
বিশ্ব শিশু দিবসে কন্যা শিশুদের পুরস্কার দিল আমরা কুড়ি
- আপলোড সময় : ১২-১০-২০২৫ ০৩:৫২:২৯ অপরাহ্ন
- আপডেট সময় : ১২-১০-২০২৫ ০৩:৫২:২৯ অপরাহ্ন


বিশ্ব শিশু দিবস ও আন্তর্জাতিক কন্যা শিশু দিবসে শিশুদের পুরস্কার দিয়েছে জাতীয় শিশু-কিশোর সংগঠন আমরা কুড়ি।
শনিবার (১১ অক্টোবর) জাতীয় চিত্রশালা মিলনায়তন, শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে তাদের সম্মানীত করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
সংগঠনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ এস কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির
সাবেক সভাপতি খ্যাতিমান সাহিত্যিক রেজাবুদৌল্লা চৌধুরী,
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ( বিএফইউ) সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ,
ডা. শাহিন রেজা চৌধুরী, স্বপন সাহা প্রমূখ।
এ সময় সভায় বক্তারা বলেন, কন্যা শিশুর অধিকার প্রতিষ্ঠা, সুরক্ষা, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। শিশুদের মধ্য থেকে প্রতিভা খুঁজে বের করে তাদের বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে নির্বাচিত শিশু-কিশোরদের পুরস্কার প্রদান এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। এছাড়া উপস্থিত অতিথিদের সম্মানে স্মারক তুলে দেওয়া হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ