ঢাকা , রবিবার, ১২ অক্টোবর ২০২৫ , ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
স্কুল ফিডিং প্রোগ্রামে ডিম যুক্ত করতে হবেÑপ্রাণিসম্পদ উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ভয়ংকর পরিস্থিতি তৈরি হতে পারেÑ দুদু নিহত সাংবাদিকের পরিবারের পাশে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সচেতনতার অভাবে বাড়ছে ডেঙ্গু মৃত্যুঝুঁকি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৩০৮ বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়নের দাবি সরকারি কর্মচারীদের ৪৯তম বিসিএসের ফল ৭-১০ দিনের মধ্যে, ভাইভা ২৬ অক্টোবর থেকে বাহাত্তরের চেতনার বিরুদ্ধে গেলেই রাজাকার ট্যাগ দেওয়া হতো : মামুনুল পিআর পদ্ধতিতেই নির্বাচন দিতে হবে -চরমোনাই পীর সঠিক স্থান নির্ধারণ না হওয়া আশ্রয় কেন্দ্রগুলোর নির্মাণ কাজ বন্ধ হবে-ত্রাণ উপদেষ্টা নির্বাচন বানচালে গুজব, সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কানিমূলক প্রচারণা রিজার্ভ ৩২ বিলিয়ন ডলারের কাছাকাছি লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরও ৩০৯ বাংলাদেশি জুলাই সনদকে ইতিবাচকভাবে দেখছে বিএনপি-রিজভী ব্যাটারিচালিত রিকশা চার্জে প্রতিদিন খরচ হচ্ছে বিপুল পরিমাণ বিদ্যুৎ ছুটির দিনে বৃষ্টি-যানজটে দুর্ভোগ বাজারে শীতকালীন সবজি, দাম চড়া সব ধর্ম অবমাননায় সমান আইন ও শাস্তির দাবি হিন্দু যুব মহাজোটের আতঙ্কে গুঁইমারার পাহাড়িরা চাকা ফুটো করায় ট্রাফিক পুলিশের মাথা ফাটালেন রিকশাচালক

সচেতনতার অভাবে বাড়ছে ডেঙ্গু মৃত্যুঝুঁকি

  • আপলোড সময় : ১১-১০-২০২৫ ০৬:৫৪:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৫ ০৬:৫৪:৪১ অপরাহ্ন
সচেতনতার অভাবে বাড়ছে ডেঙ্গু মৃত্যুঝুঁকি
ডেঙ্গুতে বিশ্বে আক্রান্তের হারে সপ্তম অবস্থানে থেকেও মৃত্যুহার সর্বোচ্চ বাংলাদেশে। ডেঙ্গু নিয়ে অবহেলার কারণে মৃত্যু হার বেশি বলে মনে করছে স্বাস্থ্য অধিদফতর। মৃত্যু এড়াতে জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষার পরামর্শ অধিদফতর মহাপরিচালকের। তবে বিশেষজ্ঞরা বলছেন, পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা, শহরকেন্দ্রিক হওয়ার কারণেই প্রতি বছর এমন পরিস্থিতির শিকার হচ্ছেন ভুক্তভোগীরা।
জানা গেছে, অক্টোবর মাস শুরু না হতেই ডেঙ্গুতে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ৫ অক্টোবর ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু হয়। এটা চলতি মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ। আর প্রতিদিনই গড়ে ২ থেকে ৩ জনের প্রাণহানি ঘটছেই। স্বাস্থ্য অধিদফতরের পর্যালোচনায় উঠে এসেছে ৯ জনের ৭জনই হাসপাতালে ভর্তির দিনই মারা গেছেন। চলতি বছর ৫ অক্টোবর পর্যন্ত ভর্তি প্রায় আড়াই হাজার ডেঙ্গু রোগীর সেবা দিয়েছে ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতাল। অথচ এখানে মারা গেছেন মাত্র ৬ জন। এদের বেশিরভাগকেই খুব খারাপ অবস্থায় পাওয়া গেছে বলে দাবি হাসপাতালটির পরিচালকের। ডিএনসিসি ডেডিকেটেড কোভিড ১৯ হাসপাতালের পরিচালক কর্নেল ডা. তানভীর আহমেদ বলেন, আমাদের এখানে যারা মারা গিয়েছে তারা আসার ১ থেকে দুই ঘণ্টার মধ্যেই মারা গিয়েছে। গতকাল শুক্রবার পর্যন্ত আক্রান্ত ৫২ হাজার আক্রান্তের বিপরীতে প্রাণ ঝরেছে ২২০ জনের। সবচেয়ে হতাশার খবর হলো আক্রান্তের দিক থেকে সপ্তম হলেও বিশ্বে ডেঙ্গুতে মৃত্যুহার সর্বোচ্চ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত তথ্য বিশ্বের ১৭৫টি দেশের ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায়, বাংলাদেশে ডেঙ্গুতে মৃত্যুহার ০.৫২ শতাংশ। আক্রান্ত ও মৃত্যু সংখ্যার শীর্ষে ব্রাজিল থাকলেও মৃত্যুহার ০.১২ শতাংশ। দ্বিতীয় অবস্থানে থাকা ইন্দোনেশিয়ার মৃত্যু হার ০.৪১ শতাংশ। এরপরেই আক্রান্তের দিক থেকে সপ্তম অবস্থানে থাকার পরও মৃত্যু হারে শীর্ষে বাংলাদেশ। মৃত্যুর অন্যতম প্রধান কারণ হিসেবে জনগণের অবহেলাকে সামনে আনছে স্বাস্থ্য অধিদফতর।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেন,স্বাস্থ্য বিভাগের দায় তখনই আসবে যখন রোগী হাসপাতালে আসে। আর দেরি করে আসলে এইটাতো উদাসীনতা বলবো না এটাকে অবহেলা বলা যেতে পারে। যদিও চলতি বছর অন্যান্য বছরের মত নিয়মিত জরিপ চালাতে পারেনি স্বাস্থ্য বিভাগ। বিশেষজ্ঞরা বলছেন, বিগত দিনের মতই ডেঙ্গুর পরিস্থিতি ক্রমাগত অবনতির দিকে। ডেঙ্গু পরীক্ষার সুযোগ ও চিকিৎসা সেবা বড় শহর কেন্দ্রিক হওয়ায় মৃত্যু হার কমছে না বলে মনে করেন এই বিশেষজ্ঞ।
এ বিষয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. মুশতাক হোসেন বলেন, চিকিৎসা ব্যবস্থা বিকেন্দ্রীকরণ করতে হবে বিশেষ করে শহর এলাকায়। শহর এলাকায় সবাই ছুটে আসে। এখানে যদি প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা, মাধ্যমিক স্বাস্থ্য ব্যবস্থা ও বড় হাসপাতাল করে সাজাতে পারি তাহলে এই মৃত্যু হার কমে আসবে। তবে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলছেন, এখন জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষা করাতে হবে। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শারীরিক অবস্থার অবনতি হবার পর তড়িঘড়ি করে হাসপাতালে ছুটতে যেয়েই এত প্রাণহানি ঘটছে বলে মনে করছে স্বাস্থ্য অধিদফতর।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ