ্যা দিয়ে দাবি করেন, এটি বাহ্যিক ছাপাখানার দায়িত্বহীনতা এবং নিজস্ব মুদ্রণযন্ত্র নষ্ট হওয়ায় সৃষ্ট একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি। তবে জেলা প্রশাসন তাদের ব্যাখ্যাকে অগ্রহণযোগ্য বলে ঘোষণা করে। পরে ১৮ মে জেলা প্রশাসক কার্যালয়ের নির্দেশে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সরেজমিন তদন্ত পরিচালনা করেন। তদন্তে প্রমাণিত হয়, পত্রিকাগুলো অনুমোদিত ছাপাখানা থেকে মুদ্রিত হয়নি। এতে ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধন) আইন, ১৯৭৩-এর ৪ ও ৭ ধারার সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ডিক্লারেশন বাতিল হওয়া পত্রিকাগুলো হলো- মো. শামসুল আলম খান সম্পাদিত দৈনিক আজকের ময়মনসিংহ, এফ এম এ ছালাম সম্পাদিত দৈনিক দেশের খবর, এন বি এম ইব্রাহীম খলিল রহিম সম্পাদিত দৈনিক বিশ্বের মুখপত্র, মরহুম আব্দুর রাজ্জাক তালুকদার সম্পাদিত দৈনিক ঈষিকা, নাসির উদ্দিন আহমেদ সম্পাদিত দৈনিক অদম্য বাংলা, আ ন ম ফারুক সম্পাদিত দৈনিক আলোকিত ময়মনসিংহ ও দৈনিক দিগন্ত বাংলা, শেখ মেহেদী হাসান নাদিম প্রকাশিত দৈনিক জাহান, ওমর ফারুক সম্পাদিত দৈনিক কিষানের দেশ, ফরিদা ইয়াসমীন রত্না সম্পাদিত হৃদয়ে বাংলাদেশ এবং বিকাশ রায় সম্পাদিত সাপ্তাহিক পরিধি। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা বলেন, গত ৩০ মার্চ এবং ৭, ৮, ৯, ১০, ১২ ও ১৩ এপ্রিল প্রকাশিত পত্রিকাগুলোর দ্বিতীয় ও তৃতীয় পাতায় একই ধরনের প্রতিবেদন ছাপানোয় তাদের শোকজ করা হয়েছিল। পরে তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় জেলা প্রশাসন এসব পত্রিকার ডিক্লারেশন বাতিলের সিদ্ধান্ত নেয়।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্টাফ রিপোর্টার