ঢাকা , রবিবার, ১২ অক্টোবর ২০২৫ , ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
শেখ হাসিনার মামলায় যুক্তিতর্ক শুরু আজ, হবে সরাসরি সম্প্রচার ত্রাণ বিতরণ সিম্বলিক মূল উদ্দেশ্য ছিল অবরোধ ভাঙা- শহিদুল আলম সুপ্রিম কোর্ট এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা ডিএমপির ক্ষমতার পালাবদল যেন ‘দুর্নীতির পালাবদল’ না হয়-বদিউল আলম ইতালি সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আর্জেন্টিনা দলের ভারত সফর নিয়ে তৈরি হয়েছে শঙ্কা বিশ্বকাপের স্বপ্ন টিকিয়ে রাখলো ইতালি শীর্ষস্থান মজবুত করল স্পেন রোনালদোর পেনাল্টি মিস, শেষ মুহূর্তের গোলে জয় পেলো পর্তুগাল এবার আইপিএল থেকেও সরে যাচ্ছেন কোহলি সেঞ্চুরিতে কোহলিকে স্পর্শ করলেন গিল চার ফিফটিতে স্বস্তিতে দিন শেষ করলো পাকিস্তান নির্বাচনের বড় চ্যালেঞ্জ নিরাপত্তা : সিইসি বিশ্বকাপ খেলতে এবার সমীকরণের মুখোমুখি বাংলাদেশ পরিচ্ছন্নতায় সমন্বিতভাবে কাজ করবে ডিএসসিসি ভজঘট পরিস্থিতি তৈরি হচ্ছে অর্থনীতিতে জাপার সমাবেশ ধাওয়া-পাল্টা ধাওয়া টিয়ারশেল নিক্ষেপ নির্বাচনের রাস্তায় উঠে গেছে গাড়ি শেষ পর্যন্ত চালিয়ে নিতে হবে-ফখরুল বিএমইউতে অনিয়ম সমালোচনার ঝড় মিত্রদের যেসব আসন ছাড়তে পারে বিএনপি

‘সেফ এক্সিট’ নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা হয়নি : দুদু

  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ০৬:৪৫:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ০৬:৪৫:০২ অপরাহ্ন
‘সেফ এক্সিট’ নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা হয়নি : দুদু
তথাকথিত ‘সেফ এক্সিট’ নিয়ে বিএনপির সঙ্গে কোনো পক্ষেরই কোনো আলোচনা হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী এ সরকারকে সবাই সাপোর্ট করে। পরবর্তী সরকার যারা আসবে তারা এ সরকারকে সংসদের মাধ্যমে বৈধতা দেবে বলে আমাদের বিশ্বাস। গতকাল শনিবার রাজধানীর আগারগাঁওয়ে ময়মনসিংহ জেলা তাঁতী দলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও দোয়া মাহফিলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদু বলেন, ‘সেফ এক্সিট’ এর বিষয়ে বিএনপির সঙ্গে কেউ কোনো আলোচনা করেনি।  বর্তমান সরকারের যারা আছেন তাদের বিষয়ে পরবর্তী সরকার স্বাভাবিকভাবেই একটু ভাববেন।  আইনগত বৈধতা দিতে হলে পার্লামেন্টে আইনগত বৈধতা দেবে।  এরই মধ্যে ঐকমত্য কমিশনে আলোচনা হয়েছে আগামী ১৫ তারিখে জুলাই সনদে স্বাক্ষর হবে। এ স্বাক্ষরের মধ্য দিয়ে সবাই একটি জায়গায় ঐক্যবদ্ধ হবে। তিনি আরও জানান, ঐকমত্য কমিশনে এরই মধ্যে আলোচনা হয়েছে আগামী ১৫ অক্টোবর জুলাই সনদে স্বাক্ষর হবে।  এর মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো একটি জায়গায় ঐক্যবদ্ধ হবে। গণতান্ত্রিক আন্দোলনের প্রসঙ্গে দুদু বলেন, আমাদের নেতা তারেক রহমান ১৬-১৭ বছর ধরে গণতন্ত্র প্রতিষ্ঠা ও শেখ হাসিনার পতনের লক্ষ্যে জাতিকে ঐক্যবদ্ধ করতে কাজ করে যাচ্ছেন।  আমরা তাকে শ্রদ্ধা জানাই এবং গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তিনি বলেন, এখনো গণতান্ত্রিক আন্দোলন শেষ হয়নি।  সাধারণ নির্বাচনের মাধ্যমে একটি গণমুখী সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। ষড়যন্ত্রকারীরা দেশে-বিদেশে এখনো সক্রিয়, তাই জনগণের ঐক্যই আজ সবচেয়ে বড় শক্তি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স