বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে ৪০৯ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ ১৯ হাজার ১০ টাকা এবং তিনটি মোবাইল ফোনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার রাত ১২টা ৫ মিনিটের দিকে বিজয়নগর থানার এসআই (নি.) মো. মোজাম্মেল হক, সঙ্গীয় ফোর্স ও সেনাবাহিনীর একটি টিমসহ ২নং চান্দুরা ইউনিয়নের জালালপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় স্থানীয় আক্তার হোসেনের দোচালা টিনের ঘরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- আক্তার হোসেন (২৮), কামাল হোসেন (২৪), পিতা-ফজলুর রহমান, মাতা-হেলেনা বেগম এবং মাসুক মিয়া (৪০), পিতা-মৃত শহিদ মিয়া, মাতা-মমতাজ বেগম, সকলেই জালালপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকা মূলে ইয়াবা, নগদ টাকা ও মোবাইল সেট জব্দ করা হয়। এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৩৮/৪১ ধারায় একটি মামলা (এফআইআর নং-১১, তারিখ-০৯.১০.২০২৫) দায়ের করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
