ঢাকা , শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ , ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
আমরা দাসত্বের মধ্যে থাকতে চাই না -প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতরা যে কারও বাসায় যেতে পারেন-পররাষ্ট্র উপদেষ্টা সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা ক্লাব সংগঠনের ফের মাঠে নামছে এনসিপি আরও কঠিন হচ্ছে আ’লীগের ফেরার পথ বিএনপি চায় সংসদে জামায়াত গণভোটে আমতলীত ও তালতলীতে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, জেলেদের জন্য বিকল্প ব্যবস্থা অব্যাহত থাকবে হাসপাতাল মর্গে বেওয়ারিশ লাশের স্তূপ যানজটে আটকা সড়ক উপদেষ্টা, ১২ কর্মকর্তাকে ব্রাহ্মণবাড়িয়ায় অফিস করার নির্দেশ রসায়নে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী গণভোটে নোট অব ডিসেন্ট গুরুত্ব দিয়ে বিবেচনার আহ্বান আলী রীয়াজের দৈনিক জনতার প্রকাশক ছৈয়দ এম আন্ওয়ার হোসেনের তৃতীয় মৃত্যুবাষির্কী আজ আজ হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ফিফার কমিটিতে বাফুফের সভাপতি তাবিথ আউয়াল আমি আশাবাদী, আমরা ভালো করতে পারব : শমিত সিরিয়ার বিপক্ষে দারুণ জয় পেলো মেয়েরা ভারতের আম্পায়ারই কাল হলো বাংলাদেশের? ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও জিততে পারলোনা বাঘিনীরা বাংলাদেশ সফরের জন্য টেস্ট দল ঘোষণা দিলো আয়ারল্যান্ড প্রথমবারের মতো মাদ্রাসা ক্রিকেট চালু করতে যাচ্ছে বিসিবি
ঢামেক মর্গে ২০ আর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে ৫ বেওয়ারিশ লাশ

হাসপাতাল মর্গে বেওয়ারিশ লাশের স্তূপ

  • আপলোড সময় : ০৯-১০-২০২৫ ০১:১৯:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৫ ০১:১৯:৩৯ অপরাহ্ন
হাসপাতাল মর্গে বেওয়ারিশ লাশের স্তূপ
* ঢাকার দুই সিটি কর্পোরেশনের অসহযোগিতা * বেওয়ারিশ লাশ দাফন নিয়ে বাড়ছে জটিলতা * লাশের শরীরে ধরেছে পচন, কারো হাত-পা শক্ত হয়ে গেছে স্টাফ রিপোর্টার ঢাকার দুই সিটি কর্পোরেশনের অসহযোগিতার কারণে বেওয়ারিশ লাশ দাফনে জটিলতা দেখা দিয়েছে। ফলে হাসপাতাল মর্গে বেওয়ারিশ লাশের স্তূপ জমছে। বর্তমানে মর্গে সারি সারি অচেনা ব্যক্তির লাশ। ওসব লাশের কারো শরীরে ধরেছে পচন, কারো হাত-পা শক্ত হয়ে গেছে। দিনের পর দিন, মাসের পর মাস কেটে গেলেও কেউ লাশ শনাক্ত করতে আসেনি। মর্গে ঠাঁই পাওয়া ওসব লাশ নাম-পরিচয় না মেলায় এখন বেওয়ারিশ। কিন্তু ঢাকার দুই সিটি করপোরেশনের অসহযোগিতার কারণে ওসব বেওয়ারিশ লাশের কবরের জায়গাও মিলছে না। আঞ্জুমান মুফিদুল ইসলাম এবং হাসপাতাল সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্র মতে, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে ২০টি আর স্যার সলিমুল্লাাহ মেডিকেল কলেজ মর্গে পাঁচটি বেওয়ারিশ লাশ রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ ডিএসসিসির আওতাধীন হওয়ায় মর্গে থাকা ২০ লাশ রায়েরবাজারে ডিএনসিসির কবরস্থানে নেয়া যাচ্ছে না। কিন্তু বেওয়ারিশ লাশ দাফনে ঢাকার দুই সিটি করপোরেশনের নিয়মের কারণে বাড়তেই থাকবে মর্গে বেওয়ারিশ লাশের সংখ্যা। তখন লাশ রাখার জায়গা সংকটের আশঙ্কা বাড়ছে। সূত্র জানায়, আঞ্জুমান মুফিদুল ইসলাম রাজধানীতে বেওয়ারিশ লাশ দাফন করে। আর সিটি করপোরেশন লাশ দাফনের খরচ দেয়। ওই ধরনের লাশ দাফনের বিষয়ে নিয়ম বেঁধে দিয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) বলছে, তিন ভাগের এক ভাগের বেশি বেওয়ারিশ লাশ জুরাইন কবরস্থানে দাফন করতে দেয়া হবে না। আর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বলছে, ডিএনসিসি এলাকার বাইরের কোনো বেওয়ারিশ লাশ রায়েরবাজার কবরস্থানে দাফন করা যাবে না। দুই সিটি কর্পোরেশনের এমন নিয়মে আঞ্জুমান মুফিদুল ইসলাম পড়েছে বিপাকে। অথচ আঞ্জুমান মুফিজুল ইসলাম ঢামেক, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, মিটফোর্ড মর্গসহ ডিএমপির বিভিন্ন থানা থেকে বেওয়ারিশ লাশ নিয়ে জুরাইন এবং রায়েরবাজার কবরস্থানে দাফন করে। প্রতি মাসে ৫০ থেকে ৬০টি বেওয়ারিশ লাশ দাফন করা হয়। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে ৩৬৪টি বেওয়ারিশ লাশ দাফন করা হয়েছে। যা গড়ে প্রতি মাসে ৫২টি। মোট লাশের মধ্যে রায়েরবাজার কবরস্থানে ৩৪০টি লাশ দাফন হয়েছে আর ১৯টি জুরাইনে দাফন করা হয়েছে। তাছাড়া পাঁচটি পোস্তগোলা শ্মশানঘাটে সৎকার করা হয়েছে। কিন্তু গত ডিসেম্বর ডিএসসিসির প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, ২০১৭ সালের ২ নভেম্বর জুরাইন কবরস্থানে বেওয়ারিশ লাশের সংখ্যার তিন ভাগের এক ভাগ দাফন করার সিদ্ধান্ত হয়েছে। কিন্তু কবরস্থানের সংস্কার কাজ শেষ না হওয়ায় গত ১৬ জুলাই পর্যন্ত জুরাইনে বেওয়ারিশ লাশ দাফন করা যায়নি। ১৭ জুলাই থেকে আঞ্জুমান মুফিদুল ইসলাম জুরাইনে ফের লাশ দাফন করছে। আগস্টে তিন ভাগের এক ভাগ বেওয়ারিশ লাশ জুরাইন কবরস্থানে দাফন করার কারণে ১৭ আগস্ট থেকে সেখানে বেওয়ারিশ লাশ নিয়ে যেতে আঞ্জুমান মুফিদুলকে নিষেধ করা হয়েছে। এদিকে বিষয়ে আঞ্জুমান মুফিদুল ইসলামের দাফন সেবা কর্মকর্তা কামরুল আহমেদ জানান, ঢাকার দুই সিটি করপোরেশন আলাদা চিঠি দিয়ে নিয়মের কথা জানিয়েছে। সিটি করপোরেশনের এ ধরনের অসহযোগিতার জন্য বেওয়ারিশ লাশ দাফনে জটিলতা তৈরি হয়েছে। ১৭ আগস্ট জুরাইন কবরস্থানের মোহরার ফোন করে জানায় ওই মাসের তিন ভাগের এক ভাগ বেওয়ারিশ লাশ দাফন হয়ে গেছে। আগস্টে যেন আর কোনো বেওয়ারিশ লাশ সেখানে না নেয়া হয়। অন্যদিকে ডিএনসিসির প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুন-উল-হাসান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, কবরস্থানে সাধারণ ও সংরক্ষিত কবর এলাকা ক্রমেই কমে যাচ্ছে। এ কারণে শুধু ডিএনসিসি এলাকার বেওয়ারিশ লাশ দাফন করার ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে। আর ডিএসসিসির প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান জানান, বেওয়ারিশ লাশের তিন ভাগের এক ভাগ জুরাইনে দাফনের বিষয়টি ২০১৭ সালে সিদ্ধান্ত হয়। সেভাবেই দাফন করার কথা। তবে ২০২১ সালে শতভাগ দাফন করা হয়েছে। যা গত বছর জানতে পারা যায়। তারপরই আঞ্জুমানকে চিঠি দিয়ে আগের সিদ্ধান্ত অনুসরণ করতে বলা হয়।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য