ঢাকা , মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ , ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বৈধ পথে বিদেশ গমন ও মানব পাচার রোধে ফরিদপুরে আইএমও'র সংবাদ সম্মেলন জেল-জুলুম সহ্য করা নেতাকর্মীদের মনে রাখবে দল - ফরিদপুরে শামা ওবায়েদ গণভোট ও সনদ আমাদের ঘাড়ে চাপিয়ে দিতে চাচ্ছে -মির্জা ফখরুল নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই-আইন উপদেষ্টা ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর অর্ধেকের বেশি তরুণ শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান মিয়া গোলাম পরওয়ারের প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি ক্লাসের বাইরে ১ কোটি শিক্ষার্থী মাঝারি ক্ষুধার দেশেও খাদ্যের অপচয় মেডিকেল টেকনোলজিস্টদের দশম গ্রেড দেওয়াসহ ১১ দফা দাবি এস আলমসহ ৬৭ জনের বিরুদ্ধে মামলা সেনাবাহিনীর সদস্য সরিয়ে নেওয়ার খবর গুজব, আগের মতোই মাঠে থাকছেন তারা : স্বরাষ্ট্র উপদেষ্টা স্যোশাল মিডিয়া নিয়ন্ত্রণ রাখা বড় চ্যালেঞ্জ দারোয়ান থেকে শত কোটি টাকার মালিক মনিরুজ্জামান ইসলামী ব্যাংক থেকে সাড়ে ১০ হাজার কোটি টাকা আত্মসাৎ, ৬৭ জনের বিরুদ্ধে মামলা সিএমপির দুই থানার ওসি রদবদল ডিএনসিসির প্রকৌশলী গোলাম কিবরিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগে তদন্ত কমিটি গঠন শত কোটি টাকার অবৈধ সম্পদের মালিক ৩৪ টাকায় ধান, ৫০ টাকা কেজি দরে সেদ্ধ চাল কিনবে সরকার পাঁচ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী সেনা কর্মকর্তাদের হয়ে আর লড়ছেন না ব্যারিস্টার সরওয়ার

খিলগাঁওয়ে বাড়ীওয়ালার ছেলে কর্তৃক ভাড়াটিয়া পুলিশ কন্যার ওপর শারীরিক নির্যাতন

  • আপলোড সময় : ১৪-১০-২০২৫ ১২:২৫:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৫ ১২:২৫:৫৮ পূর্বাহ্ন
খিলগাঁওয়ে বাড়ীওয়ালার ছেলে কর্তৃক ভাড়াটিয়া পুলিশ কন্যার ওপর শারীরিক নির্যাতন
রাজধানীর খিলগাঁও থানা এলাকায় বাসার ভাড়াটিয়া ধর্ষণের স্বীকার হয়েছে বাড়ীওয়ার ছেলে কর্তৃক। এ ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ দিয়েও কোন সুফল না পেয়ে আদালতে একটি মামলা করেন। পিটিশন মামলা নং-১১৩/২০২৫।
সূত্র জানায়, শামীমা তানজিল, পিতা-সাবেক পুলিশ কর্মকর্তা মহিউদ্দিন তালুকদার। অনেকদিন ধরে স্বামী নিয়াকত আলীসহ ৬৭/১ পূর্ব গোড়ান নুরবাগ গলি, থানা-খিলগাঁও, ঢাকা। বাড়ির মালিক ইসহাক-এর বাসায় ভাড়া থাকেন। গত ১ জুলাই-২৫ ইং সকাল ১১টায় দিকে বাড়ির মালিক ইসহাক-এর ছেলে হারুন অর রশিদ ও তার বন্ধু চয়ন হঠাৎ করে শামিমা তানজিল-এর নীচতলা বাসায় প্রবেশ করে। দুই বখাটে বাসায় ঢুকে শামিমা তানজিলকে একা পেয়ে জোরপূর্বক তাকে দুজনে ধরে তার ইচ্ছার বিরুদ্ধে মুখ চেপে ধরে জোরপূর্বক খাটে সোয়াইয়া ফেলে। এই সময় দুই বখাটে শামিমার গায়ের সব কাপড় চোপড় টেনে হ্যাচড়ে খুলে তাকে ধর্ষণের চেষ্টা করে। শামিমা কোন উপায় না পেয়ে চিৎকার করতে শুরু করলে হারুন অর রশিদ ও তার বন্ধু চয়ন শামিমাকে মারধর করে রক্তাক্ত অবস্থায় ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে শামিমা খিলগাঁও জোনের ওসিকে বার বার ফোন দিয়েও তার কোন সাড়া পায় নাই। এ ঘটনার পর শামিমার স্বামী লিয়াকত আলী এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিসিৎসা করেন। চিকিৎসা শেষে এই বিষয়টি নিয়ে দুই বখাটের নাম উল্লেখ করে খিলগাঁও থানায় অভিযোগ দিলেও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিযোগটি আমলে না নিয়ে তাদেরকে থানা থেকে বের করে দেন। পরে নির্যাতিত শামিমা আদালতে গিয়ে হারুন অর রশিদ ও চয়নকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-৩ এ একটি পিটিশন মামলা করেন। মামলা নং-১১৩/২০২৫, ধারা নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩)-এর ৯/৪/খ/১০/৩০, দীর্ঘ শুনানীর পর আদালত খিলগাঁও থানাকে উক্ত পিটিশনটি মামলা হিসেবে নথিভুক্ত করার আদেশ দেন। খিলগাঁও থানা গত ৩ আগস্ট ২৫ পিটিশন পেয়ে থানার এজাহার হিসেবে তা নতিভুক্ত করেন। খিলগাঁও থানার মামলা নং-৩, তাং ৩ আগস্ট ২০২৫।
ভুুক্তভোগী শামিমা তানজিন জানান, তার বাবা একজন সাবেক পুলিশ কর্মকর্তা মো. মহিউদ্দিন তালুকদার। তিনি ভাড়া বাসার বাড়ীওয়ালার বখাটে ও মাদকশক্ত ছেলে হারুর অর রশিদ ও তার বন্ধু চয়ন কর্তৃক এতটা নির্যাতনের স্বীকার হওয়ার পর ও খিলগাঁও থানা পুলিশ তাৎক্ষনিকভাবে মামলা গ্রহণ করেন নাই। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে কোন সহযোগিতা করেন নাই। আদালতের আদেশ পাওয়ার পর তিনি মামলা হিসেবে গণ্য করেন। দুই বখাটে হারুন অর রশিদ ও বন্ধু চয়ন এখনও প্রতিনিয়ত তাকে হত্যার হুমকি দিয়ে আসছে। তিনি এখনও ঘর থেকে বের হতে পারেন না। পুলিশ এখনও তাকে গ্রেফতার করছে না। মামলা কাধে নিয়ে দুই বখাটে ও মাদকাশক্ত হারুর অর রশিদ ও বন্ধু চয়ন ঘুরে বেড়াচ্ছে। তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার চান। হারুন অর রশিদ ও চয়নের বিরুদ্ধে এলাকার মাদক বেচা-কেনার ও অনেক অভিযোগ রয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স