ঢাকা , মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ , ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বৈধ পথে বিদেশ গমন ও মানব পাচার রোধে ফরিদপুরে আইএমও'র সংবাদ সম্মেলন জেল-জুলুম সহ্য করা নেতাকর্মীদের মনে রাখবে দল - ফরিদপুরে শামা ওবায়েদ গণভোট ও সনদ আমাদের ঘাড়ে চাপিয়ে দিতে চাচ্ছে -মির্জা ফখরুল নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই-আইন উপদেষ্টা ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর অর্ধেকের বেশি তরুণ শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান মিয়া গোলাম পরওয়ারের প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি ক্লাসের বাইরে ১ কোটি শিক্ষার্থী মাঝারি ক্ষুধার দেশেও খাদ্যের অপচয় মেডিকেল টেকনোলজিস্টদের দশম গ্রেড দেওয়াসহ ১১ দফা দাবি এস আলমসহ ৬৭ জনের বিরুদ্ধে মামলা সেনাবাহিনীর সদস্য সরিয়ে নেওয়ার খবর গুজব, আগের মতোই মাঠে থাকছেন তারা : স্বরাষ্ট্র উপদেষ্টা স্যোশাল মিডিয়া নিয়ন্ত্রণ রাখা বড় চ্যালেঞ্জ দারোয়ান থেকে শত কোটি টাকার মালিক মনিরুজ্জামান ইসলামী ব্যাংক থেকে সাড়ে ১০ হাজার কোটি টাকা আত্মসাৎ, ৬৭ জনের বিরুদ্ধে মামলা সিএমপির দুই থানার ওসি রদবদল ডিএনসিসির প্রকৌশলী গোলাম কিবরিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগে তদন্ত কমিটি গঠন শত কোটি টাকার অবৈধ সম্পদের মালিক ৩৪ টাকায় ধান, ৫০ টাকা কেজি দরে সেদ্ধ চাল কিনবে সরকার পাঁচ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী সেনা কর্মকর্তাদের হয়ে আর লড়ছেন না ব্যারিস্টার সরওয়ার

পোরশায় সাংবাদিক এস এম হায়াত উদ্দিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

  • আপলোড সময় : ১১-১০-২০২৫ ১২:২৯:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৫ ১২:২৯:৪১ পূর্বাহ্ন
পোরশায় সাংবাদিক এস এম হায়াত উদ্দিন হত্যার প্রতিবাদে মানববন্ধন
পোরশা উপজেলা প্রতিনিধি, এম এ মান্নান
বাগেরহাটে নির্মমভাবে নিহত সাংবাদিক এস. এম. হায়াত উদ্দিনের হত্যার প্রতিবাদ ও দ্রুত বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন পোরশার গণমাধ্যম কর্মীরা । শুক্রবার সকাল ১০.৩০টায় সারাইগাছি জিরো পয়েন্টে‘ভোরের চেতনার প্রতিনিধি এম এ মান্নান এ কর্মসূচির আয়োজন করে। এ মানববন্ধনে পোরসা উপজেলার বিভিন্ন  সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
গত ৩ অক্টোবর সন্ধ্যায় বাগেরহাটের হারিখালি এলাকায় সাংবাদিক এস এম হায়াত উদ্দিন কে কুপিয়ে ও হাতুড়ি পিটা করে হত্যা করে সন্ত্রাসীরা। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। হায়াত উদ্দিন ভোরের চেতনার স্টাফ রিপোর্টার ছিলেন ।তার বাড়ি শহরের হারিখালি এলাকায় ।পিতার নাম মৃত নিজামুদ্দিন। তার স্ত্রী ও দুটি শিশুকন্যা রয়েছে ।
প্রত্যক্ষদর্শীরা জানায় একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় ৪-৫ জন সন্ত্রাসী অতর্কিতভাবে কুপিয়ে হামলা করে পালিয়ে যায়। হায়াত উদ্দিন বিভিন্ন সময় মাদক ব্যবসা ,দুর্নীতি ,ঘুষ সম্পর্কে নিউজ করেছিলেন এবং হামলা ও করা হয়েছিল ।এরই সূত্র ধরে এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে।


প্রতিবাদসভায় বক্তারা হায়াত হত্যাকাণ্ডে জড়িত সকল খুনিদের অবিলম্বে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, “প্রকাশ্যে একজন সংবাদকর্মীকে কুপিয়ে হত্যা করার পরও এখন পর্যন্ত পুলিশ মাত্র দুইজনকে গ্রেপ্তার করতে পেরেছে। আমরা ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিচ্ছি বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে।
এতে বক্তব্য দেন পোরশা মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ আমির উদ্দিন বাবু ,দৈনিক কালবেলা প্রতিনিধি। আরো বক্তব্য দেন উপজেলা মডেলপেশ ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, দৈনিক আলোকিত সকাল প্রতিনিধি। এছাড়াও উপস্থিত ছিলেন যায়যায় দিনের প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন, ঢাকা পোস্ট এর প্রতিনিধি আরিফুল ইসলাম, আলোকিত নিউজ এর প্রতিনিধি ইউসুফ আলী, দৈনিক করতোয়া প্রতিনিধি ডিএম রাশেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পোরশা থানা  ড়ি এস বি উপস্থিত ছিদেন। 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য