ঢাকা , রবিবার, ১২ অক্টোবর ২০২৫ , ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
শেখ হাসিনার মামলায় যুক্তিতর্ক শুরু আজ, হবে সরাসরি সম্প্রচার ত্রাণ বিতরণ সিম্বলিক মূল উদ্দেশ্য ছিল অবরোধ ভাঙা- শহিদুল আলম সুপ্রিম কোর্ট এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা ডিএমপির ক্ষমতার পালাবদল যেন ‘দুর্নীতির পালাবদল’ না হয়-বদিউল আলম ইতালি সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আর্জেন্টিনা দলের ভারত সফর নিয়ে তৈরি হয়েছে শঙ্কা বিশ্বকাপের স্বপ্ন টিকিয়ে রাখলো ইতালি শীর্ষস্থান মজবুত করল স্পেন রোনালদোর পেনাল্টি মিস, শেষ মুহূর্তের গোলে জয় পেলো পর্তুগাল এবার আইপিএল থেকেও সরে যাচ্ছেন কোহলি সেঞ্চুরিতে কোহলিকে স্পর্শ করলেন গিল চার ফিফটিতে স্বস্তিতে দিন শেষ করলো পাকিস্তান নির্বাচনের বড় চ্যালেঞ্জ নিরাপত্তা : সিইসি বিশ্বকাপ খেলতে এবার সমীকরণের মুখোমুখি বাংলাদেশ পরিচ্ছন্নতায় সমন্বিতভাবে কাজ করবে ডিএসসিসি ভজঘট পরিস্থিতি তৈরি হচ্ছে অর্থনীতিতে জাপার সমাবেশ ধাওয়া-পাল্টা ধাওয়া টিয়ারশেল নিক্ষেপ নির্বাচনের রাস্তায় উঠে গেছে গাড়ি শেষ পর্যন্ত চালিয়ে নিতে হবে-ফখরুল বিএমইউতে অনিয়ম সমালোচনার ঝড় মিত্রদের যেসব আসন ছাড়তে পারে বিএনপি
রাজউক কর্মচারী বহুমুখী সমবায় সমিতি লিঃ এর নির্বাচনকে কেন্দ্র করে

আওয়ামী লীগ ও বিএনপির সাথে সংঘর্ষে আহত ৫

  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ০৬:৫৫:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ০৬:৫৫:০৯ অপরাহ্ন
আওয়ামী লীগ ও বিএনপির সাথে সংঘর্ষে আহত ৫
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্মচারী বহুমুখী সমবায় সমিতি লিঃ আসন্ন ২০২৬-২০২৭ সালের নির্বাচনকে কেন্দ্র করে গত ৮ অক্টোবর শতাধিক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের নিয়ে ফর্ম সংগ্রহ করার চেষ্টা করেন। এ সময় রাজউকের কর্মকর্তা-কর্মচারীরা ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের দেখে প্রতিরোধ গড়ে তুলে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সভাপতি প্রার্থী জুনায়েদ ইবনে শরিফকে রাজউক ভবন থেকে সরিয়ে নেয়া হয়।
সূত্র জানায়, রাজউক কর্মচারী বহুমুখী সমবায় সমিতি লিঃ ২০২৬-২০২৭ সালের নির্বাচনকে বানচাল করার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাত ভাই শেখ শাহিনের ঘনিষ্ঠ সহযোগী, রাজউকের নানা অপকর্মের হোতা জুনায়েদ ইবনে শরিফের নেতৃত্বে শতাধিক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের নিয়ে সভাপতি প্রার্থী হিসেবে ফর্ম সংগ্রহ করতে আসেন জুনায়েদ ইবনে শরিফ। জুনায়েদ ইবনে শরিফের পালিত সন্ত্রাসীরা রাজউক-এর কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা চালায়। এতে কয়েকজন নীরিহ কর্মচারীরা আহত হন। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থান থেকে পালিয়ে যায়। এ ঘটনায় বেল্লাল হোসেন চৌধুরী বাদী হতে মতিঝিল থানায় জুনায়েদ ইবনে শরিফ ও তার বাহিনীর বিরুদ্ধে গত ৯ অক্টোবর নিজের জীবনের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি করেন।
জিডি সূত্রে জানা যায়, রাজউকের সহকারী জিআইএস এনালিস্ট জুনায়েদ ইবনে শরফি রাজউক বহুমুখী সমবায় সমিতি লিঃ ২০২৬- ২০২৭ এর নির্বাচনের সভাপতি পদে ফর্ম  সংগ্রহ করতে গত ৮ অক্টোবর বিকেল ৪টার দিকে শতাধিক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের নিয়ে অস্ত্রশস্ত্রসহ রাউজক ভবনে প্রবেশ করে কর্মকর্তা-কর্মচারীদের সাথে অসৌজন্য মূলক আচরণ শুরু করেন। এতে প্রতিবাদ করে রাজউকের সাধারণ কমর্মকর্তা-কর্মচারীরা। পরে জুনায়েদ ইবনে শরিফের সহযোগীরা কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা করেন। এতে কয়েকজন কর্মচারী আহত হন। সন্ত্রাসীরা কর্মকর্তা-কর্মচারীদের নানাভাবে হুমকি প্রদান করে। পরে পুলিশের উপস্থিতিতে সভাপতি প্রার্থী জুনায়েদ ইবনে শরিফ-এর পালিত সন্ত্রাসীরা পালিয়ে যায় এবং জুনায়েদ ইবনে শরিফকে উদ্ধার করে নিরাপদে নিয়ে যায়। এ ঘটনার পর রাজউক ভবন এলাকায় থমথম বিরাজ করছে। রাজউক কর্মচারীরা জানান, জুবায়ের ইবনে  শরিফ তার বহিরাগত ছাত্রলী ও যুবলীগ নেতাদেরকে নিয়ে বড় ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারে।
রাজউক সূত্রে জানা যায়, জুনায়েদ ইবনে শরিফ সহকারী জিআইএস এনালিষ্ট পদে থাকাকালীন সময়ে কোটি কোটি টাকা অবৈধভাবে হাতিয়ে নিয়েছেন। রাজউকের ডেপ প্রকল্পের নকশা জালিয়াতি করে এই অবৈধ সম্পদ অর্জন করেছেন। জুনায়েদ ইবনে শরিফ পূর্বাচলে তার স্ত্রীর নামে তিন কাঠা, পাঁচ কাঠা ও দশ কাঠার কয়েকটি প্লট হাতিয়ে নিয়েছেন। গোপালগঞ্জে বিয়ে করে শেখ হাসিনার চাচাতো ভাই শেখ শাহিনের আস্তাভাজন হয়ে উঠেন। ফ্যাসিস্ট সরকারের আমলে ডেপ রাজউকের নকশা জালিয়াতি এবং ইন্টারনেট থেকে ৩৫ হাজার ফাইল গায়েব করার মূল হোতা ছিলেন এই জুনায়েদ ইবনে শরিফ। তার নিজ বাড়ি সিরাজগঞ্জ এলাকায়, সেখানে তিনি অবৈধভাবে কয়েক কোটি টাকার সম্পদ বানিয়েছেন। ধানমন্ডি ও মিরপুর এলাকায় ১০ তলা বাড়ির সন্ধান পাওয়া গেছে। নামে-বেনামে আরো রয়েছে অর্ধশত কোটি টাকার সম্পদ।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স