ঢাকা , মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ , ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নতুন নীতিমালা বাস্তবায়নে ইন্টারনেটের দাম ২০% বাড়বে : আইএসপিএবি আলোচনার কেন্দ্রে পরবর্তী প্রধানমন্ত্রী মাঠ কর্মকর্তাদের প্রাক প্রস্তুতি সভার নির্দেশ ইসির পোশাক শ্রমিকের মৃত্যুর পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ রাজধানীর হোটেল থেকে উদ্ধার হলো সিলেটের নিখোঁজ ৪ শিশু দেশের বাইরে গেছেন বিএনপি নেতা সালাহউদ্দিন দাবি না মানলে প্রধান উপদেষ্টাকে স্বেচ্ছায় পদত্যাগের আহ্বান আন্দোলনকারীদের রাজধানীতে ঝটিকা মিছিল, আ’লীগের ৬ নেতা-কর্মী গ্রেফতার গাইবান্ধায় বৃদ্ধাকে ধর্ষণ অভিযুক্ত ধর্ষক ঢাকা থেকে গ্রেফতার আখের অভাবে চালু হচ্ছে না পঞ্চগড় চিনিকল ৪ ভাগে বিভক্ত বিএনপি নির্ভার জামায়াত মুন্সীগঞ্জে বিএনপির দুপক্ষের বিরোধে গুলি করে যুবককে হত্যা শ্রীপুরে ট্রেনের নিচে পড়ে একজনের মৃত্যু জামায়াত তুরাগ মধ্য থানার উদ্যোগে নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত মোহাম্মদপুরে সেনা অভিযানে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার, গ্রেফতার ১ পুলিশের নাকের গডায় হত্যা মামলার আসামীরা টাঙ্গাইলে সিএনজি অটোরিকশায় ট্রাকচাপা, নিহত ২ সালমান এফ রহমানসহ ৩৪ জনের বিরুদ্ধে দুদকের পাঁচ মামলা প্রশাসনে পদের চেয়ে অনেক বেশি পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা সংখ্যা টঙ্গী-উত্তরখানে অবৈধ গ্যাসে চলছে কারখানা

ফরিদপুর বিএনপি ৫ ভাগে বিভক্ত: নির্বাচনের ফলাফলে প্রভাবের আশঙ্কা

  • আপলোড সময় : ১৩-১০-২০২৫ ০৬:০১:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৫ ০৬:০১:৪৫ অপরাহ্ন
ফরিদপুর বিএনপি ৫ ভাগে বিভক্ত: নির্বাচনের ফলাফলে প্রভাবের আশঙ্কা
ফরিদপুর প্রতিনিধি দীর্ঘদিন ধরে ফরিদপুর জেলা বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনগুলোর নেতারা অন্তত পাঁচটি ভিন্ন ভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে আছে। বছরের পর বছর ধরে চলতে থাকা এই অভ্যন্তরীণ কোন্দল নিরসনে কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় এটি এখন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফরিদপুরের এই পাঁচটি গ্রুপের মধ্যে তিনটি বা চারটি গ্রুপই তৃণমূল ও রাজপথের সক্রিয় নেতাদের নিয়ে গঠিত। বর্তমানে গ্রুপিংয়ে জড়িত প্রধান নেতারা হলেন: ১. সৈয়দ মোদারেস আলী ইসা: বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক, সাবেক জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি, এবং সাবেক যুবদল ও জেলা বিএনপির সভাপতি। তার বাবা অ্যাডভোকেট সৈয়দ মোসারফ আলী ছিলেন ফরিদপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি। গত ১৫ বছরে বহু মিথ্যা মামলার শিকার এবং বর্তমানেও একাধিক মামলার আসামি ইসা। তিনি ফরিদপুর সদর-৩ আসন থেকে আগামী নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী। ২. আফজাল হোসেন খান পলাশ: ৯০'এর এরশাদ বিরোধী আন্দোলনের রাজপথের সৈনিক, সাবেক ফরিদপুর জেলা ছাত্রদল ও যুবদলের সভাপতি এবং রাজেন্দ্র কলেজের জিএস। তার পক্ষে রয়েছে বিশাল জনসমর্থন। ৩. সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল: এরশাদ বিরোধী আন্দোলনের আরেক রাজপথের সৈনিক, রাজেন্দ্র কলেজের এজিএস এবং ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক। তিনি বর্তমানে ক্ষমতাসীন সরকারের সময়েও প্রায় ২২টি মিথ্যা মামলা নিয়ে রাজনীতির মাঠে সক্রিয়। তার পক্ষেও বিপুল জনসমর্থন বিদ্যমান। ৪. মাহাবুবুল হাসান পিংকু: কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি। জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত এই নেতাও একটি স্বতন্ত্র গ্রুপ নিয়ন্ত্রণ করেন, যার সঙ্গে রয়েছে বহু জনসমর্থক। ৫. চৌধুরী নায়াব ইবনে ইউসুফ: সাবেক একাধিকবারের মন্ত্রী প্রয়াত চৌধুরী কামাল ইবনে ইউসুফের জ্যেষ্ঠ কন্যা এবং কেন্দ্রীয় মহিলা দলের নেত্রী। পিতার রাজনৈতিক উত্তরাধিকার হিসেবে তিনি ফরিদপুরের রাজনীতিতে সক্রিয়। তার পিতার বিশাল ভোটব্যাংকের ওপর নির্ভর করে তিনি মাঠে আছেন। তিনি ফরিদপুর সদর-৩ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী। নায়াবইউসুফ দীর্ঘ দিন ধরে তার নিজের নির্বাচনী এলাকায় গণ সংযোগ সহ সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন । শহিদুল ইসলাম বাবুলের প্রভাব:চৌধুরী নায়াব ইউসুফ কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের ওপর অনেকটা নির্ভরশীল। বিশ্বস্ত সূত্রে জানা যায়, তারেক রহমানের ঘনিষ্ঠজন হওয়ায় শহিদুল ইসলাম বাবুলের একটি শক্তিশালী গ্রুপিং রয়েছে, যার সঙ্গে জেলা বিএনপির অঙ্গ-সংগঠনেরও কিছু কমিটি যুক্ত। তাদের ধারণা, বাবুলের সঙ্গে থাকলে দল থেকে সুযোগ-সুবিধা পাওয়া সহজ হবে। নির্বাচনী চ্যালেঞ্জ: ফরিদপুর সদর-৩ আসন থেকে চৌধুরী নায়াব ইউসুফ এবং ইসা উভয়েই মনোনয়নপ্রত্যাশী। যদিও সাধারণ জনগণের প্রত্যাশা, ফরিদপুরের ১, ৩ ও ৪ আসন পুনরুদ্ধারের জন্য দলের ভেতরের গ্রুপিং বন্ধ করে সকল নেতাকে ঐক্যবদ্ধ মঞ্চে আসা জরুরি। শুধুমাত্র ফরিদপুর ২ আসনটি গ্রুপিংয়ের বাইরে রয়েছে। এদিকে, আফজাল হোসেন খান পলাশ এবং সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল সরাসরি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করলেও তাদের বিশাল জনসমর্থন দলের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ। এই গ্রুপিং চলতে থাকলে দলের শক্তি ক্ষয় হবে এবং আগামী নির্বাচনে কাঙ্ক্ষিত ফল না আসার সম্ভাবনা রয়েছে। ফরিদপুরে বিএনপির গ্রুপিংয়ের প্রভাব আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পড়বে কি না এ ব্যাপারে জেলা বিএনপির সদস্যসচিব কিবরিয়া স্বপন জানান , দলীয় গ্রুপিংয়ে বিএনপির জন্য আসন্ন নির্বাচনে কোন প্রভাব পড়বে না । কারন সবাই ধানের শীষের জনগন ও সকলেই এক মঞ্চে আছি ।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য